.jpg)
আগে সড়ক নির্মাণের প্রক্রিয়ায় সেখানকার ভৌগলিক অবস্থা খুব জটিল ছিল। তুষার ধস, ভূমি ধস এবং কাদা মাটি ও পাথরের প্রবাহ প্রায়শঃই ঘটতো। মোট ৪০০ জনেরও বেশি চীন ও পাকিস্তানী নির্মাতা এ সড়ক নির্মাণের জন্য প্রাণ দিয়েছেন। এবার সড়ক পুনর্নিমাণ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রেসিডেন্ট মুশাররফ কারাকোরাম সড়কের নির্মাতাদের প্রতি তার কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেন, 'আমি চীন ও পাকিস্তানের জনগণের মধ্যে এমন গভীর মৈত্রীর জন্য অভিনন্দন জানাই। এই সুযোগে আমি অতীতে কারাকোরাম সড়ক নির্মাণ প্রকল্পে জড়িত নির্মাতা ও প্রকৌশলীদের প্রচেষ্টার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। পাকিস্তানে চীনের সাবেক রাষ্ট্রদূত চাং ছুন সিয়াং কারাকোরাম সড়ক নির্মানের জন্য তিন থেকে চার বছর কাজ করেছেন। বর্তমানে পাকিস্তানে চীনের সাংস্কৃতিক কাউন্সিলার শান পাও সিয়াংও এই সড়কের নির্মানকাজে অংশ নিয়েছিলেন। তিনি সেখানে তিন বছর কাজ করেছেন। তাদের কর্মরত জায়গায় পাকিস্তানীরাও সাধারণত যান না। কিন্তু চীনারা আমাদের জন্য এই মহান কারাকোরাম সড়ক নির্মাণ করেছেন।'
কাউন্সিলার শান পাও সিয়াং মুশাররফের আমন্ত্রণে দাঁড়িয়ে উঠার সঙ্গে সঙ্গে চার পাশের সবাই তুমুল করতালি দিয়ে শান পাও সিয়াংকে অভিনন্দন জানায়। এটা হচ্ছে কারাকোরাম সড়কের একজন পুরোনো নির্মাতার প্রতি দেয়া ভক্তিভরা অকৃত্তিম শ্রদ্ধা।
উল্লেখ করা যেতে পারে যে, তখন কারাকোরাম সড়কের নকশা কাজের সঙ্গে জড়িত কয়েক জন চীনের প্রবীণ বিশেষজ্ঞ আবার এই সড়কের পুনর্নিমাণ প্রকল্পের নকশা কাজে অংশ নিচ্ছেন।
কারাকোরাম সড়কের পুনর্নিমান প্রকল্প পাকিস্তানের অর্থনৈতিক উন্নয়নের ওপর যে প্রভাব ফেলবে, সে সম্পর্কে পাকিস্তানের পররাষ্ট্র সচিব সাজিদ হোসাইন চাথা সংবাদদাতাকে বলেন, এই প্রকল্প পাকিস্তানের অর্থনৈতিক ও বাণিজ্যিক উন্নয়ন ত্বরান্বিত করার জন্য গুরুত্বপূর্ণ ও তাত্পর্যসম্পন্ন। তিনি বলেন, 'এটা পাকিস্তানের বাণিজ্যিক বারান্দা পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ লাইনে পরিণত হবে। আমরা উপলব্ধি করেছি যে, ভবিষ্যত পৃথিবী একটি বাণিজ্যিক পৃথিবী ও অর্থনৈতিক পৃথিবী হবে। এই বারান্দার মাধ্যমে চীন ও পাকিস্তানের অর্থনৈতিক সম্পর্কের স্থিতিশীলতা ও টেকসই উন্নয়ন জোরদার হবে।'
মিঃ চাথার কথার মতো এই প্রকল্প কেবল চীন ও পাকিস্তানের স্থল পথকে সম্প্রসারিত করবে তা নয়, বরং এ সড়ক দু'দেশের বাণিজ্যিক লেনদেন ও জনগণের যাতায়াতকে উপভোগ্য করে তুলবে। চীন ও পাকিস্তানের এ 'মৈত্রি সড়ক' নতুন দিগন্ত খুলে দেবে। (ইয়ু কুয়াং ইউয়ে) 1 2
|