এখন আপনারা চীনের বিখ্যাত কণ্ঠ শিল্পী দাই ইয়ু ছিয়াং এর গাওয়া 'জানাতে চাই স্মরণের মনিকোঠায় তুমি' গানটি শুনছেন। ১৯৭৮ সালে চৌ এন লাইয়ের দ্বিতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষে এই গান রচিত হয়েছে। গানের কথা এমন, 'যদি আমি একটি বন্য রাজহংসী হতাম, আমি আকাশে ডানা মেলে প্রধানমন্ত্রী চৌকে দেখতে যেতাম। যদি আমি একটি মাছ হতাম, তাহলে আমি সাগরে ডুবে পানির পরিমাপ করতাম, দেখতাম প্রধানমন্ত্রীর প্রতি জনগণের ভালোবাসা কতটা গভীর।'
প্রধানমন্ত্রী চৌ এন লাই কেবল দেশের বিভিন্ন শিল্প উন্নয়নের ওপরই দৃ ষ্টি রেখেছেন তা নয়, তিনি জনসাধারণের জীবনযাপনের ওপরও মনোযোগী ছিলেন। কখোনো কোথাও গেলে তিনি নিবিষ্টচিত্তে সেখানকার জনগণের মতামত শুনতেন এবং জনসাধারণের সমস্যা সমাধানের চেষ্টা করতেন। চীনে এমন একটি কথা ছড়িয়ে আছে, তা হলো 'জনগণ গণ মানুষের প্রধানমন্ত্রীকে ভালোবাসেন। গণ মানুষের প্রধানমন্ত্রী জনগণকে ভালোবাসেন। প্রধানমন্ত্রী ও জনগণ একসাথে আনন্দ ও বেদনাময় জীবন উপভোগ করেন। জনগণ ও প্রধানমন্ত্রীর যেন একাকার।' এ কথাটি প্রধানমন্ত্রী চৌ এন লাই ও চীনা জনগণের সম্পর্কের বাস্তব প্রতিফলন।
১৯৫৮ সালে প্রধানমন্ত্রী চৌ এন লাই জাতীয় থিয়েটার হল নির্মাণের প্রস্তাব করেন এবং নিজেই স্থান নির্ধারণ করে দেন। ৫০ বছর পর সবেমাত্র নির্মিত জাতীয় থিয়েটার হলে চৌ এন লাইয়ের ১১০তম জন্ম বার্ষিকী উদযাপন উপলক্ষে স্মরণীয় সংগীতানুষ্ঠান আয়োজন করা বিশেষ তাত্পর্যসম্পন্ন।
বন্ধুরা, এখন আপনারা মঙ্গোলীয় জাতির কন্ঠ শিল্পী লাসুরং এর গাওয়া 'প্রশংসার গান' শুনছেন। লাসুরং বলেন, 'আমি একজন মঙ্গোলীয় জাতির গায়ক হিসেবে চেয়ারম্যান মাও ও প্রধানমন্ত্রী চৌ'র জন্য গান গেয়েছি। এর জন্য আমি গর্বিত বোধ করি।'
দীর্ঘকাল ধরে বিরামহীন কাজ করার ফলে প্রধানমন্ত্রী চৌ'র স্বাস্থ্য ভেঙে যায়। তারপরও এই গুরুতর রোগের চিকিত্সা কালীন তিনি কাজ করে গেছেন নিরলসভাবে। ১৯৭৬ সালের ১৮ জানুয়ারী চৌ এন লাই ইহলোক ত্যাগ করেন। লাখ লাখ চীনা জনগণ স্বতঃস্ফুর্তভাবে পেইচিংয়ের চাংআন সড়কে গিয়ে অশ্রুশিক্ত নয়নে চৌ এন লাইকে বিদায় জানান।
এখন আপনারা 'সীমাহীন মহা প্রেম' নামের গানটি শুনছেন। গানটি প্রধানমন্ত্রী চৌ এন লাইয়ের প্রতি চীনা জনগণের অকৃত্তিম ভালোবাসা ও গভীর শ্রদ্ধা ফুটে উঠেছে। গানের কথা এমন, 'তোমার হৃত্স্পন্দন হয়তো বন্ধ হয়ে গেছে। তোমার চোখের দিকে তাকালেই আমি বুঝতে পারি, তুমি দূরে কোথাও যাও নি। কারণ আমার একান্ত বিশ্বাস যে, মহা প্রেম এই পৃথিবীতেই থেকে যায়। তোমার চোখ দেখে বুঝা যায়, চলে গেলেও তুমি আছো। আছো তোমার প্রেমের মধ্য দিয়ে। তোমার নিষ্কলুষ চরিত্রের অহঙ্কারে। মাতৃভূমিকে দেয়া তোমার আমৃত্যু ভালোবাসা চিরকাল অজেয় থাকবে।' (ইয়ু কুয়াং ইউয়ে) 1 2
|