v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International Saturday Apr 5th   2025 
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-02-25 15:14:06    
উ জেং ই চীনের রাষ্ট্রীয় পর্যায়ের সর্বোচ্চ বিজ্ঞান পদক পেয়েছেন

cri
    সহকর্মীরা যাকে " উদ্ভিদ কম্পিউটার" বলে অভিহিত করেন। যিনি অর্ধ শতাব্দী ধরে উদ্ভিদের ওপর প্রবন্ধ লিখছেন। যিনি বিদেশী উদ্ভিদবিদের চীনের উদ্ভিদের নামকরণের ইতিহাস পাল্টে দিয়েছেন। সেই তিনি হচ্ছেন ২০০৭ সালে চীনের রাষ্ট্রীয় পর্যায়ের সর্বোচ্চ বিজ্ঞান পদক-বিজয়ী উ জেং ই।

    ৯২ বছর বয়সী উ জেং ই তার সারা জীবন উদ্ভিদের গবেষণায় নিবেদিত রেখেছেন। এ জন্যই চীনের উদ্ভিদ গবেষণা বিশ্বে এখন স্বীকৃত । তার গবেষণার সবচে' উল্লেখযোগ্য বিষয় হচ্ছে ৪৫ বছরের প্রচেষ্টার ফলে সম্পন্ন " ফ্লোরা অব চায়না"। তিনি এর পরিচয় দিয়ে বলেন:" 'ফ্লোরা অব চায়না' চীনের বিভিন্ন রকমের উদ্ভিদেরবৈশিষ্টকে পর্যায়ক্রমে পৃথক পৃথক তুলে ধরতে পারে। যেমন, আবাদী ধান ও বণ্য ধানের পার্থক্য কী এবং তাদের মধ্যে কী ধরণের যোগাযোগ রয়েছে? এ ফ্লোরায় সব সূক্ষ্মভাবে দেখা যায়। তা হলো উদ্ভিদেনিবন্ধিকরণের কর্মসূচী"। যা ইউরোপ, উত্তর আমেরিকা এবং মালয়েশিয়ার ফ্লোরার চেয়ে আরো বেশি পূর্ণাঙ্গ হয়েছে বলে বিশ্বে সর্বাধিকভাবে গৃহীত।"

    ১৯৫৯ সালে " ফ্লোরা অব চায়না" সংকলনের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়। ২০০৫ সালে তা প্রকাশিত হয়। এতে ১২৬ খন্ডে মোট ৫ কোটি অক্ষর রয়েছে এবং ৩০ হাজারেরও বেশি চীনা উদ্ভিদের নাম লিপিবদ্ধ করা হয়েছে। এটি চীনে জীব বৈচিত্র্য ও প্রাকৃতিক পরিবেশ সুরক্ষা এবং বিজ্ঞানসম্মত উপায়ে উদ্ভিদের ব্যবহারসহ গবেষণা ক্ষেত্রে সবচে' মৌলিক ও গুরুত্বপূর্ণ ভিত্তি বলে বিবেচিত হয়।

    ১৯৮৭ সালে উ জেং ই " ফ্লোরা অব চায়না"-এর প্রধান সম্পাদক হিসেবে কাজ করেন। তার সম্পাদনায় মোট ৮০টিরও বেশি খন্ডে প্রকাশিত হয়েছে। উনি এ গবেষণা লেখার জন্য খুবই গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

1 2
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China