পান্ডা হলো চীনের জাতীয় পশু এবং বিশ্বের বিভিন্ন দেশের জনগণের কাছে তারা খুব প্রিয় প্রাণী । পান্ডা হলো চীনের বিশেষ ধরনের পশু। শুধু সিছুয়ান, শ্যানসি এবং কানসু প্রদেশে এদের দেখা যায় । বর্তমানে প্রাকৃতিক পরিবেশে থাকা পান্ডার সংখ্যা ১০০০-এর চেয়েও কম, এর মধ্যে ৮০ শতাংশই সিচুয়ান প্রদেশে রয়েছে । ছেংতু শহরের উপকন্ঠে অল্প সংখ্যক পান্ডা দেখা যায় । পান্ডাদের নিরাপদে থাকার জন্য প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ জোরদার করার লক্ষ্যে ছেংতু শহরের বিভিন্ন উপকন্ঠে পান্ডার সংরক্ষিত প্রাকৃতিক এলাকা গড়ে তোলা হয়েছে ।
ছেংতু শহরের আবহাওয়া বিশেষ বৈশিষ্ট্যসম্পন্ন । সবসময় মেঘে ঢাকা থাকে, সুর্য্যের আলো দেখা যায় খুব কম সময় । এখানে আদ্রতা বেশি যদিও গ্রীষ্মকালে তাপমাত্রা খুব বেশি নয় ,তবে বেশ গরম লাগে । শীতকালে গড়পড়তা তাপমাত্রা ৫ ডিগ্রী সেন্ডিগ্রেডের উপর থাকে। এ সময় বেশ ঠাণ্ডাও লাগে । চীনের থাং ও সোং রাজবংশের অনেক বিখ্যাত কবি ছেংতুর দৃশ্যাবলি পছন্দ করার কারণে এখানে নিজেদের বাড়ি নির্মাণ করেছিলেন এবং এখানে বসে অনেক সুন্দর সুন্দর কবিতা লিখেছিলেন। সত্যিই ছেংতু একটি শান্ত ও সমৃদ্ধ শহর। এর প্রাকৃতিক পরিবেশ সুন্দর এবং সাংস্কৃতিক পরিবেশ মনোরম।
1 2
|