পর্যটকরা এ স্থান পরিদর্শনের সময় অবশ্যই এ হাড়ের নিডল দেখতে পাবেন । কারণ তারা জানতে চায় হাড়ের নিডলের ওপর ক্ষুদ্র ফুটো কীভাবে তৈরি করা হয় ? আসলে আমিও সঠিকভাবে জানি না । তখন তারা কীভাবে এ ছোট হাড় নরম করে ফুটো তৈরি করেছে । এখন পর্যন্ত তা জানা যায় নি। তবে এটা থেকে আমরা বুঝতে পারি , প্রাচীনকালের লোকজনের অনেক বুদ্ধি ছিল ।
পাইশি গ্রাম থেকে উদ্ধারকৃত পাথর জাঁতা এবং পাথর কঞ্চি বৈশিষ্ট্যসম্পন্ন । যদিও এ দুটি পাথর জিনিস দেখতে সুন্দর নয়, তবে এগুলো প্রাচীনকালের কৃষি উন্নয়নের একটি চিহ্ন । প্রাচীনকালের লোকজন পাথর দিয়ে জাঁতা ও কঞ্চি তৈরি করে এবং পাথরের যন্ত্রপাতি দিয়ে চাউলসহ বিভিন্ন খাদ্যশস্য প্রক্রিয়াকরণ করতো ।
বিশেষজ্ঞরা মনে করেন, পাইশা সংস্কৃতি ইতিহাসের ক্ষেত্রে একটি বিশেষ ধারণা হিসেবে দেখার কারণ হলো তা চীনের শানতুং প্রদেশের উদ্ধারকৃত সবচেয়ে ঐতিহাস্যিক ও ভালভাবে সংরক্ষিত নব্য-প্রস্তরযুগের পুরাকীর্তি এবং এখানে প্রচুর ঝিনুক ও মাছের হাড়ের বালির তলানি রয়েছে । তা চীনের বৈশিষ্ট্যসম্পন্ন ঝিনুক পুরাকীর্তিতে এবং চীনের অন্য পুরাকীর্তিতে যা সাধারণত দেখা যায় না ।
ইয়ানথাই শহরের সুউজ্জ্বল সংস্কৃতি স্থানীয় লোকদের গর্বে পরিণত হওয়ার পাশাপাশি পর্যটকদেরও বিমুগ্ধ করতে তুলে । পেইচিং থেকে আসা চৌ ছি সিন পেইচিংয়ের একটি কোম্পানির কর্মী, তিনি চীনের অনেক শহর ভ্রমণ করেছেন । তবে ইয়ানথাইয়ের পাইশি পুরাকীর্তি তাঁর মনে গভীর ছাপ ফেলেছে । তিনি বলেছেন, ইয়ানথাই আসার আগে আমি তার সুদীর্ঘকালীন ইতিহাস সঠিকভাবে জানতাম না । আসার পর আমি ইয়ানথাইয়ের ইতিহাস জানতে পেরেছি । পাইশি পুরাকীর্তি পরিদর্শনের পর আমি জানলাম ৭০০০ বছর আগেও আমাদের পূর্বপুরুষেরা এখানে বসবাস করতো । এ পুরাকীর্তি এত ভালভাবে সংরক্ষিত যে , বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে আসা পর্যটকদেরকে ইয়ানথাইয়ের ইতিহাস জানার জন্য সহায়তা দেয় । 1 2
|