পর্যটন শিল্পের উন্নয়ন শেননোংচিয়ার অধিবাসীদের আয় অনেক বাড়িয়েছে । তবে পর্যটকের সংখ্যা বাড়ার তুলনায় এ অঞ্চলের প্রাকৃতিক পরিবেশের ওপর চাপও পড়ছে । প্রাকৃতিক সংরক্ষণের পাশাপাশি অর্থনৈতিক আয় দ্বিতীয় স্থানে রয়েছে । স্থানীয় সরকার ও জনগণ এ অঞ্চলের পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণকে গুরুত্ব দিয়ে দেখে । শেননোংচিয়া বনাঞ্চলের সরকারী কর্মকর্তা চিয়ান ইউয়ান খুন বলেন, শেননোংচিয়ার অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন ত্বরান্বিত করার সময় আমরা পরিবেশ সংরক্ষণকে প্রথম স্থানে রেখে ভালভাবে অর্থনীতির উন্নয়ন ও প্রাকৃতিক সংরক্ষণের অসঙ্গতির মোকাবেলা করি ।
শেননোংচিয়ার ১০০০টিরও বেশি প্রজাতির পশুপাখি শান্তিতে বিচরণ করতে দেয়া এবং প্রাকৃতিক পরিবেশে বিভিন্ন উদ্ভিদ পুনরুদ্ধার করার জন্য ২০০৬ সালের জানুয়ারী থেকে মার্চ পর্যন্ত পর্যটকের ভ্রমণ সামরিকভাবে বন্ধ থাকে । যদিও এ ব্যবস্থা পর্যটকদের জন্য অসুবিধাজনক, তবুও তা খুবই প্রয়োজনীয় । ধারাবাহিক সংরক্ষণ ও পুনরুদ্ধারের মাধ্যমে এ অঞ্চলের পরিবেশের অনেক উন্নতি হয়েছে এবং বন্য প্রাণীর সংখ্যাও অব্যাহতভাবে বৃদ্ধি পেয়েছে । গত বছর বৃটিশ ক্যাম্ব্রিজ বিশ্ববিদ্যালয় , মার্কিন হার্ভাড বিশ্ববিদ্যালয় এবং মেক্সিকোর উদ্ভিদ পার্কসহ বিভিন্ন সংস্থার বিশেষজ্ঞরা শেননোংচিয়া পরিদর্শন করেন । তাঁরা এ অঞ্চলেরজীববৈচিত্র্য প্রাকৃতিক পরিবেশ ও বন সংরক্ষণের ব্যাপারে বিশ্ময় প্রকাশ করেন ।
শ্রোতাবন্ধুরা, শেননোংচিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ প্রানী সোনালী বাঁদরের সংখ্যা আগের ৬০০ থেকে বেড়ে বর্তমানে ১২০০টিরও বেশি হয়েছে । তারা শেননোংচিয়ার বিশেষ মনোরম দৃশ্যে পরিণত হয়েছে । সোনালী বাঁদরের কন্ঠ শুনে সরকারী কর্মকর্তা ছিয়ান ইউয়ান খুন অনেক আনন্দ পেয়েছেন । তিনি বলেন, আমরা ভালভাবে শেননোংচিয়াকে সংরক্ষণ করতে পেরেছি ।সোনালী বাঁদরের সংখ্যা অব্যাহতভাবে বেড়েছে এবং তাদের জীবনযাপনের আওতাও সম্প্রসারিত হয়েছে । ভবিষ্যতে শেননোংচিয়া একটি সুন্দর পরিবেশ, মানুষ ও পশুপাখির সুষম থাকার স্থানে পরিণত হবে ।
শ্রোতাবন্ধুরা, শেননোংচিয়ার সুন্দর দৃশ্য দেখার পর আমরা আপনাদেরকে শেননোংচিয়া যাওয়ার তথ্য জানাবো । সুযোগ পেলে, অবশ্যই এ সুন্দর স্বর্গে আসবেন ।
শেননোংচিয়া হুপেই প্রদেশের উত্তরপশ্চিমাঞ্চলে অবস্থিত । তার কাছাকাছি তিনটি শহর সিয়াংফান, শিইয়ান এবং ইছাংয়ের সড়ক থেকে শেননোংচিয়ায় যেতে পারেন । প্রতি বছরের মার্চ থেকে অক্টোবর পর্যন্ত পর্যটনের বাস প্রতিদিন শিইয়ান শহর থেকে শেননোংচিয়া যায় ।
পর্যটনের সোনালী সময় হলো প্রতি বছরের জুন থেকে অক্টোবর পর্যন্ত । পর্যটন এলাকার টিকিটের দাম প্রায় ১০০ রেনমিনপি । প্রাচীন বনায়নের রাস্তার অবস্থা জটিল । গাইডের সাহায্যে পরিদর্শন করা ভালো এবং মনে রাখবেন বনের উদ্ভিদ বা পোকা প্রতিরোধ করার জন্য বেশি কাপড় ও টুপি পরা ভালো । 1 2
|