v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-02-18 17:58:22    
চীনের তৃণভূমি উন্নয়নের সঙ্গে সম্পর্কিত এক অস্ট্রেলিয়ান অর্থনীতিবিদ

cri

    শ্রোতাবন্ধুরা, নীল আকাশ, বিশাল তৃণভূমি এবং অবাধে চরে বেড়ানো গরু ছাগলকে নিয়ে গঠিত চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় এলাকার প্রাকৃতিক দৃশ্যগুলোর একটি । এটিও দীর্ঘকাল ধরে কৃষক ও রাখালদের নিত্য দিনের একটি প্রকৃত প্রতিকৃতি । তবে তৃণভূমির ওপর বেশি নির্ভরশীল হওয়ার স্থানীয় প্রাকৃতিক অবস্থান ও অধিবাসীদের জীবনযাপনে পানির অভাব এবং মাটির ক্ষয়সহ নানা ধরণের নেতিবাচক প্রভাব পড়েছে। এ সমস্যার প্রেক্ষাপটে সাম্প্রতিক বছরগুলোতে তৃণভূমি সুরক্ষায় চীন সরকার বেশ কিছু ব্যবস্থা নিয়েছে। কিছু কিছু আন্তর্জাতিক সংস্থা এবং বিশেষজ্ঞরাও এ কর্মকান্ডে যোগ দিয়েছেন।

    র্যান্ডাল জোনস অস্ট্রেলিয়ার ক্যাহোলিক প্রদেশের অধিবাসী। তিনি তৃণভূমি গবেষণা ক্ষেত্রের একজন বিশেষজ্ঞ। চীন-অস্ট্রেলিয়া কৃষি সহযোগিতা খাতের একজন সদস্য হিসেবে তিনি ২০০৫ সালে চীনে এসে কাজ শুরু করেন। তার কাজের প্রধান দায়িত্ব হলো চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় তৃণভূমির টেকসই উন্নয়নে সহায়তা দেয়া। কান সুতে পৌঁছানোর পর, চীনের উত্তর-পশ্চিমাঞ্চলের অদ্ভূত প্রকৃতির জমি জমা এবং অধিবাসীদের বৈশিষ্ট্য দেখে তিনি বিস্ময় প্রকাশ করতেন। তিনি বলেন:" ক্রমে ক্রমে চীনা সংস্কৃতিকে জানার পর, জনগণের জীবন যাপনের সমস্যাগুলোকে আমি বেশ ভালভাবেই পর্যালোচনা করি। তাদের সমস্যা সমাধানের জন্য আমি যথাসাধ্য চেষ্টা করতে আগ্রহী। আসলে চীনে চলে আসার আগে আমার লক্ষ্য ছিল শুধু মাত্র বৈজ্ঞানিক গবেষণার কাজে ব্যস্ত থাকা। তবে আমার সবচেয়ে বেশি ভাবনা হচ্ছে স্থানীয় অধিবাসীদের বাস্তব সমস্যা সমাধানের লক্ষ্যে আমি কীভাবে তাদের সাহায্য করতে পারি ।"

    তাঁর গবেষণা গ্রুপে বেশ কয়েকজন চীনা বিজ্ঞানীও আছেন। তিনি মনে করেন, বিভিন্ন ক্ষেত্রের বিজ্ঞানীদের নিয়ে গঠিত এ গবেষণা দল খুবই যৌক্তিক। তিনি বলেন:" আমাদের এ দলটি অস্ট্রেলিয়া এবং চীনা বিজ্ঞানীদেরর নিয়ে গঠিত। সবাই হচ্ছেন প্রকৃতি, তৃণভূমি এবং পশুপালন শিল্প ক্ষেত্রের বিশেষজ্ঞ। অবশ্য আমি একজন অর্থনীতিবিদ। এ দলের সর্বোচ্চ বৈশিষ্ট্য হচ্ছে ব্যাপক ক্ষেত্রের নানা বিষয় নিয়ে একসাথে মিলেমিশে কাজ করা। এজন্য আমাদের উচিত এ গবেষণাটি সার্বিকভাবে কাজে লাগানোর জন্য সর্বসম্মত একটি উপায় অনুসন্ধান করা।"

1 2