v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-01-22 17:21:29    
২০০৭ সালে হংকং ও তাইওয়ানের সংগীত জগত

cri

    বন্ধুরা, এখন আপনারা তাইওয়ানের শিল্পী ইয়াং চেন লিনের গাওয়া "রেনইমেন" গানটি শুনছেন। বলা যায়, ২০০৭ সালে তাইওয়ানের সংগীত শিল্পীদের মধ্যে ইয়াং চেন লিন সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছেন। গত সেপ্টেম্বর মাসে তাঁর সর্বশেষ অ্যালবাম "রেনইমেন" বাজারে প্রবেশের সঙ্গে সঙ্গে ব্যাপক দর্শক ও শ্রোতাদের দৃষ্টি আকর্ষণে সক্ষম হয়। এ নতুন ভিডিও অ্যালবামের জন্য ইয়াং চেন লিন সংগীতের পাশাপাশি নৃত্য পরিবেশনের জন্য যথেষ্ট পরিশ্রম করেছেন এবং সত্যি সত্যি তাঁর নৃত্যের মানের বেশ উন্নতি ঘটেছে। দর্শকরা তাঁর গান শুনে ও নাচ দেখে দারুন খুশি।

    এবার আমি তাইওয়ানের আরেকজন প্রতিভাবান শিল্পী চাং চেন ইয়ু সম্পর্কে কিছু কথা বলছি। দশ বছর আগে চাং চেন ইয়ু "প্রেমের প্রথম অভিজ্ঞতা" শীর্ষক একটি গান গেয়ে চীনের মূলভূখন্ড, হংকং ও তাইওয়ানে খুব দ্রুত জনপ্রিয় হয়ে উঠেন। সংগীতের ব্যাপারে চাং চেন ইয়ুর নিজস্ব চিন্তা ভাবনার একটি জগত আছে। তাঁর সৌকর্যময় সংগীত ও বৈশিষ্ট্যপুর্ণ উপস্থাপনার জন্য তিনি তরুণ-তরুণীদের কাছে আদর্শে পরিণত হয়েছেন।

    তবে পাঁচ বছর আগে তিনি মঞ্চে পরিবেশনা ছেড়ে দিয়েছেন। গত বছরের জুলাই মাসে চাং চেন ইয়ু তার নতুন অ্যালবাম "সার্বক্ষণিক অনুভব হচ্ছে এক ধরনের অসুখ" বের করেন। এ অ্যালবামে চাং চেন ইয়ু আগের উদ্দীপনাময় রক সঙ্গীতের পরিবর্তে কেবল মাত্র প্রেমের গান গেয়েছেন। তিনি বলেন, গত পাঁচ বছরে অর্জিত তার নিজের আসল অনুভুতিগুলো গানের মধ্য দিয়ে প্রকাশের চেষ্টা করেছেন। এ অ্যালবামের গানগুলোতে তাঁর মনের কথা, হৃদয়ের অনুভুতি, অপার বেদনা আর গভীর ভালোবাসা যেন ফুটে উঠেছে অকৃপণভাবেই।

ফেই আড় ব্যান্ড

    বন্ধুরা, পপ সংগীত জগতের প্রতিদ্বন্দ্বিতা প্রতিমূহুর্তের। আজ এগিয়ে, তো কাল পিছিয়ে। তবে তাইওয়ান থেকে আসা "ফেই আড় ব্যান্ড" অনেক দিন ধরে একটি উজ্জ্বল তারকার মতো উচ্চাসনে দাঁড়িয়ে আছে। কারণ, এ ব্যান্ডের প্রথম অ্যালবাম "এফ.আই.আর" থেকে শুরু করে গত বছর সর্বশেষ অ্যালবাম "প্রেম" প্রকাশ করে তারা সংগীত জগতের ওপর নিজেদের তারুণ্যময় আবেগ ও অনুপ্রেরণার প্রভাব বিস্তার করে অতি নতুন প্রজন্মের আইডল-এ পরিণত হতে সক্ষম হয়েছে।

    এখন আপনারা "ফেই আড় ব্যান্ডের" গাওয়া "অর্ধচন্দ্রাকার উপসাগর" গানটি শুনছেন। গানটিতে অতি নিখুতভাবে চীন, যুক্তরাষ্ট্র ও ভারতের ঐতিহ্যিক বাদ্যযন্ত্র একসাথে ব্যবহার করা হয়েছে। মোহনীয় সুরের রহস্যময়তার ভরা মদির আমেজ সৃষ্টির পাশাপাশি "ফেই আড় ব্যান্ডের" সংগীত জগতকে আরো উন্মুক্ত আরো বিস্তীর্ণও করেছে। গায়ক ফেই আড় এবার সংগীতের উদ্যামতা পরিহার করে মোলায়েম স্বরভঙ্গির দিকটিকে বেছে নিয়েছেন। বন্ধুরা, আসুন আমরা একসাথে তাদের গান শুনি।

1 2