v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-11-27 18:41:24    
লেখক ছাও নাই ছিয়েন

cri

    এ পর্যন্ত ছাও নাই ছিয়েন ৩টি দীর্ঘ উপন্যাস এবং ৩০টিরও বেশি ছোট উপন্যাস লিখেছেন। পুলিশ হওয়ার আগে তিনি এক বছর ধরে কয়লা খনিতে কাজ করেছেন। এই অভিজ্ঞতা নিয়ে তিনি "বিং লেং দা থাই ইয়াং শি" উপন্যাস লিখেছেন। চলতি বছর তার আরেকটি উপন্যাস প্রকাশিত হয়েছে। এতে দরিদ্র গ্রাম ওয়েন চিয়া ইয়াও পটভূমি হিসেবে কৃষকদের জীবনকে তুলে ধরা হয়েছে। ছাও নাই ছিয়েন বলেন যে বিষয়ে তার নিজের অভিজ্ঞতা নাই সেই বিষয়ে তিনি লিখেন না। তিনি বলেন:

    "আমার সব উপন্যাস বাস্তব জীবন থেকে নেয়া। আমার জীবনে ঘটেনি এমন বিষয় নিয়ে আমি লিখি না। আমি শুধু নিজের জীবনে দেখা বাস্তব জীবনের এমন ঘটনা নিয়ে লিখি।"

    এ উপন্যাসটি দশ বছর আগে তিনি রচনা করেছেন। তিন্তু তা চলতি বছরে বের মাত্র প্রকশিত হয়েছে। সুয়েতেনের একাডেমিশিয়ান, চীনা ভাষা বিশেষজ্ঞ গোরান মামকভিস্ট তার উপন্যাসগুলো খুব পছন্দ করেন। তিনি মনে করেন তার উপন্যাস খুব মূল্যবান। তিনি তার উপন্যাসে অনুবাদের কাজ করছেন।

    ছাও নাই ছিয়েন তার মা সম্পর্কে একটি উপন্যাস লিখছেন। তিনি আশা করেন আগামী বছরে তা শেষ হবে। মা নিয়ে একটি উপন্যাস লেখা হলো তার একটি আশা। ছাও নাই ছিয়েনের মায়ের মানসিক সমস্যা আছে। তাকে যত্ন নেয়ার জন্য ছাও নাই ছিয়েন ৬ বছর কোন কাজ করেননি। মা মারা যাওয়ার পর ছাও নাই ছিয়েন মায়ের জীবন নিয়ে একটি উপন্যাস লেখার বাসনা দৃঢ় হয়। তিনি বলেন:

    "এখন লেখা প্রায় অর্ধেক হয়েছে। সম্পূর্ণ শেষ হলে তা হবে প্রায় ৫ লাখ শব্দের উপন্যাস। কেউ বলে এতো ব[ উপন্যাস লেখা উচিত নয়। কিন্তু এটা আমার ইচ্ছা। সম্পূর্ন হলে পর আর কোনো দুঃখ নেই।"

    ছাও নাই ছিয়েন বলেন তিনি খুব কৃপণ মানুষ। তিনি নিজের জন্য তেমন কিছু খরচ করেন না। তার সব চেয়ে পছন্দের খাবার হলো আলু। কিন্তু লেখার জন্য তিনি যে কোনো কাজ করতে ইচ্ছুক। তিনি বলেন:

    "আমি খুব কৃপন। পুলিশের সুট এখনো পরছি। কিন্তু বই কেনার জন্য আমি টাকা খরচ করি বেশি। কোন একজন বলেছে ৩ লাখ ইউয়ান দিয়ে আমার কেনা বইগুলো কিনবে। আমি রাজি হয়নি। আমার বাড়িতে চার দিকে শুধু বই আর বই। এ পর্যন্ত প্রায় ৫ হাজার বই সংগ্রহ হয়েছে।"

    তিনি অনেক আগে থেকেই কম্পিউটারে লেখা শুরু করেছেন। বিংশ শতাব্দীর ৯০এর দশকে কম্পিউটার প্রথম চীনে আসার সঙ্গে সঙ্গে তিনি একটি কম্পিউটার কিনে ফেলেন। প্রতি দিন ভোর রাত সোয়া তিনটায় তিনি ঘুম থেকে উঠেই লেখা শুরু করেন। এটা এখন তার অভ্যাসে পরিণত হয়েছে। (ইয়াং ওয়েই মিং) 


1 2