v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-01-14 21:35:42    
   চীনের মূলভূভাগে তাইওয়ানী হাসপাতাল

cri

    চীনের ছিং হুয়া বিশ্ববিদ্যালয়ের তাইওয়ান সমস্যা গবেষণা বিভাগের প্রধান হুয়াং তে হাই মনে করেন , তাইওয়ানী হাসপাতালের মূলভূভাগের চিকিত্সা বাজারে প্রবেশের দু'টি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে : মূলভূভাগে তাইওয়ানের পুঁজিবিনিয়োগকারী ব্যবসায়ীদের সংখ্যা বেশি এবং তাইওয়ান থেকে মূলভূভাগে আসা পর্যটকের সংখ্যাও বেশি।তিনি বলেন:" তাইওয়ানের জনসংখ্যা মাত্র ২ কোটি ৩শো। তবে সেখানকার চিকিত্সার মান অনেক বেশি। সাম্প্রতিক বছরগুলোতে দ্রুত চিকিত্সা উন্নয়নের একটি ধারাও সৃষ্টি হয়েছে।" 

    তিনি জোর দিয়ে বলেন, তাইওয়ানের হাসপাতালগুলোর অত্যাধুনিক প্রশাসনের অভিজ্ঞতা থেকে মূলভূভাগীয় হাসপাতালের শিক্ষাগ্রহণ করা উচিত। সিয়ান মেন ছাং কেং হাসপাতালের প্রধান চেং মিং হুই বলেন, তাইওয়ান ছাং কেং হাসপাতালের অভিজ্ঞতা গ্রহণের ব্যাপারে তারা আশাবাদী। একই সঙ্গে সেখানকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ উন্নত চিকিত্সা প্রতিষ্ঠানকে আমন্ত্রণ জানাতেও তারা আগ্রহী। তাছাড়া, সিয়া মেন ছাং কেং হাসপাতাল আনুষ্ঠানিকভাবে চালু হওয়ার পর, মূলভূভাগের সংশ্লিষ্ট চিকিত্সা সংস্থার সঙ্গে আদান প্রদানের সুযোগ সৃষ্টি করবে। তিনি বলেন :" চীনের চিকিত্সা মহলের সঙ্গে সহযোগিতার ব্যাপারে আমরা আশাবাদী। আমাদের ১ হাজার ৭শো জন চিকিত্সা বিশেষজ্ঞ ও প্রফেসর আছেন। দেশের চিকিত্সা বিষয় এগিয়ে নেওয়ার জন্য আমরা চেষ্টা চালিয়ে যেতে চাই।"

    বর্তমান ওয়ান্ট ওয়ান্ট হাসপাতাল ও সিয়া মেন ছাং কেং হাসপাতাল ছাড়া চীনের দক্ষিণ পূর্বাঞ্চলের নান চিং ও সু চৌ শহরে তাইওয়ানী পুঁজিবিনিয়োগে দু'টি হাসপাতাল চালু করার চেষ্টা চলছে। তাছাড়াও ,এখন অনেক তাইওয়ানী চিকিত্সা প্রতিষ্ঠান মূলভূভাগে নিজেদের হাসপাতাল স্থাপনের প্রস্তুতি নিচ্ছে। ছিং হুয়া বিশ্ববিদ্যালয়ের তাইওয়ার সমস্যা গবেষণা বিভাগের প্রধান হুয়াং তে হাই বলেন, নির্মাণ শিল্পের পর , দু'তীরের চিকিত্সা প্রতিষ্ঠার আদান প্রদানও গভীরভাবে এগিয়ে নেওয়ার চেষ্টা চলছে। তিনি বলেন:" আমি বিশ্বাস করি, ভবিষ্যতে মূলভূভাগের চিকিত্সা উন্নয়নের দুয়ার উন্মুক্ত। "


1 2