v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-11-19 20:44:24    
প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ে বাংলাদেশের অনেকে হতাহত

cri

    ১৮ নভেম্বর বাংলাদেশের ত্রাণ মন্ত্রণালয়ের প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যান থেকে জানা গেছে, বাংলাদেশের দক্ষিণাঞ্চলের প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ে মোট ২২১৭ জন নিহত হয়েছে। এর পাশাপাশি বাংলাদেশের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিশ্রুত সাহায্যের পরিমাণ তিন কোটি মার্কিন ডলার ছাড়িয়ে গেছে।

    "সিড়র"নামের প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ের ১৫ নভেম্বর রাতে বাংলাদেশের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলে আঘাত হানার সময় প্রতি ঘন্টায় তার সর্বোচ্চ গতিবেগ ছিল ২৪০ কিলোমিটার। এটি হচ্ছে ১৩০ বছরের মধ্যে বাংলাদেশে সংঘটিত একটি মারাত্মক ঘূর্ণিঝড়। বাংলাদেশের উদ্ধার বিভাগের সর্বশেষ রিপোর্টে বলা হয়েছে, সারা বাংদেশের ৬৪টি জেলার মধ্যে ২০টিরও বেশী জেলা ঘূর্ণিঝড়ের শিকার হয়েছে। মোট ৮ লাখ ৪০ হাজারেরও বেশী পরিবারের ২৭ লাখ ৫০ হাজার লোক ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় ৯ লাখ ৭০ হাজার বাড়িঘর, কয়েক হাজার স্কুল এবং ২ লাখেরও বেশী হেক্টর উদ্ভিদ বিভিন্ন মাত্রায় ক্ষতিগ্রস্ত হয়েছে। ৪ লাখ ৪০   হাজারেরও বেশী গরু-মহিষ ঘূর্ণিঝড়ে মারা গেছে। এ পর্যন্ত বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার বিভিন্ন স্থানে উদ্ধার কার্যক্রম শুরু করছে। তারা ৫২ লাখ মার্কিন ডলার বরাদ্দ করে বাড়িঘর পুনর্নির্মাণ করছে এবং দুর্যোগ অঞ্চলের জন্য প্রচুর খাবার, ঔষুধ ও তাঁবুসহ ত্রাণ সামগ্রী প্রদান করছে। তা ছাড়াও, বাংলাদেশ সরকার সামরিক বাহিনীর দশ-বারো হাজার সদস্যের সাহায্যে সামরিক হেলিকপ্টার ও জাহাজের মাধ্যমে উদ্ধার ও ত্রাণ তত্পরতা চালাচ্ছে এবং বিপর্যস্ত এলাকায় কয়েক হাজার ঘরবাড়ি নির্মাণ করেছে। এসব স্থানে ১৫ লাখ লোকের আবাসন হবে। জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থা এবং কিছু বেসরকারী সংস্থাও বিপর্যস্ত এলাকায় ত্রাণ কাজ চালানোর লক্ষে বাংলাদেশ সরকারকে বিভিন্নভাবে সাহায্য করছে।

    বাংলাদেশের দক্ষিণাঞ্চলের উপকুলে বসবাসকারীদের সংখ্যা প্রায় এক কোটি। উপকূলীয় অঞ্চল বহুবার ঘূর্ণিঝড়ের শিকার হয় এবং গুরুতর হতাহত ও সম্পদের ক্ষয়ক্ষতি হয়। সংশ্লিষ্ট বিশেষজ্ঞ জানিয়েছেন, ১৯৯১ সালে সংঘটিত ঘূর্ণিঝড়ে ১ লাখ ৪৩ হাজার লোক নিহত হয়।

1 2