v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-03-24 11:17:59    
চীনা বিজ্ঞানীদের সঙ্গে পাঁচজন নোবেল পদক-বিজয়ীর আলোচনা

cri

    জীবন ও বিজ্ঞান ক্ষেত্রের পাঁচজন নোবেল পদক-বিজয়ীর চীন সফর করার কারণে চীনা বিজ্ঞানীরা বেশ খুশি। তাঁরা হচ্ছেন যুক্তরাষ্ট্র থেকে আসা লুইস জি.ইগনারো ও ফেরিড মুরাদ, জার্মানির রবার্ট হুবার ও হার্টমুট মাইকেল এবং ইসরাইলের এ্যারোন সিয়েছানোভার । পেইচিংয়ে অনুষ্ঠিত এক ফোরামে পাঁচজন নোবেল পদক-বিজয়ী চীনা বিজ্ঞানীদের সঙ্গে জীবন ও বিজ্ঞান এবং মানবজাতির স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করেছেন।

    নোবেল পদক-বিজয়ীদের গবেষণা ক্ষেত্রের মূল্য সাধারণ মানুষ হয়তো সহজভাবে বুঝতে পারেন না। তবে এ পাঁচজন নোবেল পদক-বিজয়ীর, তাদের গবেষণামূলক বিষয়গুলো সরাসরিভাবে মানবজাতির স্বাস্থ্যের সঙ্গে সম্পর্কিত। " স্বাভাবিক খাবার খাওয়া এবং নিয়মিত শরীর চর্চা হৃদরোগ ও রক্তনালীর প্রতিরোধক রোগ প্রতিরোধ করতে সক্ষম" এটি হচ্ছে ডঃ লুইস জি.ইগনারোর গবেষণার উদ্দেশ্য ।তিনি ডঃ ফেরিড মুরাদের সঙ্গে হৃদরোগ ও রক্তনালীর ভেতরকার কার্বন মনোক্সাইডের অপরিহার্য ভূমিকার দিকটি উদঘাটিত করেছেন বলে ১৯৯৮ সালে তাঁদের দু'জনকে নোবেল চিকিত্সা পদক প্রদান করা হয়েছে। এখন এ দু'জন আরো বেশি গবেষণায় ব্যস্ত রয়েছেন যে, কীভাবে এ ধারণাকে হৃদরোগ ও রক্তনালীর রোগ প্রতিরোধের ক্ষেত্রে একটি শক্তিশালী অস্ত্রে পরিণত করা যায়।

    ফোরামে ডঃ লুইস জি.ইগনারো বলেন, কার্বন মনোক্সাইড হলো মানবদেহের হৃদরোগ ও রক্তনালীর রোগ প্রতিরোধের "সৈন্য"। কার্বন মনোক্সাইডের অভাবের জন্য হৃদরোগ ও রক্তনালীর প্রতিবন্ধকতা এবং ডায়াবেটিস রোগে আক্রান্ত হবার সম্ভাবনা সৃষ্টি হয়। মানুষের পর্যাপ্ত কার্বন মনোক্সাইড এসব রোগ প্রতিরোধ এমন কি তা নিয়ন্ত্রণ করতেও সক্ষম। উল্লেখ্য, তিনি আরও হৃদরোগ ও রক্তনালীর প্রতিবন্ধকতা নিবারণ ও নিয়ন্ত্রণের নির্দিষ্ট " ঔষধও " আবিষ্কার করেছেন। তিনি বলেন:" বেশি করে ফল ও সবজি খেলে আপনার শরীরে এন্টি অক্সিডেন্ট সৃষ্টির জন্য সহায়ক হবে। একই সঙ্গে কার্বন মনোক্সাইডের কার্যকরীতা নষ্ট হওয়ার হারও খুবই কম হবে। এছাড়াও, মাছ , কালো চকলেট, লাল ওয়াইন এবং বিভিন্ন ধরণের কিন্তু চমত্কার খাবার। এর মধ্যে প্রচুর এন্টি অক্সিডেন্ট রয়েছে।"

    রবার্ট হুবার ও হার্টমুট মাইকেলের গবেষণামূলক ফলাফলের প্রশ্নের উত্তর হচ্ছে পাতা কেন সবুজ রঙের এবং ফটো-সিনথেসিস কী ধরণের ব্যাপার? এ বিষয়ে তারা অনেক গবেষণা করে অবদান রেখেছেন বলে ১৯৮৮ সালে তাদেরকে রসায়ন শাস্ত্রে নোবেল পদক প্রদান করা হয়। এটি ঔষধের উন্নয়ন এবং উদ্ভিদ রক্ষা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। যেমন, ডায়াবেটিস রোগের প্রতিরোধক ওষুধ এ ধারণা অনুযায়ী গবেষণা করে তৈরী করা হয়।

1 2