পশু বাজার থেকে অন্ধবান্ধব এদের কুকুর ফেনা বেশ কঠিন কাজ। বহু কুকুরের ভেতর থেকে বাছাই করে তরেই কিতে হয়। জন্ম নেওয়ার ৪৫ দিন পর থেকে শিশু কুকুরটিকে লালন পালনের জন্য বিশেষভাবে ব্যবস্থা নিতে হয়। এর পর থেকে এক বছর পর কুকুরটিকে প্রশিক্ষণ কেন্দ্রে নিয়ে প্রশিক্ষিত করে তুলতে হবে।
তা লিয়ান অন্ধবান্ধব কুকুর প্রশিক্ষণ কেন্দ্রে মোট ২৩জন কর্মকর্তা রয়েছেন। তারা সবাই শিশু-কুকুর খুবই পছন্দ করেন। সেখানকার একজন কর্মকর্তা চিয়াং তান আমাদের সংবাদদাতাকে বলেন, কুকুর প্রশিক্ষণের কাজ এতো সহজ নয়। শুরুর দিকে তার একটু একঘেয়ে লাগে এবং ক্লান্তি চলে আসে। তবে কুকুর দিন দিন যতো প্রশিক্ষিত হতে থাকে ততোই তার আনন্দ বাড়তে থাকে। তিনি বলেন:" কুকুর আমার কাছে অনেক কিছু শিখেছে। ধীর গতিতে সে চলাচল করতে পারে, এমনকি বসেও থাকতে পারে। অবশেষে অন্ধকে নিয়ে রাস্তায় বেরিতে পড়তে পারে। এসব সাফল্য যখন দেখি তখন নিজের প্রাণান্ত চেষ্টাকে সার্থক মনে হয়।"
এখনো চীনে অন্ধবান্ধব কুকুর প্রশিক্ষণে অনেক সমস্যা রয়ে গেছে। প্রশিক্ষণের পদ্ধতিও যথেষ্ট নয়। এমন কি,কুকুর প্রশিক্ষণে বিশাল অর্থ ব্যয়ের ব্যাপারও রয়েছে। একটি কুকুরকে পুরোপুরি প্রশিক্ষিত করে তুলতে মোট ২ লাখ ইউয়ান ব্যয় হয়। এসব খরচ তা লিয়ান চিকিত্সা বিশ্ববিদ্যালয় , লিয়াও নিং স্থানীয় সরকার, তা লিয়ান প্রতিবন্ধী সমিতি এবং ওয়াং চিং ইয়ু নিজের বরাদ্দ থেকে নির্বাহ করেন। এর মধ্যে একটি ভাল খবর হচ্ছে ২০০৭ সালের শেষ দিকে চীন সরকার অন্ধ সহায়ক আইন প্রণয়ন করেছে। 1 2
|