v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-12-25 20:35:05    
পেইচিংয়ে নকলকপি অভিযোগ কেন্দ্র প্রতিষ্ঠিত

cri

সাম্প্রতিক বছরগুলোতে চীন সরকার নকল কপির বিরুদ্ধে অনেক ব্যবস্থা নিয়েছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রশংসা পেয়েছে । ২০০৬ সালের জুলাই মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত চীনের দশটি মন্ত্রণালয় মিলিতভাবে সারা দেশে নকলকপি প্রতিরোধের শতদিন অভিযানের আয়োজন করে । তাদের প্রধান লক্ষ্য ছিল নকল অডিও ভিডিও ও কম্পিউটারের নকল সফ্টওয়ার প্রতিরোধ করা । অভিযানের পর বাজারে নকল অডিও-ভিডিও ও সফ্টওয়ার বিক্রি অনেক কমেছে। এ বছরের জানুয়ারী থেকে জুলাই পর্যন্ত চীনের আইন বিভাগের ১৬ লাখ কর্মী সারা দেশের বাজারে মোট সাত কোটি বেআইনীভাবে প্রকাশিত বইপত্র ও নকল অডিও-ভিডিও আটক করেন । এ বছরের এপ্রিল মাসে চীনের ৩১টি প্রদেশ , স্বায়ত্বশাসিত অঞ্চল ও কেন্দ্রশাসিত মহানগরে মোট চার কোটি ২১ লাখ নকল কপি ও বেআইনীভাবে প্রকাশিত বইপত্র আগুনে পুড়িয়ে দেয়া হয়েছে । গত বিশ বছরে এটা ছিল চীনের বৃহত্তম নকলকপি ধ্বংস অভিযান । এর পাশাপাশি চীন মেধাস্বত্ব সংরক্ষণ আন্তর্জাতিক চুক্তিতে অংশ নেয়ার সিদ্ধান্ত নিয়েছে । এ বছরের ৯ জুন চীন আনুষ্ঠানিকভাবে 'বিশ্ব মেধাস্বত্ব সংস্থার গ্রন্থস্বত্ব চুক্তি ' ও ' বিশ্ব মেধাস্বত্ব সংস্থার পারফরমেন্স ও ফোনোগ্রাম চুক্তির সদস্য দেশ হয়েছে ।

চীনের জাতীয় তথ্য ও প্রকাশনা পরিষদের প্রধান লিউ পিন চিয়ে বলেন , মেধাস্বত্ব রক্ষার জন্য আইন ব্যবস্থা জোরদার করা ছাড়া নাগরিকদের ভেতরনকল কপি না কেনা ও ব্যবহার না করার চেতনা প্রতিষ্ঠা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নকল কপি অভিযোগ কেন্দ্রের প্রতিষ্ঠা গণশিক্ষারএকটি অন্যতম অংশ। তিনি বলেন নকল কপি প্রতিরোধের জন্য আইনপ্রয়োগকারী সংস্থার প্রচেষ্টা ছাড়া জনসাধারণের মনে মেধাস্বত্বকে সম্মান প্রদর্শন ,অন্য লোকের মানসিক শ্রম ও সৃজনকে সম্মান প্রদর্শনের চেতনা সৃষ্টিআরো বেশি গুরুত্বপুর্ণ। এ কারণে আমরা প্রাথমিক ও মাধ্যমিক স্কুলে নকলকপি প্রতিরোধ বিষয়ক শিক্ষা ও প্রচার চালিয়ে যাচ্ছি।

চীন সরকারের নকলকপি অভিযোগ কেন্দ্র প্রতিষ্ঠার ব্যবস্থা গ্রন্থস্বত্ব মালিকদের প্রশংসা পেয়েছে । চীনের বিখ্যাত শিশু সাহিত্যিক ইয়াং হোন ইং কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে বলেন , আমার রচিত উপন্যাস ' দুস্তু মা সিয়াও থিয়াও' প্রকাশের অল্প দিনের মধ্যেই বাজারে নকলকপি দেখা নেয় । নকলকপি প্রতিরোধ বিভাগ সঙ্গে সঙ্গে প্রতিরোধের ব্যবস্থা নিল । তবুও কোনো কোনো ব্যক্তি সংশ্লিষ্ট আইন উপেক্ষা করে নকল কপি বিক্রি বন্ধ করে নি । নকলকপি অভিযোগ কেন্দ্রের প্রতিষ্ঠা প্রকাশনা মহলের একটি বড় ঘটনা এবং লেখক মহলের একটি বড় ঘটনা । আমি বিশ্বাস করি , সরকার ও জনসাধারণের মিলিত প্রচেষ্টায় লেখক ও প্রকাশনালয়ের অধিকার ও স্বার্থ নিশ্চিত হবে ।

লিউ পিন চিয়ে আরো বলেন , চীনে চীনা হোক , বিদেশী হোক যারা নকলকপি অভিযোগে অবদান রাখবেন , চীন সরকার তাকে পুরষ্কার দেবে । পুরষ্কারের সর্বোচ্চ পরিমান হল এক লাখ ইউয়ান ।


1 2