লিউ টিয়েন হুয়া হচ্ছেন চীনের প্রয়াত সেরা লোকসংগীত সুরকার। চীনের আধুনিক লোকসংগীতের অগ্রদূত হিসেবে তিনি বহু সেরা সংগীত সৃষ্টি করেছেন এবং আজ পর্যন্ত চীনে প্রচলিত রয়েছে। ছাংও-১ উপগ্রহের বহন করা সংগীতগুলোর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে লিউ টিয়েন হুয়ার সৃষ্ট সংগীত 'সুন্দর রাত'। লিউ টিয়েন হুয়ার ভাইপো --- চীনের কেন্দ্রীয় সংগীত ইনস্টিটিউটের অধ্যাপক লিউ ইয়ু সি সংবাদদাতাকে বলেছেন, 'আমার চাচা লিউ টিয়েন হুয়া চীনের আধুনিক লোকসংগীতের অগ্রদূত হিসেবে আজীবন পরিশ্রম করেছেন। তাঁর সমস্ত সৃষ্টিকর্ম আমাদের জাতীয় সংস্কৃতি ও চেতনাকে কেন্দ্র করে। এবার ছাংও-১ উপগ্রহের উত্ক্ষেপন হচ্ছে চীনা জাতির অদ্ভুত সমৃদ্ধির এক প্রতীক। এমন একটি ঐতিহাসিক সন্ধিক্ষণে লিউ টিয়েন হুয়ার আশি বছর আগের একটি সংগীত ছাংও-১ এর সঙ্গে মহাশূন্যে পাঠানোর সুযোগ পেয়ে আমি সত্যি সত্যি উত্সাহিত হয়েছি।'
বন্ধুরা, এখন আপনারা সোং ফেইয়ের এর বাজানো 'সুন্দর রাত' শুনছেন। ১৯২৮ সালের বসন্ত উত্সবের আগের দিন রাতে লিউ টিয়েন হুয়া এই সংগীতের সুর করেন। সুরের মধ্য দিয়ে সুরকার ও বন্ধুবান্ধবদের সঙ্গে আনন্দময় পরিবেশে বসন্ত উত্সবের রাত কাটানোর দৃশ্য বর্ণনা করা হয়েছে।
শ্রোতাবন্ধুরা, অনুষ্ঠানের শেষে শুনুন আমি চীনা মানুষ নামের একটি গান। গানের কথা লিখেছেন শি ফেই। সুর করেছেন গু চিয়ান ফেন। গেয়েছেন ফাং রুই লি।
গানের কথা এমন, 'কেউ আমাকে জিজ্ঞেস করতো, তুমি কোন দেশের লোক? নীল আকাশ ও সাগর আমাকে জিজ্ঞেস করতো, তোমার উত্স কোথায়? মহাচত্বরে দাঁড়িয়ে আমি তারস্বরে বিশ্বের কাছে ঘোষণা করি, আমি চীনা মানুষ।'
শ্রোতাবন্ধুরা, এতোক্ষণ আপনারা চীনের উত্ক্ষেপিত ছাংও-১ উপগ্রহের বহন করা সংগীত শুনলেন। আজকের সুরের ভুবন অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন। সুস্থ থাকুন। আবার কথা হবে। (ইয়ু কুয়াং ইউয়ে) 1 2
|