বন্ধুরা, এবার আমি ২০০৭ সালে জনপ্রিয় হওয়া ক্যাফেইন ব্যান্ডকে আপনাদের সঙ্গে পরিচয় দেবো। চার জন সদস্যের ক্যাফেইন ব্যান্ড ২০০৪ সালের সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয়। এ ব্যান্ডের তিন জন সদস্য হচ্ছেন জাপানী। দলের একমাত্র গীটার বাদক হচ্ছেন চীনা। তারা সবাই কার্টুন ছবি পছন্দ করেন। এ ব্যান্ড হচ্ছে ২০০৭ সালে চীনের একমাত্র কার্টুনের সঙ্গে গান করা ব্যান্ড।
এখন আপনারা ক্যাফেইন ব্যান্ডের গাওয়া "হে খুদে শুয়ো পোকা, চেষ্টা করো" গানটি শুনছেন। এ গানে যুবক-যুবতীদের আত্মবিশ্বাস ও সাহসের সঙ্গে জীবনের সম্মুখীন সংগ্রামে এগিয়ে চলার আহ্বান জানানো হয়েছে। গানের কথা এমন, "এতো আস্তে আস্তে তুমি হেঁটে যেও না। তোমারতো আরো অনেক কাজ বাকী আছে। তুমি জানো না, জীবন কত কঠিন। হে খুদ শুয়ো পোকা চেষ্টা করো, সাহসকে সম্বল করে ইপ্সিত পথে এগিয়ে যাও। হে খুদে শুয়ো পোকা চেষ্টা করো, চেষ্টা করো আর অন্যের উপহাসকে অবহেলা করো। হে শুয়ো পোকা, থেমে যেও না, চেষ্টা করো, কখনোই অন্বেষণের পথ পরিহার করো না।" ক্যাফেইন ব্যান্ড উষ্ণতা ও নির্ভিক পথ চলার ইতিবাচক মনোভাব নিয়ে যুবক যুবতীদের উজ্জ্বল জীবনের দিকে এগিয়ে যাওয়ার জন্য গানের সুরে সুরে উত্সাহ দিয়েছে।
২০০৭ সালে চীনের পপ সংগীত জগতের আরেকজন স্মরণীয় তারকা হচ্ছেন ফাং থা ন। ২০০০ সালে ফাং থান তার তিনজন বন্ধুর সঙ্গে দাদা নামে একটি ব্যান্ড দল গঠন করেন। তাদের উষ্ণ নৃত্য-চঞ্চল উত্তাল সংগীত খুব দ্রুত চীনে জনপ্রিয় হয়ে যায়। কিন্তু দুটি অ্যালবাম প্রকাশের পর ২০০৫ সালে দাদা ব্যান্ড দলটি ভেঙে যায়। দু'বছর চুপচাপ থাকার পর ফাং থান আবার সংগীত জগতে ফিরে এসেছেন। তার গান আগের মতোই এখন আকর্ষণীয়, কিন্তু তার কিশোরকালীন চপলতা কমেছে। এখন শুনুন তাঁর গাওয়া "কিশোরের কাহিনী" গানটি।
গানের কথা এমন, "আদর্শের পাশাপাশি সব দুঃখ ও যন্ত্রণাগুলো বাতাসের সঙ্গে জানালার বাইরে উড়ে চলে গেছে। কিশোর জীবন কেন যে এতো দীর্ঘ? মাঝে মাঝে মন খারাপ হয়ে যায়, মাঝে মাঝে এই মাথা ফাকা হয়ে যায়। অফুরন্ত সংগীতের মধ্য দিয়েও আমার কাহিনী শেষ করা যায় না। আমাদের কাহিনী স্বপ্নের দৃশ্যের মতোই আকাশ জুড়ে ভেসে বেড়ায়।"
২০০৭ সালে চীনের পপ সংগীত জগতের বহু নবীন শিল্পীর উজ্জ্বলতার স্বাক্ষর রাখার পাশাপাশি অনেক প্রবীন শিল্পীও দর্শকদের সামনে ফিরে এসেছেন। সিয়ে সিয়াও তুং হচ্ছেন সেই সব প্রবীন শিল্পীদের মধ্যে একজন। তিনি একটানা ১১ বার চীনের কেন্দ্রীয় টেলিভিশন কেন্দ্রের বসন্ত উত্সবের সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিয়েছেন। তাঁর গাওয়া "চীনা শিশু", "আজ খুব খুশি" ও "শহরের ছন্দ"সহ অনেক গান দর্শকদের মনে গভীর ছাপ ফেলেছে এবং জনপ্রিয় হয়েছে। কিন্তু ২০০৩ সাল থেকে ব্যক্তিগত কারণে তিনি খুব কম মঞ্চে সংগীত পরিবেশন করছেন। ২০০৬ সালের শেষ দিকে সিয়ে সিয়াও তুং শাংহাই প্রাচ্য টেলিভিশন কেন্দ্রের তারকা নৃত্য প্রতিযোগিতায় শিরোপা অর্জনের মধ্য দিয়ে আবার আত্মবিশ্বাসী ও আশাবাদী হয়ে উঠেছেন। ২০০৭ সালে তাঁর নতুন অ্যালবাম "পর্দা খুলে দাও" প্রকাশিত হয়। এখন শুনুন সিয়ে সিয়াও তুংয়ের গাওয়া "সেই রাত" শীর্ষক গানটি। (ইয়ু কুয়াং ইউয়ে) 1 2
|