নববর্ষের সময় চীনাদের পরিবারের সকল সদস্য একত্রিত হয়ে নববর্ষের শুভ আগমনকে স্বাগত জানায়। এ সময় চীনের বিভিন্ন অঞ্চলে নানা রকম সংগীতানুষ্ঠানেরও আয়োজন করা হয়।
এখন শুনুন তাইওয়ানের গায়িকা ফান সিয়াও সুয়েনের গাওয়া 'সুস্বাস্থ্যের গান'। আমি এই গানের মাধ্যমে আমাদের সকল শ্রোতাবন্ধুর নতুন বছরের সুস্বাস্থ্য ও সুখী জীবন কামনা করছি।
গানের কথা এমনঃ 'তাড়াতাড়ি ঘুমাও আবার তাড়াতাড়ি জেগে উঠো। এসো, আমরা একসাথে ব্যায়াম করি। প্রথমে বাম দিকে তিন বার চক্র ঘুরি, পরে ডান দিকে তিন বার চক্র ঘুরি। হাত ও পা কম্পিত করো। গভীরভাবে শ্বাস গ্রহণ করো ও ত্যাগ করো। সময় পেলেই নাচ-গান করো, তুমি বৃদ্ধ হবে না।'
বন্ধুরা, নববর্ষ আমাদের মন থেকে পুরোনোকে ঝেড়ে ফেলে দেয় এবং নতুনকে আলিঙ্গন করে উত্সবের আমেজের মধ্য দিয়ে। নতুন বছর আসার আগেই আমরা আমাদের বাস গৃহ পরিপাটি করে সাজিয়ে তুলি। পুরোনো জিনিসগুলো ধূয়ে মুছে সুবিন্যস্ত করে রাখার পাশাপাশি নিজের মনটাকেও তৈরী করে নেই নতুন বছরের অপেক্ষায় করি।
এখন আপনারা হংকংয়ের টুঈনসের গাওয়া আরেকটি গান শুনুন। এ গানের কথাগুলো হলো, 'শীতকালের জুই ফুল ফুটে নতুন বছর আগমনের বার্তা জানিয়ে দেয়। শীতকালের জুঁই ফুল যেন সুন্দর, সবাই তা পছন্দ করে।'
বন্ধুরা, আমরা প্রায় অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। এখন শুনবেন চেন লিন, ইয়াং কুন ও ছুন শি ছোং প্রমুখ চীনা শিল্পীদের সম্মিলিতভাবে গাওয়া 'আশা-আকাঙ্ক্ষা' নামের এই গানটি। গানটিতে চীনা জনগণের বিশ্বের সবার জন্য শান্তি বাস্তবায়নের নির্মল আশা-আকাঙ্ক্ষার কথা তুলে ধরা।
গানটির কথা এমনঃ 'আমরা মনে করি, প্রতিটি মানুষেরই নিজেদের একটা আনন্দের বাগান আছে। পাখী ডাকা ভোর আর আবছায়া সন্ধ্যায় সেখানে দাঁড়িয়ে রংধনুর রঙে নিজেদের রাঙাতে পারেন। আমাদের আশা, মানুষের মধ্যকার সমঝোতা ও সহিষ্ণুতা আরো বাড়বে, বাড়বে পরস্পরের প্রতি ভালবাসা। একই সঙ্গে উত্সাহের বন্যা ছড়িয়ে যাবে একজন থেকে আরেক জনের মধ্যে। আমরা যৌথভাবে ইচ্ছার বাস্তবায়ন করতে পারি। শান্তিপূর্ণ এই বিশ্বে সকল মানুষের অধিকার রয়েছে সুস্বাস্থ্য ও সুখে-শা ন্তিতে বসবাস করায়। আমরা সমস্ত বাধাবিঘ্ন অতিক্রম করে এগিয়ে যেতে পারি।'
বন্ধুরা, শেষ গানটির মধ্য দিয়েই আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আশা করি, আজকের অনুষ্ঠান নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। নববর্ষের নবীন দিনের সৌনালী আলোয় আপনাদের জীবন ভরে উঠুক। (ইয়ু কুয়াং ইউয়ে) 1 2
|