v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-12-20 17:36:55    
পাখি দ্বীপ

cri

    পাখি দ্বীপ ছিংহাই হ্রদের উত্তরপশ্চিমাঞ্চলে অবস্থিত, পূর্ব ও পশ্চিম দিকে মোট দু'টি ছোট দ্বীপ রয়েছে । পাখি দ্বীপে যাওয়ার পথে আপনারা নানা ধরনের পাখির কন্ঠ শুনতে পাবেন । অনেক আনন্দ অনুভব করবেন । প্রাকৃতিক দৃশ্য পরিদর্শনের জন্য শীর্ষ নির্মিত চাতালে আরোহণ করার পর নীল আকাশ ও সবুজ নদীর মাঝখানে নানা ধরনের পাখি উড়ার দৃশ্য দেখতে পাবেন । পাখির ডানায় আকাশে সাদা রঙয়ের ছায়া পড়ে । কয়েকটি পাখি হ্রদের ওপর সাঁতার কাটে পানিতে তার ধারাবাহিক ছাড়া এবং অন্যরা নদীর তীরে দাঁড়িয়ে সুর্যালোক উপভোগ করছে ।

     ছিংহাই হ্রদের আয়তন ৪৩০০ বর্গকিলোমিটার, তা চীনের মুলভুভাগের বৃহত্তম লবণাক্ত হ্রদ এবং জলাভূমি । বিশেষ প্রাকৃতিক ও জলবায়ু পরিবেশের কারণে প্রতি বছর তা হাজার হাজার নানা ধরনের পাখিকে করার জন্য । পাখিরা এখানে নতুন জীবন শুরু করে। ডিম পাড়ে বাচ্চা হয় ।প্রতি বছর মে ও জুন মাসে পাখি দ্বীপে ৩০টি ধরনের ১ লাক ৬০ হাজার পাখি ঘুরে বেড়ায় ।এ দৃশ্য খুবই চমত্কার ও সুন্দর । স্থানীয় অঞ্চলের অধিবাসীরা বলেন, আগে লোকজনের পাখির ডিম নিয়ে যেতো, এ কারণে দ্বীপে পাখির সংখ্যা অনেক কমে যায় এবং তখন পাখির সংখ্যা ছিল মাত্র ২০০টির মত। পাখি দ্বীপের প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণের জন্য ১৯৭৫ সালে এ অঞ্চল প্রাকৃতিক সংরক্ষণ এলাকায় পরিণত হয়েছে এবং বিশেষ কর্মকর্তারা এ স্থানটিকে এখন বিশেষভাবে তত্ত্বাবধান করেছে । এক পরিসংখ্যান থেকে জানা গেছে, সাম্প্রতিক বছরগুলোতে প্রতি বছর এ দ্বীপে বিচরণশীল পাখির সংখ্যা প্রায় ৫০ হাজার ।

     বিচরণশীল পাখিগুলো আসার জন্য ছিংহাই হ্রদের পাখি দ্বীপ একটি বিখ্যাত পর্যটন স্থানে পরিণত হয়েছে । দেশী বিদেশী পর্যটকরা পাখির সঙ্গে দ্বীপে ভ্রমণ করেন । পরিসংখ্যান থেকে জানা গেছে, ২০০৩ সাল থেকে এ পর্যন্ত পাখি দ্বীপের পর্যটকের সংখ্যা বার্ষিক ১ লাখ পার্সন টাইমস । পর্যটকদের মধ্যে উত্তরপশ্চিম চীনের সি'আন শহর থেকে আসা লি শেহুই আমাদেরকে বলেন, তিনি তাঁর স্ত্রী ও ছয় বছর বয়সী মেয়ে নিয়ে ছিংহাই হ্রদে এসেছেন । তাঁর মেয়ে প্রথমবারের মত শহর থেকে এখানে এসে এত বেশি পাখি দেখেছে । সে অনেক উত্তেজিত এবং আবেগাপ্লুত । তিনি বলেন, আমি আমার মেয়েকে পাখি দেখার জন্যএই দ্বীপে নিয়ে এসেছি । আমি তাকে বলি, অনেক পাখি দীর্ঘকাল ধরে এখানে বসবাস করে আর অনেকত পাখি মৌসুমী আবহাওয়ার কারণে ক্ষণকালের জন্য এখানে আসে । এ অঞ্চলের স্থানীয় সরকার ও অধিবাসীর তাদের থাকার জন্য প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ করে । কারণ পাখি ও মানবজাতি একইসাথে বিশ্বে বসবাস করে বন্ধুর মত ।


1 2