v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-12-20 17:36:55    
পাখি দ্বীপ

cri

    পর্যটক লি শেহুই'র কথার মতো পাখির সম্পর্ক মানবজাতির সঙ্গে ঘনিষ্ঠ । ছিংহাই--তিব্বত মালভূমির একটি অংশ হিসেবে ছিংহাই হ্রদের জলবায়ু বিশ্বের উত্তেজনাময় ও দুর্বল অঞ্চলগুলোর অন্যতম । স্থানটিকে পর্যটন উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণের ক্ষেত্রে গুরুত্ব দিয়ে দেখা উচিত । ছিংহাই পর্যটন ব্যুরোর উপ-প্রধান স্যু হাও বলেন, তাঁরা পর্যটন উন্নয়নের জন্য পরিবেশ ক্ষতি হয় এমন আচরণ কোন কাজের অনুমোদন দেবেন না । তিনি বলেন,  প্রাকৃতিক পর্যটনের সঙ্গে সুষ্ঠু প্রাকৃতিক পরিবেশের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে । তাই সুষ্ঠু সুশৃঙ্খলভাবে পর্যটনের উন্নয়ন করা উচিত । ছিংহাই হ্রদের দৃশ্যের সুন্দর ও কমনীয় বৈশিষ্ট্য, আমাদের মাঝ থেকে হারিয়ে যাবে বা ক্ষতিগ্রস্ত হবে তা চিন্তা করাও উচিত নয় । অন্যদিকে , পরিবেশ ক্ষতিকর হলে , এর ফলাফল অনেক গুরুতর হবে । তখন পর্যটন উন্নয়ন বন্ধ হওয়ার পাশাপাশি মানবজাতির জীবনযাপনের ওপরও নেতিবাচক প্রভাব পড়বে ।

     মানবজাতির তত্পরতা যাতে পাখির পরিবেশের ওপর প্রভাব ফেলতে না পারে সে জন্য ছিংহাই হ্রদ প্রাকৃতিক সংরক্ষণ প্রশাসন ব্যুরো ধারাবাহিক ব্যবস্থা নিয়েছে । যেমন, পাখি দ্বীপ হল প্রাকৃতিক সংরক্ষণ এলাকার কেন্দ্রীয় অঞ্চল । যদিও তা পর্যটকদের জন্য উন্মুক্ত,কিন্তু সেখানে পর্যটকদের বিভিন্ন কর্মকান্ড নির্দিষ্টভাবে নিষিদ্ধ রয়েছে । পর্যটকদের পাখি দ্বীপে প্রবেশ করার পর বিদ্যুত্ চালিত গাড়িতে করে পর্যটনের রোডম্যাপ অনুযায়ী ভ্রমণ করতে হবে । পর্যটকরা নদীর তীরে দাঁড়িয়ে দুরবিনের মাধ্যমে পাখি পর্যবেক্ষণ করতে পারবে । ছিংহাই হ্রদ পর্যটন এলাকার প্রশাসন ব্যুরোর উপ-প্রধান হো ইউবাং বলেন,  মানুষ ও পাখির মধ্যে দূরত্ব খুব বেশি নয় না । মানুষ ও পাখির অবস্থান সুষম থাকলে মানুষ পাখির দলে প্রবেশ করলে তাতে পাখিরা ভীত হবে না । যদি পাখির প্রতি ভালোবাসা না থাকে তাহলে তা হবে পাখিদের প্রতি বড় অন্যায় ।

    প্রচারণ হচ্ছে পাখিদের প্রতি হস্তক্ষেপ কমানোর জন্য পাখি ডিম পারা এলাকা পরিদর্শন করার সময় পর্যটকরা মাটির নিচে অবস্থিত একটি ঘর থেকে গোপনে পাখিগুলো দেখেন । ঘরের ওপর ঘাস রয়েছে, তা ভালভাবে কাছের পরিবেশের সঙ্গে মিশে রয়েছে । পাখিরা এ সময় পর্যটকদের দেখতে পায় না ।

    এ ধরনের পাখি পরিদর্শন পদ্ধতি পর্যটকদের জন্য খুব আরামদায়ক নয় । তারপরও কিন্তু তা ব্যাপক পর্যটকের সমর্থন ও সহযোগিতা পেয়েছে । সি'আনের পর্যটক লি শেহুই বলেন, এ ধরনের পরিদর্শন পদ্ধতি পাখিদের ওপর হস্তক্ষেপ না করার জন্য চালু হয় । এভাবে তারা প্রাকৃতিক পরিবেশে নিজের বংশবিস্তার করবে । আমার মনে হয় এ পদ্ধতি খুব ভালো,তা ব্যাপকভাবে চালু করা উচিত।

    কেউ কেউ বলেন, ছিংহাই হ্রদ হল ছিংহাই প্রদেশের পর্যটনের কেন্দ্র বিন্দুএবং পাখি দ্বীপ হল কেন্দ্রবিন্দুর সবচেয়ে শ্রেষ্ঠ মুক্তা । বর্তমানে পাখি দ্বীপ পর্যটকদের পর্যটন স্থানে পরিণত হওয়ার পাশাপাশি পাখিদের স্বহিসাবেও পরিণত হয়েছে ।ছিংহাই হ্রদের সুষম ও সুশৃঙ্খল সংরক্ষণের মাধ্যমে পাখি দ্বীপকে পাখি ও মানুষের সুষম অবস্থানে থাকার বিষয়টিকে উন্নত করেছে । এ সম্পর্কে পর্যটন প্রশাসন ব্যুরোর উপ-প্রধান হো ইউবাং আরও বলেন, পাখি দ্বীপে যদি আপনারা কিছু জিনিস ধে দেখতে চান ,তাহলে শুধু পায়ের ছায়াকে ছুঁয়ে দেখুন । যদি কিছু জিনিস নিতে চান, তাহলে শুধু আপনাদের তোলা ছবিগুলো নিয়ে যান । পাখি দ্বীপে শুধু প্রাকৃতিক দৃশ্যই থাকতে দিন ।


1 2