v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International Sunday Apr 6th   2025 
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-11-05 21:36:30    
পরিবার পরিকল্পনা মেনে চললে পুরস্কার

cri
    চীন হচ্ছে ১.৩ বিলিয়নেরও বেশি লোকসংখ্যা অধ্যূসিত একটি বড় দেশ। গত শব্দাতীর ৭০ দশক থেকে লোকসংখ্যার হার দ্রুতভাবে বৃদ্ধি পাওয়ার কারণে চীনে পরিবার পরিকল্পনা ব্যবস্থা চালু হয়। এ পরিকল্পনা কার্যকরভাবে বাস্তবায়নের মাধ্যমে চীনা জনগণের সামগ্রিক জীবন যাত্রার মানের উন্নতির লক্ষে সাম্প্রতিক বছরগুলোতে চীনের কিছু কিছু গ্রামাঞ্চলে পরিবার পরিকল্পনার একটি নতুন ধরণের পদ্ধতি চালু হয়েছে। এটি হচ্ছে পরিবার পরিকল্পনার বিষয়টি ভালভাবে মেনে চললে সংশ্লিষ্ট পরিবারকে পুরস্কৃত করা । যাতে জনগণ সচেতনভাবে পরিবার পরিকল্পনাকে গ্রহণ করে। এ নতুন ধরণের পদ্ধতির মধ্যে বেশ কিছু ক্ষেত্রে অগ্রগতি অর্জিত হয়েছে।

     ৬৯ বছর বয়সী লুও ছুই আন হচ্ছেন চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ইয়ুন নান প্রদেশের সংখ্যালঘু জাতির একজন সাধারণ নারী। তাঁর মাত্র একজন মেয়ে আছে। একারণে সরকারের অবসর ভাতা ছাড়াও এখন প্রতিবছর তিনি আরও ৭০০ ইউয়ান রেন মিন পি পান । এতে তাঁর অনেক সুবিধা হয় এবং আনন্দ লাগে। তিনি বলেছেন:" সরকার ভাল নীতি বাস্তবায়িত করেছে বলেই প্রতিবছর আমাকে ৭০০ ইউয়ান রেন মিন পি প্রদান করে। এ পর্যন্ত আমি দু'বছরের আর্থিক সুবিধা পেয়েছি।"

    ২০০৪ সালে চীনের কিছু কিছু গ্রামাঞ্চলে পরিবার পরিকল্পনার পুরস্কার প্রদান সংক্রান্ত নীতি কার্যকর হয়েছে। এর ফলেই প্রতিবছর লুও ছুই আনের অন্যদের চেয়ে বেশি ৭০০ ইউয়ান সাহায্য পাওয়ার গুরুত্বপূর্ণ কারণ। পরিবার পরিকল্পনা পুরস্কার প্রদান সংক্রান্ত নীতি অনুযায়ী, যার বয়স ৬০ বছরেরও বেশি এবং যার শুধু একজন ছেলে বা মেয়ে আছে এসব বুড়ো-বুড়িকে প্রতিবছর সরকার মোট ৭০০ ইউয়ান করে ভাতা দেয়।

    চীনের কিছু কিছু গ্রামীণ অঞ্চলে , স্থানীয়দের সুনিশ্চিয়তা ব্যবস্থা এখনো পূর্ণাঙ্গ হয়নি বলে বুড়ো-বড়িদের বসবাসের মৌলিক সমস্যাগুলো নিজের ছেলে বা মেয়েরাই সমাধান করে থাকে। এটিও গ্রামাঞ্চলের অধিবাসীদের আরও বেশি ছেলে বা মেয়ে নেয়ার গুরুত্বপূর্ণ কারণ। তবে পরিবার পরিকল্পনা পুরস্কার প্রদান সংক্রান্ত নীতির মাধ্যমে গ্রামাঞ্চলের কৃষকদের অতিরিক্ত সন্তান গ্রহণের ধারণা পরিবর্তনের জন্য অনেক সহায়ক হয়েছে।

    তাছাড়া, চীনের পশ্চিমাঞ্চলে " কম সন্তান অথচ দ্রুততর ধনী হওয়া " সংক্রান্ত একটি প্রকল্প চালু হয়েছে। এর ফলে সচেতনভাবে পরিবার পরিকল্পনার বিষয়টি মেনে চলা দম্পতিরা আরো বেশি আর্থিক পুরস্কার পাচ্ছে। তারা পুরস্কারের অর্থ দিয়ে সাথে সাথে গরু এবং মুরগী চাষসহ নানা ধরণের চাষাবাদের কাজ করতে পারে। এর ফলে তাদের জীবন যাত্রার অবস্থা বেশ কিছুটা উন্নত হয়েছে। চীনের লোকসংখ্যা ও পরিবার পরিকল্পনা বিষয়ক কমিটির প্রধান চাং ওয়েই ছিং বলেছেন:" এ দু'টি সংশ্লিষ্ট পরীক্ষামূলক ব্যবস্থা চালু হওয়ার পর, সারা দেশে মোট ১৩.৫ লাখ সংশ্লিষ্ট বুড়ো-বুড়ি সরকারী ৭০০ ইউয়ান করে বার্ষিক ভাতা পাচ্ছেন। পশ্চিমাঞ্চলে মোট ৩ লাখেরও বেশি পরিবার ' কম সন্তান অথচ দ্রুততর ধনি হওয়া ' সংক্রান্ত প্রকল্পের পুরস্কার গ্রহণ করেছে।"

1 2
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China