v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-01-28 15:50:51    
চীনের প্রতিনিধি দল পেইচিং অলিম্পিক গেমসের দ্বিতীয় পর্যায়ের দেশগুলোর মধ্যে প্রথম স্থানে উঠার চেষ্টা করবে

cri

পেইচিং অলিম্পিক গেমসে নতুন কিছু ইভেন্ট যোগ করা ও বাদা দেয়া হয়েছে ছোট ছোট কয়েকটি ইভেন্ট। এর ফলে চীনের সাফল্যের ওপর কিছু নেতিবাচক প্রভাব পড়বে। চীনা ক্রীড়াবিদরা বাদ দেয়া শুটিং ও ফেন্সিংয়ে ইভেন্টে আগের অলিম্পিক গেমসে পাঁচটি ব্রোন্জ্ঞপদক লাভ করেন। কিন্তু চীনের নতুন যোগ দেয়া ১০ কিলোমিটার ওপেন সাঁতার, সাইকেল চালিনা ও নারীদের ৩হাজার মিটার স্টীপলচেসের ক্ষেত্রে এখনো অনেক নীচে রয়েছে।

ছুই তালিন বলেছেন, অসুবিধাগুলো দূর করে যথাসম্ভব সাফল্য লাভের পাশাপাশি, চীনের ক্রীড়া মহল শুধু যে পদক লাভের চেষ্টা করছে তা নয়, বরং আরো বেশি বিষয়ে সারা বিশ্বে তাদের সাফল্য প্রদর্শনের চেষ্টা করবে। তিনি আরো বলেছেন, 'পেইচিং অলিম্পিক গেমসে আমাদের লক্ষ্য যে বেশি স্বর্ণপদক লাভ করা তা নয়। বরং অলিম্পিক মনোভাব ও চীনের ক্রীড়া মনোভাব প্রচার এবং চীনা ক্রীড়াবিদদের শ্বাশ্বত বিনয়ী নৈতিকতা প্রদর্শন করা। আমরা নিষিদ্ধ উত্তেজক ওষুধ সেবনের বিরোধীতা ও প্রতিরোধের চেষ্টা করবো। আমরা পেইচিং অলিম্পিক গেমস প্রস্তুতি ও আয়োজনের মাধ্যমে অন্যান্য দেশ ও অঞ্চলের সঙ্গে বন্ধুত্বপূর্ণ যোগাযোগ জোরদার ও মৈত্রীকে অটুট রাখতে চাই। কারণ, অলিম্পিক গেমস হল সারা বিশ্বের একমাত্র ক্রীড়া অনুষ্ঠান। এছাড়া, আমরা অলিম্পিক গেমস আয়োজনের মাধ্যমে চীনের গণ ক্রীড়া অনুষ্ঠান আয়োজনও ত্বরান্বিত করতে চাই।'

তিনি আরো বলেছেন, 'চীনা নাগরিকরা শুধু স্বর্ণপদকের সংখ্যা থেকে অলিম্পিক গেমসের মানদন্ডকে মূল্যায়ন করবেন না। যদি চীনা ক্রীড়াবিদরা প্রতিযোগিতায় ইতিবাচক মনোভাব প্রতিফলন করতে পারে, তাহলে চীনা নাগরিকরা তৃপ্ত হবেন। কারণ ক্রীড়াবিদরা যথাসম্ভব সাফল্যের চেষ্টা করে থাকে।'


1 2