v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-03-25 15:54:13    
ছাংও-১ উপগ্রহের বহন করা গানগুলোর দ্বিতীয় পর্ব(ছবি)

cri

    ২০০৭ সালের ২৪ অক্টোবর চীন সাফল্যের সঙ্গে ছাংও-১ নামের প্রথম চাঁদ অনুসন্ধান উপগ্রহ উতক্ষেপ করে। ছাংও-১ চাঁদ অনুসন্ধান উপগ্রহটি সারা বিশ্বের চীনাদের নির্বাচিত ৩০টি সংগীত বহন করছে। চাঁদের কক্ষপথে প্রবেশের পর পৃথিবী থেকে ৩ লাখ ৮০ হাজার কিলোমিটার থেকে উপগ্রহটি এ গানগুলো প্রচার করেছে। আজ আমি আপনাদেরকে ঐ গানগুলো শোনাবো।

    শ্রোতাবন্ধুরা, এখন আপনারা বসন্ত উত্সবের প্রস্তাবনা শুনছেন। চীনের প্রয়াত নামকরা সুরকার লি হুয়ান চি এই লোক সংগীতটি রচনা করেন। এই সংগীতের উষ্ণ ও আনন্দময় সুরের মধ্য দিয়ে চীনের ঐতিহ্যিক বসন্ত উত্সবে চীনা জনগণের নাচগান ও ঢাকঢোল বাজানোর দৃশ্য বর্ণিত হয়েছে।

    গানটি করেছেন চীনের কেন্দ্রীয় লোক সংগীত দল। বিখ্যাত সঙ্গীত পরিচালক চেন মাও ইয়াং সংগীত পরিচালনা করেছেন। তিনি বসন্ত উত্সবের প্রস্তাবনা ছাংও-১ উপগ্রহের সংগীত তালিকায় নির্বাচিত হওয়ার খবর জেনে খুব খুশি হয়েছেন। তিনি বলেছেন, আমার পরিচালিত বসন্ত উত্সবের প্রস্তাবনা নির্বাচিত হওয়ায় আমি গর্বিত বোধ করি। কারণ মহাশূন্য থেকে উচ্চ প্রযুক্তির সাহায্যে আমাদের দেশের লোকসংগীত বাজানোর মাধ্যমে সারা বিশ্বের জনগণকে চীনের সংস্কৃতি ও সংগীত জানানোর উদ্দেশ্য বাস্তবায়িত হয়েছে।

    ১৯৭৯ সালে চীনের সংস্কার ও উন্মুক্তকরণের পরিকল্পনাকারী তেং সিয়াও পিং দক্ষিণ চীনের শেনচেনে অর্থনৈতিক বিশেষ অঞ্চল প্রতিষ্ঠার প্রস্তাব উত্থাপন করেন। তিনি চীনা বৈশিষ্ট্যের সমাজতন্ত্র নির্মাণের নতুন পরিকল্পনা করেন। চিং কাই রুইসহ তিন জন সুরকার ও শিল্পী সংস্কার ও উন্মুক্তকরণের ফলে শেনচেন বিশেষ অঞ্চল তথা গোটা চীনে যে বিরাট পরিবর্তন ঘটেছে সেটা উপলব্ধি করে ১৯৯৪ সালে বসন্তকালের গল্প গান রচনা করেছেন।

    শ্রোতাবন্ধুরা, এখন আপনারা 'বসন্তকালের গল্প গানটি শুনছেন। গানের কথা লিখেছেন চিং কাই রুই ও ইয়ে সুয়ে ছুয়েন, সুর করেছেন ওয়াং ইয়ো কুই এবং গেয়েছেন চাং ইয়েন। গানে সংস্কার ও উন্মুক্তকরণ নীতির ওপর চীনা জনগণের প্রশংসা এবং তেং সিয়াও পিংয়ের ওপর সীমাহীন কৃতজ্ঞতা ও সমর্থনের অনুভূতি প্রকাশিত হয়েছে। গানে শীর্ষনেতা ও জনসাধারণের অনুভূতি যেমন ফুটে উঠেছে, তেমনি চীনের উন্নয়ন নিয়ে বসন্তকালের ছবি চিত্রিত হয়েছে।

    ছাংও-১ উপগ্রহের নিয়ে যাওয়া ৩০টি সংগীতের সবগুলোই চীনের বিভিন্ন অঞ্চলে ব্যাপক জনপ্রিয় সংগীত। সবাই নিজের জন্মভূমির প্রশংসা করে গানটি এর মধ্যে একটি শ্রেষ্ঠ গান। গানের সুরকার লিউ ছি মিং সংবাদদাতাকে বলেছেন, ছাংও-১ উপগ্রহের সফল উত্ক্ষেপণ চীনের বংশোপরম্পরায় লালিত স্বপ্ন বাস্তবায়িত হয়েছে। সারা দেশের জনগণ এর জন্য উল্লাস বোধ করেন। যখন আমি পৃথিবী থেকে ৩ লাখ ৮০ হাজার কিলোমিটার দূরের মহাশূন্য থেকে প্রচারিত আমাদের সংগীত শুনি, তখন এই সংগীতের অন্যতম সুরকার হিসেবে আমি অত্যন্ত আনন্দ ও গর্ভ বোধ করি।

    শ্রোতাবন্ধুরা, এখন আপনারা চীনের বিখ্যাত কন্ঠ শিল্পী ফাং লি ইউয়েন এর গাওয়া 'সবাই নিজের জন্মভুমির প্রশংসা করে' গানটি উপভোগ করুন। ১৯৬২ সালে এই গানটি রচিত হয়। এটা ছিলো 'লাল সূর্য' নামের একটি চলচ্চিত্রের প্রধান গান। গানটিতে জনসাধারণের মাতৃভূমি ও নিজ দেশের সেনাবাহিনীকে ভালোবাসার কথা এবং বিজয়ের সুফল রক্ষা করার আন্তরিক অনুভুতি প্রকাশিত হয়েছে।

    গানের কথা এমন, 'এক একটি সবুজ পাহাড় ঘনিষ্ঠভাবে সংলগ্ন। এক একটি সাদা মেঘ পাহাড়কে ঘিরে রাখে। উঁচু সমতলে এক একটি সবুজ জমি। এক একটি গান বাতাসে ভেসে আসে। পাহাড়ভরা সবুজ রঙের ফল গাছ। বিস্তীর্ণ সোনালী রঙের গম ছড়িয়ে আছে মাঠে। আমাদের বিজয়ের সুফল ভালো করে রক্ষা করুন। আমাদের সুখী জীবন হাজার হাজার বছর দীর্ঘজীবী হোক।'

1 2