v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-12-24 16:48:04    
কংক্রিট মিক্সার হাতে চীনের বিশ্ব রেকর্ড

cri

    শ্রোতাবন্ধুরা, আপনারা সবাই জানেন যে, বড় বড় দালান কোঠা তৈরির জন্য এখন আর রাজমিস্ত্রিরা হাতে হাতে ইট-বালি-সিমেন্ট মিশিয়ে কংক্রিট তৈরি করেন না। তার বদলে এসেছে স্বয়ংক্রিয় আধুনিক কংক্রিট পাম্প গাড়ি। কংক্রিট মেশানো থেকে উঁচু জায়গায় সরবরাহ বা ডেলিভারি দেওয়ার জন্য সব ব্যবস্থাই এতে আছে। পাম্প গাড়ি হলো আধুনিক নির্মাণ শিল্পের একটি অপরিহার্য অংশ। এর সঙ্গে যুক্ত অন্যতম প্রধান অংশটি হচ্ছে কংক্রিট ডেলিভারি দেওয়ার জন্য স্বয়ংক্রিয় হাত যাকে বলা হয় বুম হোয়েস্ট। এই হাত যত লম্বা হবে কংক্রিট ডেলিভারির আওতাও তত বাড়বে। সম্প্রতি চীনের বিখ্যাত নির্মাণ শিল্পপ্রতিষ্ঠান----সান ই ভারী শিল্প লিমিটেড কম্পানি কংক্রিট পাম্প গাড়ির হাত বা বুম হোয়েস্টের দৈর্ঘ্যে নতুন রেকর্ড সৃষ্টি করেছে।

    গত ২০ সেপ্টেম্বর চীনের হু নান প্রদেশের ছাং শা অর্থনৈতিক প্রযুক্তি উন্নয়ন অঞ্চলের সান ই ভারী শিল্প প্রতিষ্ঠানের নিজস্ব জায়গায় প্রদর্শিত হয় ৬৬মিটার দীর্ঘ পাম্প গাড়ির সঙ্গে যুক্ত ঐ বুম হোয়েস্টটি। সংশ্লিষ্ট দর্শকরা এতে দারুণ আকৃষ্ট হয়েছে । বর্তমানে এটাই সবচেয়ে দীর্ঘ বুম হোয়েস্ট। সান ই কোম্পানির প্রকৌশলী চু হুং বলেন, মিক্সার পাম্পের হাত লম্বা করা খুব একটা সহজ ব্যাপার নয়। এই হাত বা বুম হোয়েস্ট যত দীর্ঘ হবে গাড়ির ভারও ততোই বেড়ে যাবে। এর প্রভাব পড়বে ছোট খাটো সকল যন্ত্রাংশে , ফলে ভারসাম্য হারিয়ে ফেলতে পারে। উল্লেখ্য, ১৯৯৮ সাল পর্যন্ত, চীনের ৮০ থেকে ৯০ শতাংশ পাম্প গাড়ি ছিল বিদেশ থেকে আমদানি করা। তিনি বলেন:" এর আগে পাম্প গাড়ির বুম হোয়েস্ট কিভাবে আরো লম্বা করা যায় চীনের সে প্রযুক্তি ছিল না। এ অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা বেশি করে তাগিদ বোধ করেছি এই প্রযুক্তি অর্জন করতে, যা আমাদের জন্য অত্যন্ত জরুরি।"

    চীনের আমদানি করা পাম্প গাড়িতে বুম হোয়েস্টের সর্বোচ্চ দৈর্ঘ্য হলো ৩৬ মিটার। চীনের অন্যতম বৃহত্তম নির্মাণ শিল্পপ্রতিষ্ঠান হিসেবে সান ই ভারী শিল্প কোম্পানি খুবই মনোযোগ দিয়ে এর সংশ্লিষ্ট গবেষণা কাজ এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা চালিয়ে যায়। এখন বিশ্বে পাম্প গাড়ির বুম হোয়েস্টের সাধারণ দৈর্ঘ্য হচ্ছে ৫৬ মিটার। সান ই'র এই ৬৬ মিটার দীর্ঘ বুম হোয়েস্ট এ ক্ষেত্রে একটি নতুন রেকর্ড সৃষ্টি করেছে।

    সান ই ভারী শিল্পপ্রতিষ্ঠানের প্রধান ই সিয়াও কাং আমাদের সংবাদদাতাকে বলেন, এ নতুন তৈরী পাম্প গাড়ি ও বুম হোয়েস্ট গবেষণায় ১৫ ধরণের আধুনিক প্রযুক্তি ব্যবহৃত হয়েছে। এতে বেশি বেশি স্বয়ংক্রিয় ব্যবস্থা সংযুক্ত করার পাশাপাশি এর কাজকর্মের ভারসাম্যতা ও নিরাপত্তার দিকটা অনেক উন্নত করা হয়েছে । একই সঙ্গে বর্জ্য পদার্থ সৃষ্টির মাত্রাও কমেছে এবং জ্বালানি সাশ্রয় এবং পরিবেশ সুরক্ষা ক্ষেত্রেও কার্যকর হিসেবে প্রমাণিত হয়েছে। তাছাড়া ,৬৬মিটার দীর্ঘ হওয়ায় এর কার্যকারিতাও অনেক বেড়ে গেছে।

1 2