সুন্দর ক্ষুদ্র চিত্রাঙ্কন ছাড়া হুথোংচান যাদুঘরে দর্শকরা পেইচিংয়ে প্রাচীনকালের নানা ধরনের মজার মজার খেলনাগুলো নিয়ে খেলনা খেলতে পারেন । বিশেষ করে ২০ শতাব্দীর ৫০ ও ৬০ দশকের খেলনা, যেমন লৌহ বেষ্টনী খুলে দেয়া এবং বাঁশির ডিয়াপোলো ইত্যাদি । দর্শকরা এ খেলায় অনেক মজা ও আনন্দ পেয়ে থাকেন ।
পরিদর্শনের পর আপনারা যাদুঘরের উপর তলার অপেরা ফ্ল্যাটে গিয়ে পেইচিং অপেরা দেখতে পারেন এবং পেইচিংয়ের ঐতিহাসিক মিষ্টি ও সুস্বাদু সয়াবীন দিয়ে তৈরী সাউস নুডলস খেতে পারেন । দর্শকরা যাদুঘরে আসার পর আনন্দ ও মজার মজার খেলার সঙ্গে এখানে সারাদিন থাকতে পারেন । উল্লেখ্য যে, পেইচিংয়ের ঐতিহাসিক সংস্কৃতিকে ভালোবাসেন এমন বহু লোক এ স্থান পরিদর্শন করেছেন । ফিনল্যান্ডের মাট্টি লেইরিমা তাদের মধ্যে অন্যতম । তিনি বলেছেন,
আমার একজন বন্ধু প্রথশ আমাকে এখানে নিয়ে আসেন । তারপর থেকে আজ হচ্ছে ৬ মাসের মধ্যে আমার চতুর্থবার পরিদর্শন । আমি এ স্থানটি খুবই পছন্দ করি । আমি পুরনো স্থাপত্য দেখতে পারি এবং প্রাচীনকালের পেইচিংয়ের খেলা খেলতে পারি । আমার মাতৃভূমি ফিনল্যান্ডে অনেক ব্যক্তিগত যাদুঘর রয়েছে । আমি আশা করি আরও বেশি বিদেশী হুথোংচান যাদুঘর পরিদর্শন করবে এবং আনন্দ পাবে । এটি সত্যিই একটি ভালো জায়গা । আমি হুথোংচান পছন্দ করি !
1 2
|