v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-03-03 19:15:39    
চীনের হাং চৌ শহর চিকিত্সা ক্ষেত্রেস্থানীয় অধিবাসীদের সুনিশ্চয়তা এনে দিয়েছে

cri

    চিকিত্সা বীমা অনুযায়ী, চাও ছাই ইয়ুনের এবারের ২৪ হাজার ইউয়ানের মধ্যে ৯ হাজার ইউয়ান চিকিত্সা বীমা বহন করেছে। চাও ছাই ইয়ুনের স্বামী বলেছেন: " চিকিত্সা বীমার কারণে আমরা সত্যি লাভবান হয়েছি। এটা না থাকলে এ ৯ হাজার ইউয়ানও আমাদের নিজেদের বহন করতে হতো। আমাদের পক্ষে এসব খরচ বহন করা সত্যিকার অর্থেই কষ্টের " ।

    ২০০১ সাল থেকে হাং চৌ শহরের চিকিত্সা সুনিশ্চিয়তা ব্যবস্থা ধাপে ধাপে পূর্ণাঙ্গ হচ্ছে। ২০০৭ সাল হচ্ছে এর সংশ্লিষ্ট নীতি-মালা প্রণয়নের এক বছর। হাং চৌ শহর চিকিত্সা বীমা বিষয়ক বিভাগের পরিচালক ছেন চেং সিয়াং বলেন: " ' বয়স্ক অধিবাসীদের চিকিত্সা বীমা কর্মসূচী' ও ' শিশু চিকিত্সা বীমা কর্মসূচী' প্রণয়নের পর, হাং চৌ শহরের সকল অধিবাসী চিকিত্সা বীমায় পুরোপুরিভাবে অংশ নিতে পারছে ।"

    হাং চৌ শহরের চলমান চিকিত্সা ব্যবস্থার উন্নতি হলেও ব্যাপক গ্রামীণ অধিবাসী এখনও এ চিকিত্সা বীমার বাইরে রয়েছেন।এ বীমার আওতা এখন পর্যন্ত শহরের অধিবাসীদের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। তবে সরকারী বিভাগ শহর ও গ্রামের মধ্যকার বীমা ব্যবস্থা একীকরণের সমস্যা সমাধানের চেষ্টা করছে। ছেন চেন সিয়াং সম্পর্কে আরো বলেন: " অর্থনীতির উন্নয়নের ক্ষেত্রেও ব্যবধান রয়েছে। এ জন্য এ সমস্যা সমাধানের পদক্ষেপ নির্ধারণ করা জরুরি । শহর ও গ্রামের মধ্যকার বীমা ব্যবস্থা একীকরণের সমস্যার সমাধানে বেশ কিছু সময় লাগবে। তবে এ ব্যাপারে আমাদের যথাসাধ্য প্রচেষ্টা চালিয়ে যেতে হবে ।"

    বীমা ব্যবস্থা ক্রমান্বয়ে আরো বেশি পূর্ণাঙ্গ হবে বলে আমরা আস্থাবান। একই সঙ্গে বীমা নিশ্চিয়তার ক্ষেত্র সম্প্রসারিত হবে এবং সুনিশ্চিয়তার মানও বেশি উন্নত করা যাবে।--ওয়াং হাইমান


1 2