v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-12-25 20:35:05    
পেইচিংয়ে নকলকপি অভিযোগ কেন্দ্র প্রতিষ্ঠিত

cri

সম্প্রতি চীনের জাতীয় গ্রন্থস্বত্ব ব্যুরোর উদ্যোগে পেইচিংয়ে নকলকপি অভিযোগ কেন্দ্র প্রতিষ্ঠিত হয়েছে । নাগরিকরা যে কোনো সময় নকল অডিও -ভিডিও তৈরী বা নকল বইপত্র প্রকাশনা সম্পর্কে অভিযোগ তুলতে পারেন । চীনের জাতীয় তথ্য ও প্রকাশনা ব্যুরোর প্রধান , জাতীয় গ্রন্থস্বত্ব ব্যুরোর প্রধান লিউ পিন চিয়ে বলেন , এ অভিযোগ কেন্দ্র প্রতিষ্ঠার প্রধান উদ্দেশ্য হল সমগ্র দেশে নকল কপি প্রতিরোধের পরিবেশ সৃষ্টি করা এবং সমাজের বিভিন্ন মহলকে এ কাজে অংশ নিতে উত্সাহ দেয়া ।

নকল কপি অভিযোগ কেন্দ্রের প্রতিষ্ঠা উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় । চীনে জাতীয় মেধাস্বত্ব কর্মগ্রুপ , জাতীয় তথ্য ও প্রকাশনা পরিষদ , জাতীয় গ্রন্থস্বত্ব ব্যুরো , চীনের গ্রন্থস্বত্ব সংরক্ষণ কেন্দ্র , চীনের গ্রন্থস্বত্ব পরিচালনা সংস্থা ও বিদেশের সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রতিনিধিরা এ অনুষ্ঠানে অংশ নেয়। অনুষ্ঠানে চীনের জাতীয় মেধাস্বত্ব সংক্রান্ত কর্মগ্রুপের কর্মকর্তা মাদাম সিয়ান সিং বলেন , নকল কপি অভিযোগ কেন্দ্রের প্রতিষ্ঠা থেকে চীন সরকারের নকল কপি প্রতিরোধ ও দূর করার সংকল্প প্রতিফলিত হয়েছে। তিনি বলেন , এই কেন্দ্র স্থাপনের উদ্দেশ্যহল ২০০৭ সালে চীন সরকারের মেধাস্বত্ব রক্ষা পরিকল্পনার অন্যতম কর্মসূচী । এতে চীন সরকারের নকল কপির উপর আঘাত হানা এবং গ্রন্থস্বত্ব ও মেধাস্বত্ব মালিকদের স্বার্থ ও অধিকার নিশ্চিত করার দৃঢ সংকল্পের কথা প্রতিফলিত হয়েছে ।

নকল কপি অভিযোগ কেন্দ্র সারা দেশে অভিযোগের একীভুত টেলিফোন নম্বর ও ওয়েবসাইটের ঠিকানা প্রকাশ করেছে । নাগরিকরা বিনা পয়সায় এ নম্বরে ও ওয়েবসাইট ব্যবহার করে অভিযোগ করতে পারেন । নকলকপি তৈরীকারী ইউনিট ও ব্যক্তিদের শাস্তি দেয়ার পাশাপাশি এ কেন্দ্র অভিযোগকারীকে পুরস্কার দেয়ার ব্যবস্থাও নিয়েছে ।

নকল কপির বিরুদ্ধে আঘাত হানা এবং অভিযোগকারীকে উত্সাহ দেয়ার জন্য চীনের জাতীয় গ্রন্থস্বত্ব ব্যুরো অভিযোগকারীদের পুরস্কার তহবিল প্রতিষ্ঠা করেছে । চীনের জাতীয় তথ্য ও প্রকাশনা পরিষদের প্রধান , জাতীয় গ্রন্থস্বত্ব ব্যুরোর প্রধান লিউ পিন চিয়ে বলেন ,নকল কপি অভিযোগ কেন্দ্রের প্রতিষ্ঠা ও অভিযোগকারীদের পুরষ্কার তহবিলের প্রতিষ্ঠা অত্যন্ত তাত্পর্যসম্পন্ন দুটি ব্যবস্থা । তিনি বলেন , এ দু'টি ব্যবস্থা নেয়ার ফলে সমাজের বিভিন্ন ক্ষেত্রের নাগরিকরা সোত্সাহের সঙ্গে নকল কপি প্রতিরোধে অংশ নিতে শুরু করেছেন । সরকার দৃঢ ব্যবস্থা নেয়ার মাধ্যমে সবাইকে এ কথা জানাতে চায় যে নকল কপি তৈরী করা একটি অপরাধমূলক তত্পরতা । গোটা সমাজকে তার প্রতিরোধে অংশ নেয়া উচিত । নকল কপি প্রতিরোধ সম্পর্কে গোটা সমাজের উপলব্ধি উন্নত হওয়ার পর নকল কপি তৈরীর বেআইনী তত্পরতা কার্যকরভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে ।

1 2