বিশ্লেষকরা মনে করেন শি কুও লিয়াং'র ছবিতে রংয়ের ব্যবহার যৌক্তিকতাপূর্ণ। তিনি মানুষের প্রতিকৃতের মাধ্যমে তার মনের কথা, জীবনের অভিজ্ঞতা প্রকাশ করতে পারেন নিখুঁতভাবে। তার ছবি দেখে দর্শকরা গভীরভাবে মুগ্ধ । তার ছবিতে দর্শকরা ছবি আঁকার পদ্ধতি না খুঁজে ছবির মানুষটির জীবনভিত্তিক অভিজ্ঞতাকে নিয়ে চিন্তা করতে পছন্দ করে।
সম্প্রতি শি কুও লিয়াংয়ের আরেকটি তত্পরতা সবার দৃষ্টি আকর্ষণ করেছে। তিনি চারুকলা ক্ষেত্রের প্রথম লোক যিনি নিজের ব্লোগ খুলে নকল ছবি'র বিরোধিতা শুরু করেন। এর কারণ হলো একটি নিলাম কোম্পানি শি কুও লিয়াংয়ের নামে একটি ছবি নিলাম করেছে। কিন্তু শি কুও লিয়াং এই ছবি দেখে বলেছেন যে এটা তার ছবি নয়। অন্য কেউ তার নাম ব্যবহার করেছে। এ জন্য তিনি ব্লোগ খুলে তার ছবি ও নকল ছবি লাগিয়ে দেন এবং ভিন্ন জায়গা চিহ্নিত করে দেখান। এই নিয়ে শি কুও লিয়াং বলেন:
"নকল জিনিস ভাল লোকের জন্য দুঃখ ও ক্ষতি এনে দেয়। আমার দায়িত্ব হচ্ছে নকল জিনিস ও নকল বাজদের ওপর আঘাত হানা। যাতে ভাল জিনিস ও ভালো লোকের ক্ষতি না হয়।"
ব্লোগে শি কুও লিয়াং নিজের অনুভূতি জীবনের বন্ধুদের সঙ্গে ভাগ করেন। তিনি আশা করেন তার ব্লোগ হবে তার এবং অন্যদের বিনিময়ের একটি মঞ্চ। (ইয়াং ওয়েই মিং) 1 2
|