v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-01-17 17:18:19    
থাওইউয়ান গ্রাম

cri

    এ পর্যন্ত থাও ইউয়ান গ্রামে নিজেদের লাইব্রেরি নির্মিত হয়েছে এবং ইন্টারনেটে 'চীনা পিছ ফুলের গ্রাম :কবিতার গ্রাম ফোরাম' প্রতিষ্ঠিত হয়েছে । চীনের কবিতা পরিষদ গ্রামকে 'চীনের গ্রাম কবিতার জন্মস্থান' পুরস্কার দিয়েছে । লোংছুয়ানই এলাকার প্রকাশনামন্ত্রণালয়ের উপমন্ত্রী খুয়াং লি প্রকাশনা গ্রুপের সঙ্গে সহযোগিতার মাধ্যমে কৃষক কবিদের কবিতা প্রকাশ করার জন্য চেষ্টা চালাচ্ছেন । এ পর্যন্ত স্থানীয় কবিদের কবিতা সংগ্রহ করে 'পিছ ফুল কবিতা ৩০০টি'নামক একটি বই প্রকাশিত হয়েছে । তিনি বলেন, তাঁর হৃদয়ে কবিতা এবং গ্রামাঞ্চলের অনুভব ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে । স্থানীয় কৃষকরা তাঁর মতোই কবিতার ভেরত প্রেরণা খুঁজে পেয়েছেন।

    লোংছুয়ানই এলাকায় পিছ চাষ করার ইতিহাস দু'হাজার বছরেরও বেশি সময়ের ।প্রাচীনকালে 'কবিতা শাস্ত্রের'উত্স্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ এবং এ বই-এর পিছ সংস্কৃতির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। গ্রামের কৃষকরা পাহাড়ে গান গাইতে পছন্দ করেন এবং তার মাধ্যমে জীবনযাপনের ভালোবাসার কথা প্রকাশ করেন । অন্যদিকে তাঁরা নতুন গ্রামের সংস্কৃতি সৃষ্টি করার পাশাপাশি নিজেদের সুখী মন খুঁজে বের করেন , তা হবে কবিতার মর্ম ।

    ২৬ বছর বয়সের চিয়ান ইং সিছুয়ান কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী স্বেচ্ছাসেবক । ২০০৫ সালে ডিগ্রী পাওয়ার পর তিনি থাওইউয়ান গ্রামে এসেছেন । এখানে তিনি স্থানীয় পিছ ফুল জীবনযাপন পদ্ধতির গভীর প্রভাবে প্রভাবিত হন । অবসর সময় তিনি কবিতাও লিখেন এবং কবিতার মাধ্যমে তাঁর এ গ্রামের প্রতি ভালোবাসা প্রকাশ করেন । তাঁর নতুন কবিতা 'পিছ ফুল গ্রামের জীবন-এ বলা হয়েছে, যদি এ গ্রাম না থাকে, তাহলে কোথায় বসবাস করবো, আমিও জানি না । আকাশ এত পরিস্কার এবং মাটিতে এত সুগন্ধ …পিছ ফুল গ্রামের কৃষকদের জন্য সুন্দর দৃশ্য গড়ে তোলার পাশপাশি তাদের কবিতা লেখার প্রেরণাও বেড়ে যায় । শ্রোতাবন্ধুরা, সময় পেলে অবশ্যই এখানে এসে সুন্দর ফুল দেখবেন এবং কবিতা শুনবেন ।

    অনুষ্ঠান শেষ করার আগে আমরা বন্ধুদের জন্য এ গ্রামে আসার তথ্য জানাবো,পিছ ফুল পর্যটন এলাকা ছেংতু শহরের ছেংইউ থেকে ৩৪ কিলোমিটার দূরে অবস্থিত । লোংছুয়ান জেলা থেকে শানছুউয়ানছাং জেলার প্রায় ২০০ মিটার দূরে চৌরাস্তার মোড়ে থাওইউয়ান গ্রাম যাওয়ার পথ নির্দেশনা রয়েছে ।

    বসন্তকালের মার্চ মাসে পাহাড়ের হাজার হাজার পিছ ফুল গাছে ফুল ফুটে, তখন সারা পাহাড় সুন্দর সুন্দর ফুলে ভরে যায় এবং তার সুগন্ধ চারদিকে ছড়িয়ে পড়ে । এ গ্রামের আয়তন ৩৩০ হেক্টর।পর্যটন এলাকার মধ্যে এটি সবচেয়ে মজার পর্যটন স্থান ।


1 2