v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-02-26 17:46:09    
নিষ্ঠুর তুষারপাতে মানুষের প্রীতি(ছবি)

cri

    সম্প্রতি চীনের দক্ষিণাঞ্চলের ব্যাপক এলাকায় শিলা বৃষ্টি ও তুষারপাত দুর্যোগ হওয়ায় জনসাধারণের উত্পাদন ও জীবনযাপনের ক্ষেত্রে নিদারুণ কষ্টের অতি কষ্ঠ সৃষ্টি করেছে। দুর্যোগ প্রতিরোধ ও উদ্ধার প্রক্রিয়ায় চীনের বহু শিল্পী সক্রিয়ভাবে দুর্যোগ সংক্রান্ত নানা ধরণের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছেন এবং এর মাধ্যমে দুর্গতদের জন্য অর্থ ও সামগ্রী সংগ্রহ করেছেন। তাঁরা দুর্গত অঞ্চলের জনসাধারণ ও উদ্ধারকারী সেনাবাহিনীর জন্য প্রেরণা যুগিয়েছেন। আজ এই সুরের ভুবন অনুষ্ঠানে আমি এ সম্পর্কিত কয়েকটি গান আপনাদের শোনাবো।

    বন্ধুরা, এখন আপনারা চীনের সেনাবাহিনীর সুরকার ইন ছিং এর সৃষ্ট গান 'নিষ্ঠুর তুষারপাতে মানুষের গভীর প্রীতি' শুনছেন। এটা হচ্ছে দুর্যোগ প্রতিরোধ লড়াই শুরু হওয়ার পর প্রকাশিত প্রথম গান। শিল্পী ছাই কুও ছিং ও পাই শুয়ে মন প্রাণ ঢেলে গান গেয়েছেন। তারা আশা করেন, এই গানের মাধ্যমে দুর্গত জনগণ ও দুর্যোগ প্রতিরোধের ফ্রন্টে কর্মরত গণ মুক্তি ফৌজের সৈন্য ও কর্মকর্তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও শ্রদ্ধা নিবেদন করেন এবং মানুষের মধ্যকার গভীর ভালোবাসা অনুভব করতে পারেন। ছাই কুও ছিং বলেন, "এবার এতো প্রবল তুষারপাত দেখে আমার মন সত্যিই দুঃখে ভারাক্রান্ত। আমরা কেবল আমাদের কণ্ঠের শ্রেষ্ঠ কর্ম দিয়ে সৈন্যদের কাছে আমাদের উত্সাহ ও দুর্গত অঞ্চলের জনগণকে উষ্ণতা দিতে পারি। 'নিষ্ঠুর তুষারপাতে মানুষের গভীর প্রীতি' গানটি আবেগপুর্ণ। গানের সুর সহজেই ধারণ করা যায়। আমি গান গাওয়ার সময় ভাবাবেগে আপ্লুত হয়েছে।"

    'নিষ্ঠুর তুষারপাতে মানুষের গভীর প্রীতি' এর প্রতিটি বাক্যে দুর্গত অঞ্চলের জনসাধারণের প্রতি চীনা জনগণের গভীর সযত্ন নিবেদন এবং দুর্যোগ প্রতিরোধ ফ্রন্টের সেনাবাহিনীর প্রতি ভক্তি ও শ্রদ্ধার কথা প্রকাশিত হয়েছে। গানের কথা এমন, 'বসন্ত আমাদের কাছে চলে আসার সময় তুষার-ঝড় দক্ষিণ চীনের মাটি ঢেকে দিয়েছে। কত লোক তাদের বাড়িতে ফেরার কথা ভেবে আশঙ্কায় ভুগছে। কত উদ্ধারকর্মীরা ব্যস্ততার মধ্যে ডুবে রয়েছেন। হাজার হাজার লোক হাতে হাত মিলিয়ে দুর্যোগ প্রতিরোধ করছেন। তাদের মনের যত ভালোবাসা বিনিময় করছে। তুষারপাত নিষ্ঠুর, কিন্তু মানুষের ভালোবাসা উষ্ণ। শীত পড়েছে বটে, তাহলে কি হবে, জনগণের মন সত্যিই গরম। বাতাস ও তুষারপাতের পর উজ্জ্বল সূর্যালোকে আবার শত ফুল ফুটবে।'

    সুরকার ইন ছিং এ গান সৃষ্টির সময় নিজের অনুভবের কথা স্মরণ করে বলেছেন, 'অতি জরুরি অবস্থায় আমি 'নিষ্ঠুর তুষারপাতে মানুষের প্রীতি" গানটি সৃষ্টি করেছি। এটি রচনা করতে পেরে আমি নিজেও মুগ্ধ। বাহিনীর লেখকরা জরুরিভাবে গানের কথা লিখেছেন। আমরা মনে করি, এ গানের কথা খুব হৃদয়গ্রাহী। তাতে সরাসরি তুষারের সঙ্গে সংগ্রাম করা সেনাবাহিনী ও জনগণের মর্মবানী বর্ণনা করা হয়েছে।'

1 2