আজ আমরা দক্ষিণ-পশ্চিম চীনের ইউয়ুন্নান প্রদেশের থেংছোং শহরের সুন্দর ও বৈশিষ্ট্যসম্পন্ন প্রাকৃতিক দৃশ্য উপভোগ করবো । দক্ষিণ-পশ্চিম চীনের ইউয়ুন্নান প্রদেশের পাহাড়ি এলাকায় অবস্থিত সুন্দর থেংছোং শহর প্রাচীনকাল থেকে মিয়ানমার, ভারত ও পাকিস্তানসহ বিভিন্ন দক্ষিণ এশীয় ও দক্ষিণ-পূর্ব এশীয় দেশে যাওয়া অতিক্রমকারী বাণিজ্যিক বন্দর হিসেবে বিখ্যাত ।চীনের সোং ও ইউয়ান রাজবংশ থেকে থেংছোং চীনের শ্রেষ্ঠ জেড পাথর বিক্রির কেন্দ্রে পরিণত হয় । ১৯ শতাব্দীর মাঝামাঝি সময় এবং ২০ শতাব্দীর শুরুতে থেংছোংয়ে অনেক ব্যবসায়ীদের দোকান ছিল । তখন তা ছিল ইউয়ুন্নান প্রদেশের প্রধান বাণিজ্যিক কেন্দ্র । সেখানেই ইয়াশম পাথরের প্রক্রিয়াকরণ শুরু হয় । এছাড়া, থেংছোং চীনের বিখ্যাত প্রবাসীদের শহর । দক্ষিণ-পূর্ব এশিয়া, জাপান, যুক্তরাষ্ট্র এবং ক্যানাডাসহ ২০টিরও বেশি দেশ ও অঞ্চলের চীনা প্রবাসীদের বেশির ভাগেরই জন্মস্থান থেংছোং ।থেংছোংয়ে চীনের সবচেয়ে নতুন আগ্নেয়গিরি হিসেবে ও উষ্ণপ্রস্রবণ রয়েছে । আগ্নেয়গিরি দেখা, উষ্ণপ্রস্রবণ উপভোগ করা, প্রাচীনকালের নগর পরিদর্শন করা এবং ইয়াশম পাথর কেনা... সুন্দর প্রাকৃতিক পরিবেশ ও সুদীর্ঘকালীন সাংস্কৃতিক ইতিহাসের কারণে থেংছোং বিশ্বের বিভিন্ন দেশের পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করে ।
থেংছোংয়ের 'উষ্ণ জলাধার ' একটি বিখ্যাত পর্যটন স্থান । সেখানে অনেকগুলো উষ্ণপ্রস্রবণ রয়েছে । সবুজ পাহাড়ের কোলে গাছপালার ভেতরে উষ্ণ পানির ঝর্ণা ,কল কল শব্দ , ছোট পাখির কল-কাকলী আর প্রশান্ত রাস্তা। পর্যটকদের কাছে স্বপ্নে থাকার মতো মনে হয় । 'উষ্ণ জলাধার ' উষ্ণপ্রস্রবণের মধ্যে 'বড় গরম পাত্র'নামক উষ্ণপ্রস্রবণ সবচেয়ে বিখ্যাত । ১০০ মিটারেরও বেশি উঁচু পাহাড়ে তা অবস্থিত । এর আয়তন প্রায় ১০ বর্গমিটার, গভীরতা ১.৫ মিটার । উষ্ণপ্রস্রবণের পানির তাপমাত্রা ৯৮ ডিগ্রী সেন্টিগ্রেড এবং সবচেয়ে গভীর অঞ্চলের তাপমাত্রা ১০২ ডিগ্রী সেন্টিগ্রেড । 'বড় গরম পাত্র'হল 'উষ্ণ জলাধারের ' মধ্যে বৃহত্তম উষ্ণপ্রস্রবণ । বহু দূর থেকে দেখলে মনে হবে সাদা রঙয়ের বাষ্প জমে রয়েছে এবং সামনে এসে দেখলে দেখতে পারবেন উষ্ণপ্রস্রবণের ভিতরে ফুটন্ত পানির মতো টগবগ করে ফুটছে ।উষ্ণপ্রস্রবণের মাঝখানে একটি বড় মুখ রয়েছে । সেখানে পানি স্তম্ভের মতো ঘুরে উপরের দিকে উঠে আসছে ঠিক দড়ি পাকানোর মত করে । আর শক্তিশালী চাপ সৃষ্টির কারণে উষ্ণপ্রস্রবণের সমতলের পানি ফুলের মত ছড়িয়ে গিয়ে সৃষ্টি হচ্ছে খুব সন্দর নান্দনিক দৃশ্যের । উষ্ণপ্রস্রবণের চার পাশে সাদা মার্বেল দিয়ে বাধানো হয়েছে দু'পার । সবুজ ঝর্ণার সঙ্গে সুষ্ঠুভাবে তা মিশে গেছে ।
1 2
|