v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-12-24 16:48:04    
কংক্রিট মিক্সার হাতে চীনের বিশ্ব রেকর্ড

cri

    সম্প্রতি সান ই ভারী শিল্পপ্রতিষ্ঠান গিনেস বুক অফ ওয়ালর্ল্ড রেকর্ডস-এর দীর্ঘ বুম হোয়েস্টের স্বীকৃতি পত্র পেয়েছে। এতে বলা হয়েছে, ৬৬মিটার দীর্ঘ বুম হোয়েস্ট হচ্ছে বিশ্বে সর্বোচ্চ।

    চীনের যন্ত্র সমিতির চেয়ারম্যান শি লাই তে এ সম্পর্কে বলতে গিয়ে বলেন:" সান ই ভারী শিল্পপ্রতিষ্ঠানের এ দীর্ঘতমন বুম হোয়েস্ট যুক্ত গাড়ি হচ্ছে চীনের ঐত্যিহ্যবাহী নির্মাণ শিল্পের যন্ত্র গবেষণা ক্ষেত্র চীনের নিজস্ব সৃজনশীল তার প্রতীক।"

    মেধাস্বত্বধারী গুরুত্বপূর্ণ প্রযুক্তি পণ্য উন্নয়নের মাধ্যমে সান ই ভারী শিল্পপ্রতিষ্ঠান বিপুল অংকের আয়ও করেছে। ২০০৬ সালে সান ই কোম্পানি মোট আয় করেছে ৪৫০ কোটি ইউয়ান, যা ২০০৫ সালের তুলনায় ৮০ শতাংশ বেশি। সান ই কোম্পানি প্রতিষ্ঠার পর, গত ১৩ বছর ধরে বছরে প্রায় ৫০ শতাংশ প্রবৃদ্ধি বজায় রয়েছে। বিদেশেও সান ই'র কার্যক্রম চালু হয়েছে। এ কম্পানির উপপ্রধান হে চেন লিন বলেন:" আমাদের দ্রুত সম্প্রসারণের মূল ভিত্তিই হচ্ছে অব্যাহত সৃজনশীলতা । গবেষণার জন্য ব্যাপক পুঁজি বিনিয়োগ করা দরকার। একই সঙ্গে অবশ্যই উচ্চ পর্যায়ের প্রযুক্তিবিদও দরকার। এ দুইয়ের সমন্বয় হলেই কেবল উচু মানের সৃজনশীল ফলাফল পাওয়া সম্ভব হয়। উচ্চ পর্যায়ের সৃজনশীল ফলাফল অর্জিত হওয়ার সঙ্গে সঙ্গে আসে মেধাস্বত্বের বিষয় তখনই অর্জিত হয় নতুন ট্রেড মার্ক । এ ভাবেই অব্যাহতভাবে চেষ্টা চালিয়ে গবেষণার ক্ষেত্র অনেক বেশি সম্প্রসারিত করা সম্ভব।

    জানা গেছে, এ নতুন বুম হোয়েস্ট যুক্ত তৈরী পাম্প গাড়ি চীনের কুয়াং চৌ, নান চিং, শাংহাই, হাংচৌ এবং পেইচিংসহ দেশের ৯টি বড় শহরে প্রদর্শিত হবে। এর পর , এটি যুক্তরাষ্ট্র, জার্মানি , স্পেন এবং আলজেরিয়াসহ বিভিন্ন দেশে দেখানোর জন্য পাঠানো হবে । সান ই ভারী কোম্পানির প্রকৌশলী চু হুং বলেন, এ নতুন পাম্প গাড়ি তার নিজের এবং তার কম্পানির জন্য আরেকটি নতুন দিগন্ত। এখন প্রতি বছর চু হুং ২ থেকে ৩টি বড় আকারের বৈজ্ঞানিক গবেষণা করে। অব্যাহত সৃজনশীলতা হচ্ছে তিনিও তার সান ই ভারী শিল্পপ্রতিষ্ঠানের যৌথ প্রত্যয়।


1 2