বর্তমানে চীনের ইন্টারনেট প্রযুক্তির উন্নয়নের কারণে তা ইলেকট্রনিক বাণিজ্য অর্থাত্ বাণিজ্যিক আদান প্রদানের গুরুত্বপূর্ণ মাধ্যমে পরিণত হয়েছে। ইদানিং অনেক আধুনিক শহরেই ইন্টারনেট প্রযুক্তিতে যুবকদের কর্মসংস্থানে ব্যাপক সুযোগ সৃষ্টি হয়েছে। কেউ কেউ আবার সাইবার ক্যাফে খুলে বসেছেন। চীনে ওয়েব-সাইটে প্রকাশিত এক পরিসংখ্যান থেকে জানা গেছে, বর্তমানে চীনে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ১০ কোটি ছাড়িয়ে গেছে । ইন্টারনেট সংযুক্ত কম্পিউটারের সংখ্যাও ৫ কোটির বেশি। ইন্টারনেট ব্যবহারের ফলে অনেক লোকের জন্যে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির সম্ভাবনাও দেখা দিয়েছে । তবে এর সঙ্গে সঙ্গে ইন্টারনেটের বেশ কিছু নিরাপত্তাগত সমস্যাও দেখা দিচ্ছে। সম্প্রতি, " প্যান্ডার শাও সিয়াং" নামক ভাইরাস চীনের হাজার হাজার ইন্টারনেট ব্যবহারকারী ও এন্টি ভাইরাস সফটওয়্যার ব্যবসায়ীদের জন্য একটি জটিল পরিস্থিতির সৃষ্টি করেছে। এ অবস্থায় আমরা কিভাবে ইন্টারনেটের নিরাপত্তা নিশ্চিত করতে পারি ?
" প্যান্ডার শাও সিয়াং" নামক ভাইরাসে আমাদের ব্যক্তিগত কম্পিউটার আক্রান্ত হলে স্বাভাবিকভাবেই আর কাজ করা সম্ভব না। তুং সাহেব হচ্ছেন একজন ওয়েবসাইট ডিজাইনার। তার কাজ নিশ্চিতভাবেই ইন্টারনেটের সঙ্গে সম্পৃক্ত । তিনি ছিলেন " প্যান্ডার শাও সিয়াং" ভাইরাসে আক্রান্ত হওয়াদের মধ্যে অন্যতম। তিনি বলেছেন:" আমি ওয়েবসাইট ডিজাইনিং করি। আমার কম্পিউটারে সংশ্লিষ্ট অনেক সিস্টেম রয়েছে। এটি ভাইরাস আক্রান্ত হওয়ার পর, আমি ইন্টারনেটের মাধ্যমে তা পাঠালে , গ্রহীতাদের কম্পিউটারও নিশ্চয়ই একই ধরণের ভাইরাসে আক্রান্ত হতে পারে ।"
1 2
|