হুথোংচান একটি ব্যক্তিগত যাদুঘর হিসেবে ব্যক্তিগতভাবে তা চালানো অনেক ঝামেলার । পেইচিংয়ের বিভিন্ন ক্ষেত্রের যারা ঐতিহাসিক সংস্কৃতিকে এ যাদুঘরকে পছন্দ করেন তারা আকাই সাহায্য করে থাকেন । কেউ কেউ বাড়ির সংরক্ষিত প্রাচীনকালের দ্রব্য উপহার হিসেবে যাদুঘরে দেন এবং শিল্পীরা নিজেদের ছবি ও ভাষ্কর্য উপহার হিসেবে যাদুঘরকে প্রদান করেন । এছাড়াও অনেকেই যাদুঘরের স্বেচ্ছাসেবকে পরিণত হয়েছেন । মাট্টি লেইরিমাকে হুথোংচান যাদুঘরে প্রথম নিয়ে যাওয়া তার বন্ধু চাং চুন বলেন, এখন আমি একজন স্বেচ্ছাসেবক । এর আগে আমি একজন দর্শক হিসেবে যাদুঘরে এসেছিলাম । আমরা চীনের সংস্কৃতিকে অনেক পছন্দ করি । ছোটবেলায় আমি পেইচিংয়ের অলিগলিতে বসবাস করা এবং সাম্প্রতিক বছরগুলোতে পেইচিংয়ের উন্নয়নের জন্য অনেক অলিগলি ও প্রাচীরবেষ্টিত ছাদবিহীন বাড়ি ভেঙ্গে দেয়ার কারণে আমি পেইচিংয়ের ঐতিহাসিক সংস্কৃতি সংরক্ষণের দায়িত্ব পালন করতে চাই ।
যাদুঘরের পরিচালক চাং ইউ চুন এবং স্বেচ্ছাসেবকরা যাদুঘরের নির্মাণ ও সম্পূর্ণতার জন্য অব্যাহতভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন । তাঁরা আশা করেন, আরও বেশি দর্শক হুথোংচাং পরিদর্শন করবেন এবং আরও বেশি লোকজন পেইচিংয়ে প্রাচীনকালের ইতিহাস ও সংস্কৃতিকে পছন্দ করবেন ।
পেইচিংয়ের নাগরিকদের পেইচিংকে আরও ভালবাসানো, চীনের বিভিন্ন অঞ্চলের জনগণকে আরও ভালভাবে পেইচিংকে বোঝানো, বিদেশে চীনা প্রবাসীদের পেইচিংয়ে এসে নিজেদের জন্মস্থানের গল্প খুঁজে বের করানো এবং বিদেশী বন্ধুদের মনোহরি প্রাচীন প্রাচ্য বিশ্বে নিয়ে আসা হলো আমাদের দায়িত্ব ।
বন্ধুরা, এখন আমরা আপনাদেরকে হুথোচাং যাদুঘরের খোলা সময় ও ঠিকানার তথ্য জানাবো ।
আচ্ছা, হুথোংচাং রীতিনীতি যাদুঘর প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকে । যাদুঘরের টিকিটের দাম ১০ ইউয়ান রেন মিন পি ।
যাদুঘরের কাছাকাছি অনেক দোকান রয়েছে এবং পেইচিংয়ে প্রাচীনকালের বৈশিষ্ট্যসম্পন্ন সাংস্কৃতিক রাস্তা পদচঞ্চল হয়ে উঠেছে । এর কাছে লুকৌ সেতু হল পেইচিংয়ে থাকা সবচেয়ে পুরনো পাথরের আর্চ সেতু । এ সেতুর নির্মাণ কাজ অনেক চমত্কার । সেতুর পূর্ব দিকে প্যাভিলিয়নে চীনের ছিং রাজবংশের বিখ্যাত রাজা ছিয়ানলোং-এর লেখা 'লুকৌ সেতুর চাঁদ' কথা মার্বেল পাথরে লেখা মাইলফলক রয়েছে ।
আচ্ছা, বন্ধুরা হুথোংচান যাদুঘরের তথ্য জানার পর আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি । আশা করি ,আপনারা সুযোগ পেলে বা পেইচিং অলিম্পিক গেমস দেখার জন্য আসলে স্থানটি ঘুরে যেতে ভুলবেন না , কিন্তু । 1 2
|