v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-11-05 21:36:30    
পরিবার পরিকল্পনা মেনে চললে পুরস্কার

cri

    তিনি আরো বলেছেন, পরীক্ষামূলক এলাকায় কৃষকরা এ দু'টি ব্যবস্থায় সন্তোষ বোধ করেছে। এমন কি, কিছু কিছু গ্রামাঞ্চলে সন্তান জন্মগ্রহনের হার অনেক কমে গেছে।

    জানা গেছে, এ বছর " কম সন্তান অথচ দ্রুততর ধনি হওয়া" সংক্রান্ত প্রকল্প চীনের পশ্চিমাঞ্চলে সার্বিকভাবে চালু হয়েছে। একই সঙ্গে পরিবার পরিকল্পনারও সুষ্ঠু উন্নয়ন হয়েছে। এর মাধ্যমে সংশ্লিষ্ট খরচ অর্থ মন্ত্রণালয় থেকে দেয়া হয়েছে।

    লোকসংখ্যা ক্ষেত্রের অনেক বিশেষজ্ঞগণ পরিবার পরিকল্পনার এ নতুন সহায়ক নীতিকে স্বাগত জানিয়েছেন। তারা মনে করেন, লোকসংখ্যা সংক্রান্ত সমস্যার সমাধানে এ সব নীতি সক্রিয়ভাবে ভূমিকা পালন করছে। এটি হলো চীনে পরিবার পরিকল্পনার ক্ষেত্রে সন্তান ধারন সম্পর্কিত ধারণা পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ প্রতীক। ইয়ুন নান শি ফান বিশ্ববিদ্যালয়ের লোকসংখ্যা বিষয়ক গবেষণা বিভাগের উপপ্রধান লুও হুয়াং সুং বলেছেন:" এ নীতি কার্যকর হওয়ায় সন্তান জন্মগ্রহনের হার কমেছে এবং লোকসংখ্যার পরিমাণ কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে। মানুষের গড়পড়তা শিক্ষাদানের সীমা বেড়ে গেছে। আমাদের পরিবার পরিকল্পনার কাজকর্মের ব্যবস্থা গুরুত্বপূর্ণভাবে পরিবর্তন হয়েছে। আগে , পরিবার পরিকল্পনার কাজ সব জোর করে বাস্তবায়ন করতে হয়েছিল। এখন সংশ্লিষ্ট উপযুক্ত নীতি ও সুবিধার কারণে অধিবাসীরা ইচ্ছাকৃতভাবেই পরিবার পরিকল্পনা বাস্তবায়নে সক্ষম হয়েছে।"

    আগে পরিবার পরিকল্পনার ব্যবস্থাটি চীন সরকার প্রশাসনিক উপায়ের মাধ্যমে জোর করে কার্যকর করেছিল। যেমন, কেউ পরিবার পরিকল্পনার বিষয়টি মেনে না চললে শাস্তি হিসেবে আর্থিক দন্ড দেয়া হতো। এমন ধরণের পরিবার পরিকল্পনার চালু থাকায় অনেক ক্ষেত্রে বাধার সম্মুখীণ হতে হতো। এর ফলে তেমন বেশি অগ্রগতিও অর্জিত হয়নি। তবে পরিবার পরিকল্পার সাহায্য নীতির বাস্তবায়নে এ ক্ষেত্রের সংশ্লিষ্ট সমস্যার সমাধানে সবচে' বেশী সম্ভাবনা রয়েছে।


1 2