v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-01-15 14:05:28    
দরিদ্র মানুষের বন্ধু প্রকাশনা অনুষ্ঠান

cri

    দরিদ্র মানুষের বন্ধু বইয়ের প্রকাশনা গ্রুপ,আনহুই শিল্প ও সাহিত্য প্রকাশনা গ্রুপের সম্পাদক লিউ চে ১০ বছরের আগে পাই খাইইউয়ানের সঙ্গে পরিচিত হন । পাই খাইইউয়ানের অনুবাদ রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতাগুলো তাঁর সাহায্যে প্রকাশিত হয় । এবারের সহযোগিতা সম্পর্কে লিউ চে বলেন, এ বইয়ের প্রকাশনা হল আমাদের পাই খাইইউয়ানকে আরেকবার নতুনভাবে সহযোগিতাকরা । ২০০৬ সালে ডক্টর মুহাম্মদ ইউনুস নোবেল শান্তি পুরস্কার লাভ করার পর আন্তর্জাতিক ক্ষেত্রের মনোযোগ আকর্ষণ করেন । দারিদ্র্য বিমোচন হচ্ছে আন্তর্জাতিক সম্প্রদায়ের মনযোগী প্রশ্ন। ডক্টর ইউনুসের ক্ষুদ্র ঋণ দেয়ার পদ্ধতি চীনের দারিদ্র্য বিমোচন কাজের জন্য সহায়তা দেবে বলে আমরা তাঁর তাত্পর্যপূর্ণ লেখাগুলৌ চীনাদেরকে জানিয়ে দেয়ার উদ্যোগ নেই । আমি বিশ্বাস করি, চীনা পাঠকরা এই বই পছন্দ করবে ।

    চীনে বাংলাদেশের রাষ্ট্রদূত মুন্সী ফয়েজ আহমেদ এ অনুষ্ঠানে অংশ নিয়েছেন । পাই খাইইউয়ানের বইয়ের প্রকাশনার জন্য তিনি অভিনন্দন জানিয়ে বলেছেন,

চীনের সমাজ ও বিজ্ঞান ইনস্টিডিউটের দারিদ্র্য বিমোচন গবেষণা কেন্দ্রের উপ-পরিচালক তু সিয়াওশান চীনের দারিদ্র বিমোচন গবেষক হিসেবে ১৯৯৩ সালে ডক্টর মুহাম্মদ ইউনুসের সঙ্গে পরিচিত হয়েছেন । ২০০৬ সালে ডক্টর ইউনুস চীন সফরকালে তিনি তাঁর সঙ্গে কয়েকটি সেমিনার ও অনুষ্ঠানে অংশ নিয়েছেন । জনাব পাই খাইইউয়ানের বই-এর প্রকাশনা চীনের দারিদ্র্য বিমোচনের ক্ষেত্রে ভুমিকা পালন করবে সেই সম্পর্কে তিনি বলেন,

 এ বই একজন চীনার চোখে ডক্টর ইউনুস ও তাঁর গ্রামীন ব্যাংকের কথা বর্ণনা করা হয়েছে এবং চীন ও বিশ্বে তার প্রভাব ও উন্নয়নের প্রক্রিয়াও সন্নিবেশ করা হয়েছে । তা চীনের দারিদ্র্য বিমোচনের জন্য সহায়ক ভুমিকা পালন করবে । যেন জ্বলন্ত আগুণের ভিতরে নতুন কাঠ দেয়া এতে এ আগুণ ও তার শিখা আরও বড় হবে ।

জানা গেছে, এর আগে চীনে ডক্টর মুহাম্মদ ইউনুস সম্পর্কে প্রকাশিত দুটি বই রয়েছে । দুটো বই ইউনুসের ইংরেজী ভাষা থেকে অনুবাদ করা হয়েছে । পাই খাইইউয়ানের এ বই বাংলাদেশের বিভিন্ন পত্রিকা ও ম্যাগাজিনে প্রকাশিত ইউনুসের লেখাগুলো সংগ্রহ করার পর সংযোজন করা হয় । আমরা বিশ্বাস করি, তা চীনা পাঠকদের জন্য আরও বেশি আনন্দ গড়ে তুলবে ।

 


1 2