বর্তমানে উন্নয়নশীল দেশগুলোর ৯০ শতাংশ দূষিত পানি অশোধিত অবস্থায় নিষ্কাশিতহয় । যার ফলে স্থানীয় পানির উত্স গুরুতর দুষিত হয়ে পড়ে ।অশোধিত পানি এবং অনুন্নত স্বাস্থ্য ব্যবস্থার কারণে রোগে আক্রান্ত হয়ে প্রতি সপ্তাহে সারা বিশ্বে ৪০ হাজার মানুষ মারা যায় । এ ধরণের অবস্থা গ্রহণযোগ্য নয় । জন স্বাস্থ্য ও পরিবেশে অর্থবিনিয়োগ করা সবদেশের জন্যইসবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগের অন্যতম ।
এখন বিশ্বের লোকসংখ্যা অতি দ্রুত বেড়ে যাচ্ছে এর অর্থ হল , শহরায়নের প্রক্রিয়া দ্রুত হয়েছে । এখন বিশ্বের অর্ধেক লোক শহরে বসবাস করছে । কিন্তু এর মধ্যে ১০০ কোটি মানুষ ঘিঞ্জি নোংরা অঞ্চলে বাস করে । তাদের পানি ও স্বাস্থ্যের অবস্থা অত্যন্ত খারাপ ।
মৌলিক স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিত হলে এর গভীর সামাজিক প্রভাব পড়বে এবং বিরাট অর্থনৈতিক সফলতা অর্জিত হবে । ২০০৮ সাল আন্তর্জাতিক পরিবেশ স্বাস্থ্য বর্ষ চালু হওয়ার সাথেসাথে স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার পথে মানবজাতি আরও এক ধাপ এগিয়ে যাবে ।
1 2
|