৫ মার্চ চীনের সাবেক প্রধানমন্ত্রী চৌ এন লাই-এর ১১০তম জন্মবার্ষিকী। এই উপলক্ষ্যে ৪ মার্চ চীনের গণ বৈদেশিক মৈত্রী সমিতিসহ সংশ্লিষ্ট সংস্থার উদ্যোগে চীনের জাতীয় থিয়েটারে 'সীমাহীন মহা প্রেম' নামক বড় আকারের একটি সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়। ১১০তম জন্ম বার্ষিকী অনুষ্ঠানের মধ্য দিয়ে চৌ এন লাইকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়েছে। আজকের অনুষ্ঠানে আমি সেই সংগীতানুষ্ঠানের অংশ বিশেষ আপনাদের শোনাবো।
প্রধানমন্ত্রী চৌ এন লাই ছিলেন চীনের সুবিদিত বিপ্লবী, সমরবিদ, রাজনীতিবিদ ও কূটনীতিবিদ। তিনি হলেন চীন গণ প্রজাতন্ত্র প্রতিষ্ঠার মহান কৃতিত্বের অধিকারী একজন অন্যতম ব্যক্তি। চীনের প্রধানমন্ত্রী পদে ২৬ বছর তার কর্মকালীন জীবনে তিনি দেশের সমৃদ্ধি ও জনগণের সুখী জীবনের জন্য প্রতিদিন অসংখ্য কাজে ব্যস্ত ছিলেন। তিনি দেশ ও জনগণের জন্য শ্রেষ্ঠ অবদান রেখেছেন। তাকে 'জনগণের খুব কাছের প্রধানমন্ত্রী' বলে অভিহিত করা হয়।
বন্ধুরা, এখন আপনারা 'তুমি এমনই মানুষ' গানটি শুনছেন। গানে প্রধানমন্ত্রী চৌ এন লাইয়ের ব্যক্তিজীবনের মোহিনীশক্তি, গণ সেবার সর্বোত্কৃষ্ট মর্ম ও আবেগপূর্ণ গণ সেবকের প্রতিমূর্তি হিসেবে তুলে ধরা হয়েছে। এটা হচ্ছে ১৯৯৮ সালে উত্চাপিত 'শত বছরের এন লাই' টেলিভিশন তথ্যচিত্রের প্রধান গান। গানের কথা এমন, 'সকল কথা যেন তোমার হৃদয় জুড়ে। তোমার বিশাল বুক জুড়ে মহিমাকীর্তন, তুমি এমনই মানুষ। সবার জন্য প্রেম তোমার হাতে। তোমার চোখের ভাষা বলছে, তুমি এমনই মানুষ। তোমাকে নিয়ে খুব বেশি ভাবতে হয় না। তোমাকে জানতে প্রশ্ন করতে হয় না। তুমি এমনই মানুষ। আবেগ কত ভারি, ভালোবাসা কত যে গভীর। আমরা হৃদয় মন বলছে, আসলে তুমি এমনই মানুষ।'
সান্ধ্য সংগীতানুষ্ঠানের মঞ্চের পিছনের বিশাল পর্দায় একটার পর একটা প্রধানমন্ত্রী চৌ'র মূল্যবান ছবিগুলো দেখালো। দর্শকরা ছবিগুলোর মাধ্যমে প্রধানমন্ত্রী চৌর হাসি মুখ দেখে অভিভূত হলেন। চীনের ৩০০ জনেরও বেশি শিল্পী এই স্মরণীয় অনুষ্ঠানে অংশ নিয়েছেন। শিল্পীরা সংগীত, কবিতা ও নাটকের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী চৌ এন লাই'র প্রশংসা করেছেন এবং তাঁর প্রতি জনগণের গভীর স্মরণের কথা শ্রদ্ধার সঙ্গে প্রকাশ করেছেন। সংগীতানুষ্ঠানের উদ্যোক্তা ইউনিটের অন্যতম হংকং হো তুং সুয়েন মিং আন্তর্জাতিক সংস্কৃতি তহবিলের ভাইস-চেয়ারম্যান চেন ফু শেং মঞ্চে দাঁড়িয়ে আবেগময় কম্পিত কন্ঠে বলেছেন, বহু হংকং ও ম্যাকাওবাসী প্রধানমন্ত্রী চৌ'কে অত্যন্ত সম্মান করেন। তাঁরা স্বদেশ ও স্বদেশের সংস্কৃতিকে ভালোবাসেন। তিনি বলেন, 'প্রধানমন্ত্রী চৌ'র ন্যায়পরায়ণতা, আত্মসংযম, নিঃস্বার্থপরতা ও আজীবন জনগণের জন্য সেবা করার মর্ম হচ্ছে আমাদের প্রতিটি চীনা ছেলেমেয়েদের শিক্ষার আদর্শ। বিশেষ করে, বর্তমান সমাজে এমন মহত্ চরিত্র সত্যি সত্যিই দূর্লভ এবং তার কাছ থেকে আমাদের শিক্ষাগ্রহণ করতে হবে।'
1 2
|