v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-12-06 18:07:57    
সিসি জলাভূমি পার্ক

cri

    চীনের বিখ্যাত পর্যটন শহর হিসেবে সিহু হ্রদ হল দেশী বিদেশী পর্যটকদের আকর্ষণীয় ভ্রমণ স্থান । প্রতিদিন হ্রদের পাশে পর্যটকদের ভীড় লেগে যায় । হাসি খুশি আর উচ্ছলতার ধ্বনি নানা দিক থেকে ভেসে আসে । সিহু হ্রদের ৫ কিলোমিটার দূরে শহরে আর একটি জলাভূমি দেখা যায় । সেখানকার দৃশ্য বিশ্বে স্বর্গের মতোই শান্ত ও সুন্দর, তার নাম সিসি । এটা হল চীনের প্রথম জাতীয় জলাভূমি পার্ক এবং চীনের একমাত্র শহরের জলাভূমি অঞ্চল ।

    সিসি জলাভূমি পার্কে প্রবেশ করার পর , দক্ষিণপূর্ব চীনের এ জেলায় --ছোট ছোট নদী, সবুজ বন এবং ছোট পাহাড়ের তৃণভূমির মধ্যে ছোট ছোট নাদুশনুদুশ খরগোশত্ দেখা যায় । পানি হল সিসি জলাভূমির সৌন্দর্য। খাল, ডোবা,ছোট দ্বীপ নিয়ে জলাভূমির সুন্দর দৃশ্য গড়ে উঠেছে। চেচিয়াং প্রদেশের নিপো শহরের পর্যটক চাও ওয়েন জুয়ান এ ধরনের সুন্দর দৃশ্য দেখে খুব মুগন্ধ। তিনি বলেন,  এখানে এসে আমার প্রথম অনুভূতি হলোএ স্থানটি অনেক আরামদায়ক। চারপাশে পানি দেখা যায় এবং অনেক জায়গা মশৃণ ও শিশির সিক্ত মনে হয় । এখানকার পরিবেশ ভালভাবেই সংরক্ষিত ।

    সিসি জলাভূমিতে দু'টি বিখ্যাত দৃশ্য দেখা যায় । কীচক কাশফুল এবং আলুবোখারা ফুল । নভেম্বর মাস হল কীচক কাশফুল পরিদর্শনের ভালো সময় । আমরা দূষণহীন বিদ্যুত্ চালিত জাহাজে বসে বাতাসে দুলতে থাকা কাশফুল দেখি । কাশফুল বাতাসের মধ্যে আস্তে আস্তে আকাশে যখন উড়ে ,তখন সিসি জলাভূমির দৃশ্য ছবির মতো মনে হয় । তাছাড়া পার্কে প্রচুর কমলা রঙয়ের খেজুর সহ গাছ দেখা যায় । পাহাড়ের উপর খেজুর ফল ঝুলে থাকে গাছগুলো শৃঙ্খলভাবে দাঁড়িয়ে রয়েছে । দুর থেকে কমলা রঙয়ের ফলগুলো দেখলে শিখার মতো মনে হবে । সবুজ গাছগুলোর মধ্যে উজ্জ্বল রঙ যেন ছড়িয়ে রয়েছে ।

    ঐতিহ্যিক স্থাপত্যের দৃশ্য সিসি জলাভূমির আরেকটি বৈশিষ্ট্য । ৩০০ /৪০০ বছর আগে চীনের মিং ও ছিং রাজবংশের সময় সিসি জলাভূমি কবি ও লেখকদের বসবাসের স্থানে পরিণত হয় । পার্কের অনেক পর্যটন স্থান, যেমন ছিউশুয়ে আখড়া ও বো আখড়াসহ বিভিন্ন বাসভবন লেখক আর কবিদের বসবাসের স্থান ছিল । তাঁরা এখানে বসে প্রচুর কবিতা ও প্রবন্ধ লিখেছিলেন । ছিং রাজবংশের রাজা খাংশি এখানে এসে 'সিসি পাহাড়ের বাসভবন'নামক সেই কবিতাটি লিখছিলেন । আমাদের গাইড মিস ছেন খাংশি রাজার কবিতা মুখস্থ শুনিয়ে যান আমাদের ।

     কবিতায় সিসি নদীর শব্দ, কৃষক পরিবারের তুঁত গাছ চাষ এবং রেশম পোকার খাদ্য জোগানোর দৃশ্য এবং লেখক ও কবিদের এখানে বাঁশ ও গাছের সঙ্গে বসবাস করার দৃশ্যের কথাও বর্ণনা করা হয়েছে ।


1 2