v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-02-04 17:59:10    
চীনে এক আমেরিকান মেয়ের সুখী জীবন

cri

    চীন-মার্কিন সাংস্কৃতিক পার্থক্য থাকার কারণে যখন ছেন সি ইয়ু বাও থৌ'র বাজার এবং সুপারমার্কেট যেতেন তখন তার প্রতি অনেক চীনাদের দৃষ্টি আকৃষ্ট হতো । এতে ছেন সি ইয়ু একটু অস্বম্তি বোধ করতেন। তিনি বলেন:" শুরুর দিকে আমার অবাক লাগতো। কারণ সবাই আমাকে দেখছে। যেন আমি একজন সুপারস্টার। সুপারমার্কেটে আমি যে কোন জিনিস নিলে সবাই আমার পিছনে দাঁড়িয়ে বলেঃ " সে কী জিনিস দেখছে ও নিচ্ছে?" এতে আমার বেশ অসুবিধা হতো"।

    আস্তে আস্তে ছেন সি ইয়ু স্থানীয় অধিবাসীদের উত্সাহে অভ্যস্ত হয়েছেন। এখন সবার সাথে তিনি মিলে-মিশে থাকছেন। একই সঙ্গে বেশি চীনা সংস্কৃতি জানার জন্য ছেন সি ইয়ু চীনা ভাষা শিখতেও শুরু করেন। তিন বছরের মধ্যেই তিনি এখন সাবলীলভাবে চীনা ভাষা বলতে সক্ষম। তাঁর ছাত্র ছাত্রীদের কোন ঝামেলা হলে এ সোনালী চুল আর নীল চোখের এ বিদেশী শিক্ষিকার কাছে আসে। ক্রমে ক্রমে ছেন সি ইয় ছাত্র ছাত্রীদের একজন ভাল শিক্ষক ও ভাল বন্ধুতে পরিণত হয়েছেন।তিনি বলেন:" চীনা ছাত্রছাত্রীদের লেখা পড়ায় বেশি চাপ রয়েছে। আসলে অনেক সময় তাদের খুব ক্লান্তি লাগে। অবশ্য তারা সুখী মানুষও। মাঝে মাঝে তারা বন্ধুদের সাথে খেলা-ধূলাও করে। তবে এর পরেও ছাত্র ছাত্রীদের চাপও নিশ্চয়ই অনুভব করতে পারি । বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য তাদের খুবই মনযোগ দিয়ে লেখাপড়া করতে হয়। বিশ্ববিদ্যালয়ে আসার পরও তারা আবার চিন্তাভাবনা করতে থাকে, লেখাপড়া শেষ করে তারা একটি ভাল কাজ পাবে কি না?।সুতরাং তাদের ওপর চাপ বিশাল।"

    এজন্যই ক্লাসে চীনা ছাত্র ছাত্রীদের ইংরেজি শেখার আগ্রহ বাড়ানোর জন্য ছেন সি ইয়ু খেলার মাধ্যমে ইংরেজি শিখাতে শুরু করেন।ক্লাসের পর, তিনি ছাত্র ছাত্রীদেরকে নিজের বাসায় আমন্ত্রণ জানান। এসব ছোট্ট অতিথিদের সঙ্গে মার্কিন সংস্কৃতি নিয়ে আলোচনা করেন। এমন কি, তিনি তাদেরকে মার্কিন খাবারও রান্না করে খাওয়ান । ছাত্রী চাং চিং বলেন:" আমি তাঁকে অনেক পছন্দ করি। উনি আমাদেরকে বাস্তব জিনিস শেখান।যেমন, মার্কিন সংস্কৃতি এবং মার্কিন ইংরেজি ব্যাকরণ ব্যবহারের উপায়সহ বিভিন্ন ক্ষেত্রের বিষয়। উনি বেশ ধৈর্যশীল ।"

    চাকরি ছাড়া, ছেন সি ইয়ুর জীবনেও অনেক বৈচিত্র্য রয়েছে। গতবছর একবার বন্ধুদের পার্টিতে তার সঙ্গে এক চীনা ছেলেবন্ধুর পরিচয় হয়। এখন দু'জন প্রেমিক-প্রেমিকা। এ বছরের আগস্ট তাদের বিয়ে হবে। আমরা তাদের মুখ-স্বাচ্ছন্দ কামনা করছি। --ওয়াং হাইমান


1 2