v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-11-20 20:23:13    
নিন সিয়া স্বায়তশাসিত অঞ্চল সক্রিয়ভাবে অবস্তুগত সাংস্কৃতিক সম্পদ সংরক্ষণের ব্যবস্থা নিয়েছে

cri

     চীনের নিন সিয়া হুই জাতির স্বায়তশাসিত অঞ্চল চীনের পাঁচটি প্রদেশ-পর্যায়ের সংখ্যালঘু জাতির স্বায়তশাসিত অঞ্চলের অন্যতম । যদিও অর্থনৈতিক উন্নয়নে নিনসিয়া অঞ্চল পূর্বচীনের উপকূলীয় প্রদেশগুলোর তুলনায় অনুন্নত , তবে স্বায়তশাসিত অঞ্চলটি সংস্কৃতি ও ঐতিহ্যে সমৃদ্ধ । সম্প্রতি নিনসিয়া স্বায়তশাসিত অঞ্চল প্রথম কিস্তির অবস্তুগত সাংস্কৃতিক উত্তরাধিকার সম্পদের নামের তালিকা প্রকাশ করেছে । এ তালিকায় নিন সিয়া অঞ্চলের ৩১টি ঐতিহ্যিক লোকশিল্প স্থান পেয়েছে ।

    নিন সিয়া হুই স্বায়তশাসিত অঞ্চল চীনের সংস্কৃতির উত্পত্তি স্থল--হলুদ নদীর অববাহিকা অঞ্চলে অবস্থিত । এ অঞ্চল চীনের বৃহত্তম সংখ্যালঘু হুই জাতির অধিবাসীরা বাস করেন । একাদশ শতাব্দীর সময় পশ্চিম সিয়া রাজবংশ সেখানে প্রতিষ্ঠিত হয় । এ রাজবংশ উত্তর-পশ্চিম চীনের কিছু অংশ একত্রিত করেছিল এবং বহুজাতির এক সঙ্গে বসবাসের অবস্থা সৃষ্টি করেছিল । বর্তমানে নিনসিয়া হুই স্বায়ত্বশাসিত অঞ্চলে যেমন পশ্চিম সিয়া রাজবংশের সংস্কৃতি রয়েছে তেমনি  সুস্পষ্ট হুই জাতির সংস্কৃতির উপাদানও রয়েছে । যেমন উত্তর-পশ্চিম চীনের লোকসংগীত ' হুয়া আর ', হুই জাতির রীতিনীতি , বাদযন্ত্র , ঐতিহ্যিক পোশাক ও পেপারকাট নিন সিয়া স্বায়ত্বশাসিত অঞ্চলের অবস্তুগত সাংস্কৃতিক উত্তরাধিকার সম্পদের তালিকায় অন্তর্ভুক্তহয়েছে । নিন সিয়া অঞ্চলের অবস্তুগত সাংস্কৃতিক উত্তরাধিকার সম্পদ সংরক্ষণ কেন্দ্রের প্রধান চিন চুন ওয়ে অবস্তুগত সাংস্কৃতিক উত্তরাধিকার সম্পদ নির্বাচনের মানদন্ড সম্পর্কে বলেন , অবস্তুগত সাংস্কৃতিক উত্তরাধিকার সম্পদকে ইতিহাসে দীর্ঘকাল থাকতে হবে , জনগণের জীবন ও অস্তিত্বের উপর যার প্রভাব ছিল এবং এখনও স্থানীয় অধিবাসীদের মধ্যে প্রচলিত রয়েছে । নিন সিয়া স্বায়ত্বশাসিত অঞ্চলে বেশির ভাগ অধিবাসী মুসলমান । তাই আমরা হুই জাতি অধুষিত অঞ্চলের ঐতিহ্যিক সাংস্কৃতিক সম্পদ জরীপ ও যাচাই করছি ।

    চিন চুন ওয়ে আরো বলেন , নিন সিয়া অঞ্চলে মোট সাত ধরনের প্রায় এক শ' টি অবস্তুগত সাংস্কৃতিক উত্তরাধিকার সম্পদ রয়েছে । প্রতিটি সাংস্কৃতিক সম্পদ প্রায় দেড় লাখ অধিবাসী উত্তরাধিকার সূত্রে পেয়েছেন । প্রথম কিস্তির তালিকায় ৩১টি অবস্তুগত সাংস্কৃতিক উত্তরাধিকার সম্পদের মধ্যে রয়েছে চিত্রকর্ম , পেপার কাট , সূচিকর্ম , ইটের ভাস্কর্য, মাটির পুতুল এবং পূর্বপুরুষদের শ্রাদ্ধ নিবেদন অনুষ্ঠানের রীতিনীতি । নিন সিয়া অঞ্চলের দক্ষিণ অংশের লুন দে জেলার ৮টি ঐতিহ্যিক সাংস্কৃতিক সম্পদ প্রথম কিস্তির নামের তালিকায় স্থান পেয়েছে । লুন দে জেলার সাংস্কৃতিক ভবনের সহযোগী অধ্যাপক ওয়াং লিয়েন সি বলেন , স্থানীয় চিত্রশিল্প রক্ষার জন্য তিনি জেলায় লোকশিল্প কেন্দ্র প্রতিষ্ঠা করেছেন । বর্তমানে তার উদ্যোগেলুন দে জেলায় সূচিকর্ম কেন্দ্র , পেপাককাট কেন্দ্র ও মাটির পুতুল কেন্দ্র প্রতিষ্ঠিত হয়েছে । অনেক লোকশিল্পী এ সব কেন্দ্রে সোত্সাহে অংশ নিয়েছেন । ওয়াং লিয়েন সি বলেন , এ সব কেন্দ্রে আমরা তরুণদের শিল্পকর্ম তৈরীর কৌশল শেখানোর ক্লাস খুলেছি এবং তাদের তৈরী লোকশিল্পকর্ম প্রচার করি । এখন তরুণ তরুণীরাও হস্তশিল্প শিখতে আগ্রহী । এসব ব্যবস্থা নেয়ার ফলে অধিবাসীদের আয়ও বেড়েছে ।

1 2