v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-01-14 21:35:42    
   চীনের মূলভূভাগে তাইওয়ানী হাসপাতাল

cri
    দু'বছরের চেষ্টায় তাইওয়ানের বিখ্যাত ছাং কেং হাসপাতালের প্রথম চিকিত্সা কেন্দ্র চীনের দক্ষিণ পূর্বাঞ্চলের ফু চিয়ান প্রদেশের সিয়া মেন শহরে চালু হবে। ২০০০ সালে চীন সরকারের সংশ্লিষ্ট নতুন নীতির কারণে তাইওয়ানের কোনো চিকিত্সা প্রতিষ্ঠান মূলভূভাগে নিজের হাসপাতাল গড়ে তোলার অনুমোদন পায়। এর পর, তাইওয়ানের কিছু কিছু বিখ্যাত শিল্পপ্রতিষ্ঠান এবং চিকিত্সা প্রতিষ্ঠান মূলভূভাগে নিজেদের হাসপাতাল স্থাপনের উদ্যোগ নেয়।

    তাইওয়ানের ফর্মোজ প্ল্যাস্টিক্স লিমিডেট কোম্পানির বিনিয়োগে স্থাপিত সিয়ান মেন ছাং কেং হাসপাতাল সিয়ান মেন শহরের হাই ছাং থানার তাইওয়ান বিনিয়োগ এলাকায় অবস্থিত। এ হাসপাতালের মোটঁ বিনিয়োগের পরিমাণ প্রায় ১.২ বিলিয়ন ইউয়ান। হাসপাতালটির আয়তন ৭০হেকটর। আনুষ্ঠানিকভাবে চালু হওয়ার পর, হাসপাতালে শয্যাসংখ্যা থাকবে ৪ হাজার ৫ শো'রও বেশি । সিয়া মেন ছাং কেং হাসপাতালের প্রধান চেং মিং হুই আমাদের সংবাদদাতাকে বলেছেন, সিয়া মেন তাইওয়ানের সঙ্গে সংলগ্ন। সেজন্যই সিয়া মেনে তাইওয়ানের পুঁজিবিনিয়োগকারী ব্যবসায়ীদের সংখ্যা বেশি। ছাং কেং হাসপাতালের সিয়া মেনকে বেছে নেয়ার একটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে এখানকার তাইওয়ানী ব্যবসাদীদেরকে সেবা দেওয়া। তিনি বলেন:" তারা আমাদের হাসপাতালে আসলে সবকিছুই পরিচিত মনে হবে। কারণ ছাং কেং হাসপাতাল তাইওয়ানের অন্য সাধারণ হাসপাতালের মতোই । হাসপাতালে সেবার পদ্ধতি এবং চিকিত্সকদের গুণগত মান একই রকম । উল্লেখ্য, তাইওয়ানী ব্যবসায়ীরা ছাং কেং হাসপাতালে চিকিত্সা গ্রহণ করলে ইলেক্টোনিক পদ্ধতিতে তাইওয়ানে তার চিকিত্সার অবস্থা পাঠাতে পারবেন।

    তাইওয়ান ওয়ান্ট ওয়ান্ট গোষ্ঠীর পুঁজিবিনিয়োগে প্রতিষ্ঠিত মূলভূভাগের প্রথম হাসপাতাল --চীনের হু নান প্রদেশের ছাং শা ওয়ান্ট ওয়ান্ট হাসপাতাল ২০০৫ সাল থেকে আনুষ্ঠানিকভাবে চালু হওয়ার দু'ই বছরের মধ্যে আর্থিক সাফল্য অর্জন করেছে। এর প্রধান লি ইয়ুং কুও আমাদের সংবাদদাতাকে বলেছেন, হু নান প্রদেশকে হাসপাতালের জায়গায় হিসেবে বাছাই করার বেছলে আমাদের অনেক সচেতনতা কাজ করেছৈ রয়েছে। তিনি বলেন:" হু নানের জনসংখ্যা ৬ কোটি ৭ শো'র বেশি। যা প্রায় তিনটি তাইওয়ান উপদ্বীপের জনসংখ্যার সমান । তবে হু নানে বড় আকারের হাসপাতাল খুবই কম। এমন কি, তার কাছাকাছি প্রদেশ--কুয়াং সি, চিয়াং সি এবং কুই চৌসহ আশপাশের জায়গাগুলোর চিকিত্সা ব্যবস্থা এতো উন্নত হয়নি। এ হাসপাতাল হু নান প্রদেশে চালু হলে, সেখানকার এবং কাছাকাছি প্রদেশের অধিবাসীদের জন্য বেশি সুবিধা বয়ে আসতে পারবে। তাই হু নানেই আমরা হাসপাতাল স্থাপনের সিদ্ধান্ত নিই।"

1 2