
এবছরের আরেকটি নববর্ষ উদযাপনী চলচ্চিত্রের নাম হল ' থৌ মিন চুয়ান ' । হংকংয়ের চলচ্চিত্র পরিচালক ছেন কো সিন একটি লোককাহিনীর ভিত্তিতে ছবিটি তৈরী করেছেন । তিনি বলেন , আমার এ চলচ্চিত্র শুধু মারামারি বা কুংফু ছবি নয় , এতে বেশ কয়েকজন নামকরা চলচ্চিত্র শিল্পী অংশ নিয়েছেন । আমি মনে করি ,এ চলচ্চিত্রে চীনাদের মানসিক অবস্থা উঠে এসেছে । মানুষরা সবসময় নিজের আশা পূরণের জন্য জোর চেষ্টা চালায় , তবে বাস্তবতার কাছে তাকে নতি স্বীকার করতে হয় । এ ছবিতে তিনজন ঘনিষ্ঠ বন্ধু একজন নারীর জন্য পরস্পরের শত্রু তে পরিণত হয় ।

1 2 3 4
|