v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-12-06 18:07:57    
সিসি জলাভূমি পার্ক

cri

    কয়েকশ' বছর ধরে সিসি জলাভূমি অনুর্বর মাটিতে পরিণত হয়েছে । ২০০৩ সালে তা পুনরায় সবাইকে আকর্ষণ করে । হাংচৌ শহর তাকে শহরের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ভালভাবে সংরক্ষণ ও উন্নয়নের লক্ষ্যে প্রথম ও দ্বিতীয় সংরক্ষিত প্রকল্প হিসেবে গ্রহণ করে । ২০০৮ সালের অক্টোবর পর্যন্ত তৃতীয় প্রকল্পও শেষ হয়ে যাবে ।তখন জলাভূমির আয়তন ১০ বর্গকিলোমিটারেরও বেশি হবে । পরিবেশ সংরক্ষণের কারণে জলাভূমির দৃশ্যও পুনরুদ্ধার হয়েছে । সিসি জলাভূমির পর্যটক সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে । হাংচৌ'র একজন নাগরিক লিউ বো মনে করেন, এখানকার সুন্দর পরিবেশ তার কাছে অনেক আরামদায়ক ও আনন্দায়ক । তিনি বলেন,  আমার মনে হয় এখানকার দৃশ্য খুবই সুন্দর। ছোট পথ এবং সেতু , যেন নদীর সঙ্গে ভালভাবে মিশে গেছে ।আমার অনেক ভালো লাগে ।

    নতুন নির্মিত সবুজ বেড়িবাঁধ অনেক পর্যটকের দৃষ্টি আকর্ষণ করেছে । এটি দৈর্ঘ্যের ১৩৭ মিটার , প্রস্তে৩ মিটার এবং ১ থেকে ৩ মিটার উচুঁ পরিচ্ছন্ন সর্পিল আকারের একটি করিডোর । তার দু'পাশে ৭০০ ধরনের জলজ উদ্ভিদ লাগানো রয়েছে । পর্যটকরা এ করিডোরের মাধ্যমে জলাভূমির নীচে নেমে পরিচ্ছন্ন গ্লাসের মাধ্যমে নানা ধরনের উদ্ভিদের মূল অংশ এবং জলজ প্রানী দেখতে পারেন । সিসি'র পানির গুণগতমান ভালো । জানা গেছে, পার্কে পানির গুণগতমান পর্যবেক্ষণ কেন্দ্র স্থাপন করার পাশাপাশি পার্কের প্রশাসনিক বিভাগ জলজ উদ্ভিদের মাধ্যমে পানির গুণগতমানের উন্নতি হয়েছে । গাইড মিস ছেন নদীতে এক ধরনের উদ্ভিদকে দেখে বলেন,  বেগুনী ফুল ফোটা এ উদ্ভিদ হল কচুরিপানা । যদিও এ ধরনের উদ্ভিদ দ্রুতভাবে বংশ বিস্তার করতে সক্ষম এবং প্রচুর পরিমাণ থাকার ফলে পানির জন্য তা খুব ক্ষতিকর । কিন্তু নিয়মিতভাবে তার পরিমাণ নিয়ন্ত্রণে রাখতে পারলে পানি পরিস্কার হয় এবং পানির গুণগতমান ভাল থাকে । এ জন্য আমাদের পার্কে কচুরিপানা দেখা যায় । কচুরিপানা থাকা পানির মান অন্য পানির চেয়ে ভালো ।

    কিন্তু পর্যটকের সংখ্যা বৃদ্ধির পাশাপাশি লোকজন পর্যটন উন্নয়নের জন্য পরিবেশ সংরক্ষণে নেতিবাচক ভুমিকা পালন করায় উত্তেজনা প্রকাশ করে । সিসি জলাভূমি পার্কের কার্যালয়ের কর্মী লিউ সিয়াং মনে করেন, তাঁরা সিসি'র পর্যটন ভূমিকে প্রাকৃতিক পর্যটনের স্থান হিসেবে দেখছেন এবং পার্কের সংরক্ষণেও গুরুত্ব দিচ্ছেন । তিনি বলেন, আমরা সংশ্লিষ্ট নীতি প্রণয়ন করেছি । তা হল প্রাকৃতিক অবস্থানকে নিয়ন্ত্রণে রাখা । ভালভাবে পরিবেশ সংরক্ষণ এবং প্রাকৃতিক পরিবেশের চাপ কমানোর জন্য বিশেষজ্ঞদের নির্দিষ্ট করা রয়েছে যে পার্কে প্রতিদিন পর্যটকের সংখ্যা ৩০০০ পার্সন টাইমসের মধ্যে হতে হবে । এর অর্থ হল প্রতিদিন শুধু ৩০০০ পর্যটক এখানে আসতে পারেন ।

     পর্যটকের সংখ্যা নিয়ন্ত্রণ করার পাশাপাশি পার্কের বিভিন্ন অঞ্চলের পরিবর্তন ও উন্নয়নের মধ্য দিয়ে নানা ধরনের পশুপাখির বসবাসের পরিবেশ সৃষ্টি করা । বর্তমানে সিসি জলাভূমিতে উদ্ভিদের সংখ্যা ২২১ থেকে ২৬২তে উন্নিত হয়েছে । বহুমুখী জলাভূমিতে উদ্ভিদের বৈচিত্রময় দৃশ্য দেখা যায় । মাছ ও জলজপ্রাণীর প্রজাতি ৫০টি, পাখির প্রজাতি ৮৯ থেকে ১২৬টিতে উন্নিত হয়েছে । তা হাংচৌ শহরের পাখির প্রজাতির প্রায় অর্ধেক ।

     লিউসিয়াং'র বর্ণনা অনুযায়ী পার্কের পরিকল্পনায় রয়েছে আরামদায়ক পর্যটনের উন্নতি করা । প্রাকৃতিক পরিবেশের ওপর সবচেয়ে কম প্রভাব ফেলা আরামদায়ক অবসরকালিন গ্রাম নির্মাণ করা । তিনি বলেন, এখানকার পরিবেশ খুব শান্ত, কোনো গাড়ির শব্দ শোনা যায় না এবং গাড়ির দূষিত গ্যাসও নেই। আমরা একটি বসবাসের স্থান নির্মাণ করে পর্যটকদের জলাভূমিতে থাকার সুযোগ দেই ।

    জানা গেছে, সিসি জলাভূমি পার্ক নির্মাণের শুরুতে প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ স্থানীয় রীতিনীতি ও সংস্কৃতির পুনরুদ্ধার এবং টেকসই উন্নয়নের নীতি অনুসরণ করা হয় । জলাভূমির প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ ও ঐতিহ্যিক রীতিনীতি বজায় রাখার ভিত্তিতে আরামদায়ক ভ্রমণ ও প্রাকৃতিক বিজ্ঞানের ওপর গবেষণা করা হয় । প্রাকৃতিক বিজ্ঞান শিক্ষার গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে চীনের জলাভূমি জাদুঘর সিসি অঞ্চলে নির্মিত হবে এবং ২০০৯ সালে আনুষ্ঠানিকভাবে তা জনগণের জন্য খোলা হবে।


1 2