v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-01-15 21:18:04    
২০০৭ সালে চীনের মূলভূখন্ডের পপ সংগীত

cri

    ২০০৭ সাল দেখতে দেখতেই চলে গেছে। তবে ২০০৭ সাল আমাদের জন্য রেখে গেছে বহু মূল্যাবান ও স্মরনীয় কিছু জিনিস। যেমন এর মধ্যে একটি হলো গত বছর চীনের মূলভূখন্ডের পপ সংগীতে অভূতপূর্ব সমৃদ্ধ দৃশ্যের অবতারনা হয়েছে। বহু শিল্পী সাফল্যের শিখরে উঠতে পেরেছেন। তাহলে আসুন, আজকের অনুষ্ঠানে আপনাদের নিয়ে ২০০৭ সালে চীনের মূলভূখন্ডের পপ সংগীতের সফলতার পর্যালোচনা করি। সেই সঙ্গে কয়েকটি গানও শুনি।

    বন্ধুরা, এখন আপনারা চাও ওয়েই-এর "দেবদূতের ভ্রমণ বাক্স" শীর্ষক নতুন অ্যালবামের প্রধান গানটি শুনছেন। এর সুর নমনীয় ও উত্তাল। বৈদ্যুতিক ঢাকের শব্দ শুরু থেকে শেষ পর্যন্ত ছড়িয়ে যায়। এ যেন মানুষের জীবন পথ চলার মতোই। চাও ওয়েই তার স্বচ্ছ কণ্ঠের মধ্য দিয়ে প্রেমের ব্যর্থতার জটিল মনোভাবকে যথাযথভাবে প্রকাশ করেছেন।

    "দেবদূতের ভ্রমণ বাক্স" হচ্ছে গত সেপ্টেম্বর মাসে প্রকাশিত চীনের চলচ্চিত্র, টেলিভিশন ও নাট্য তারকা চাও ওয়েই-এর সর্বশেষ অ্যালবাম। লি ছুয়েন ও ডিন ওয়েই প্রমুখ নামকরা সুরকার এই অ্যালবামের জন্য কাজ করেছেন। চাও ওয়েই-এর ফ্যাশন্যাবল সৌন্দর্য দর্শকদের আকৃষ্ট করার পাশাপাশি তাঁর গান গাওয়ার পদ্ধতিও সংগীত বোদ্ধা ও শ্রোতাদের ভূয়সী প্রশংসা পেয়েছে। বলা যায়, চাও ওয়েই ২০০৭ সালে চীনের মূলভূখন্ডের সবচেয়ে জনপ্রিয় গায়িকাদের অন্যতম হিসেবে পরিণত হয়েছেন।

    ২০০৭ সালে চীনের মূলভূখন্ডের পপ সংগীত জগতে বহু নবীন শিল্পীর আবির্ভাব হয়েছে। ডিন তাং হচ্ছেন নতুন প্রতিভাবানদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য একজন। চার বছর আগে, ডিন তাং নিজের সংগীতের স্বপ্নকে বাস্তবায়নের উদ্দেশ্যে বাড়ি ছেড়ে বেড়িয়ে পড়েন। একটাই লক্ষ্য কবে গান গাইবার সুযোগ পাবেন। ২০০৬ সালে ডিন তাং তারকা হুয়াং সিয়াও মিংয়ের সঙ্গে কুংফু নাটক "শেন ডিয়াও সিয়া লুয়ে" এর গান "দ্বৈত উড্ডয়ন" গাওয়ার সুযোগ পান। আর এ গানের মধ্য দিয়েই ডিন তাং এর নাম ও কণ্ঠ চীনা দর্শকদের মনে গভীরভাবে গেঁথে যায়। জুলাই মাসে ডিন তাং "বাড়ি ছেড়ে বাইরে যাওয়া" শিরোনামে নিজের প্রথম অ্যালবাম প্রকাশ করেন। এই অ্যালবামের প্রধান গান "হবে কি হবে না" চীনের দশটি সেরা গানের একটি নির্বাচিত হয়েছে। তাহলে আমরা সবাই একসাথে এই গানটি উপভোগ করি।

    অনেকের মনেই কিশোর কালের প্রথম প্রেমের কথা আজীবন জ্বল জ্বল করতে থাকে। "হবে কি হবে না" এ গানটিতে এমন একটি প্রথম প্রেমের আবেগপ্রবন কাহিনী বর্ণনা করা হয়েছে। গানের কথা এমন, "আমি একটি বৃত্ত আঁকতে পারি। আমি নিজেকে এর ভেতর রেখে দেবো এবং স্মৃতিগুলো এর বাইরে ছুড়ে ফেলে দেবো। কিন্তু আমার প্রেমের অনুভব আমাকে ছেড়ে যায় না। তাঁর অনুভূতি ও পরিবর্তনশীলতা আমার হৃদয় জুড়ে ছড়িয়ে যাচ্ছে। তাহলে হবে কি, আমার মন ভেঙে যাওয়ার সময় আমার মুখে এক চিলতে হাসি ছিল। সে অনেক দূরে চলে যাওয়ার পর আমার দু'চোখে বন্যার ধারা নামে।"

1 2