v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-02-26 17:46:09    
নিষ্ঠুর তুষারপাতে মানুষের প্রীতি(ছবি)

cri

    আমাদের দেশে যখনই কোন প্রাকৃতিক দুর্যোগ ঘটে তখনই শিল্পীরা ইতিবাচকভাবে নিজের সর্বশক্তি ও অফুরন্ত ভালোবাসা উত্সর্গ করেন। তরুণ সৈনিক শিল্পী ওয়াং হোং ওয়েই 'এই বসন্ত উত্সব, এই বাড়ি' নামে একটি গান গেয়েছেন। তিনি সংবাদদাতাকে সাক্ষাত্কার দেয়ার সময় বলেছেন, 'আমি আশা করি, আমাদের ভালোবাসা, আমাদের দু'হাত, আমাদের আন্তরিকতা দিয়ে দুর্গত জনসাধারণকে একটু উষ্ণতা দিতে পারবো। একজন চীনা সৈনিক বা একজন পেশাদার শিল্পী হিসেবে আমি মনে করি, এমন সময়ই তো আমার হৃদয় মন দিয়ে কাজ করা উচিত।'

    বিখ্যাত লেখক ইয়েন সু এ গানের কথা লিখেছেন। তিনি সহজ বাক্যে কর্মরত সৈন্যদের আবেগপূর্ণ শুভেচ্ছা জানিয়েছেন। তার গানে একজন প্রবীণ সৈন্য নবীন সৈন্যের প্রতি তার সযত্নে লালিত ভাব ফুটে উঠেছে। গানের কথা এমন, 'যুদ্ধের সঙ্গী, তাড়াতাড়ি ঘুমাও। বিদ্যুত্ উত্পাদন ব্যবস্থার কথা অত চিন্তা করো না। তুষার যত প্রবল, বৃষ্টি যত বড়ই হোক না কেন, আমাদের পদক্ষেপ থামতে পারবে না।'

    এবারের দুর্যোগে হুনান প্রদেশের ক্ষয়ক্ষতি হয়েছে সবচেয়ে বেশি। হুনানের তরুণ শিল্পী ওয়াং লিন স্বচক্ষে তুষার দুর্যোগের দৃশ্য দেখেছেন। এই অবর্ননীয় দুর্যোগ মোকাবিলার জন্য তিনি নিজের শক্তিকে উত্সর্গ করতে চান। ফলে তিনি 'বরফের মধ্যকার ফুল' নামে একটি গান রেকর্ড করেছেন। গানে দুর্যোগ প্রতিরোধ কাজে জড়িত সেনাবাহিনী ও উদ্যোগী জনসাধারণের গভীর প্রশংসা করা হয়েছে। ওয়াং লিন বলেন, 'গানে শীতের বাতাসে ফুটো থাকা একটি ফুলের কথা বর্ণনা করা হয়েছে। এটা হচ্ছে সুন্দর জীবনের প্রতি আমার প্রত্যাশা। কারণ, আমি নিজেই দুর্যোগ দেখেছি। আমার আত্মীয়রা দুর্গত অঞ্চলে রয়েছেন। আমি মন দিয়ে এ গান গেয়েছি। আশা করি, সবাই নিজের ভালোবাসা দূর্গতদের জন্য উত্সর্গ করবেন। আমি আশা করি, দুর্গত অঞ্চলের সকল বন্ধুরাই বরফের মধ্যে ফুটে থাকা নিষ্পাপ ফুলের মতো পবিত্র, সুন্দর ও প্রত্যয় দীপ্ত।'

    বন্ধুরা, এখন আপনারা ওয়াং লিনের গাওয়া 'বরফের মধ্যকার ফুল' শুনছেন। এটা ছিল দক্ষিণ কোরিয়ার একটি গান। পরে নতুন করে গানের কথা লেখা হয়েছে। গানের কথা এমন, 'বাতাস ও তুষারের মধ্যে ফুলগুলো সাহসী স্বপ্নের আশা নিয়ে ফুটে। আঘাত যতই আসুক না কেন এক পা'ও পিছিয়ে যাবে না। যত বেশিই তুষারপাত হোক না কেন আমি কোন দিন তাকে ভয় করি না। আশা জাগানিয়া ফুলের মতই সারা দুনিয়াকে উজ্জ্বল করে তুলতে পারি।'

    বন্ধুরা, এতোক্ষণ আপনারা এবার চীনের তুষার দুর্যোগের জন্য বিশেষভাবে সৃষ্ট কয়েকটি গান শুনলেন। নিশ্চয়ই আপনাদের হৃদয়েও তুষার দুর্যোগের সেই কষ্টের কথা অনুভব করতে পেরেছেন। অনুষ্ঠানটি শুনার জন্য ধন্যবাদ। (ইয়ু কুয়াং ইউয়ে)


1 2