v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-11-05 17:42:42    
সাংহাই নর্মাল বিশ্ববিদ্যাল

cri

    এই চিন্তাধারার আলোকে সাম্প্রতিক বছরগুলোতে সাংহাই নর্মাল বিশ্ববিদ্যালয় ব্যাপকভাবে সংস্কার ও পুনরুদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। চীনা ভাষা শিক্ষাদান এই বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য। তারা এই বিষয়টিকে সম্পূর্ণভাবে কাজে লাগিয়েছে। গত কয়েক বছর ধরে চীনের অথর্নীতির দ্রুত উন্নতি হয়েছে এবং দেশের সার্বিক শক্তি বেড়েছে। এই প্রেক্ষাপটেসারা বিশ্বে চীনা ভাষা জানার চাহিদা দিন দিন বাড়ছে। বালাবাহুল্য , সাংহাই নর্মাল বিশ্ববিদ্যালয়ের পক্ষে এটা একটি বড় সুযোগ হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি সাংহাই নর্মাল বিশ্ববিদ্যালয় বিশ্বের ২৫টি দেশ ও অঞ্চলের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান ও গবেষণা সংস্থাগুলোর সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক প্রতিষ্ঠা করেছে। তা ছাড়া, এই বিশ্ববিদ্যালয় যুক্তরাষ্ট্র, ব্রিটেন, জার্মানি ও ফ্রান্সের সঙ্গে সহযোগিতামূলক চুক্তি স্বাক্ষর করেছে। সাম্প্রতিক বছরগুলোতে চীনে পড়াশুনা করতে আসা বিদেশী শিক্ষার্থীদের সংখ্যা অধিক থেকে অধিকতর হারে পড়েছে। বতর্মানে বিশ্বের ৩০টিরও বেশী দেশ ও অঞ্চলের প্রায এক হাজার বিদেশী ছাত্র-ছাত্রী সাংহাই রর্মাল বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করছেন। সাংহাই নর্মাল বিশ্ববিদ্যালয় কেন এত বেশী বিদেশী ছাত্র-ছাত্রীকে আকর্ষণ করেছে, এর কারণ কী ? এই প্রশ্নের উত্তরে ভাইস প্রেসিডেন্ট লু বললেন,

    আমাদের বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষা ও সংস্কৃতি বিষয়টি সারা দেশে সুনাম আছে। অন্য কথায় এটা আমাদের বিশ্ববিদ্যালয়ের একটি বৈশিষ্ট্য। তা ছাড়া, পযর্টন বিষয় ও দেশজুড়ে বিখ্যাত। এখানে বিশেষভাবে উল্লেখকরতে হয় যে, শিক্ষক প্রশিক্ষণেরক্ষেত্রে আমরা অনেক অভিজ্ঞতা সঞ্চয় করেছি। বিশেষ করে ভাষা শিক্ষাদান ক্ষেত্রে আমাদের অনেক অভিজ্ঞতা আছে। নিয়মিত বিদেশী ছাত্র-ছাত্রী ছাড়া, প্রতি বছর বিদেশী শিক্ষাথীর্দের জন্যে আমাদের বিশ্ববিদ্যালয়ে কয়েক বার স্বল্পমেয়াদের প্রশিক্ষণকোর্স আয়োজন করা হয়। "

    ভাইস প্রেসিডেন্ট লু মনে করেন, ভাল বিষয় বিদেশী শিক্ষাথীর্দের আকর্ষণ করতে পারে , এর কোন সন্দেহ নেই। তবে বিশ্ববিদ্যালয়ের অবস্থান , এর চারপাশের পরিবেশও একটি গুরুত্বপূর্ণ কারন। তা ছাড়া, বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোও বিদেশী শিক্ষার্থীদের আকর্ষণ করার একটি গুরুত্বপূর্ণ উপাদান। বতর্মানে উল্লেখিত শতর্গুলো সাংহাই নর্মালবিশ্ববিদ্যালয়ের আছে। কেননা, সাংহাই নর্মাল বিশ্ববিদ্যালয় সাংহাই মহা নগরের কেন্দ্রে অবস্থিত। চারপাশের দৃশ্য খুব সুন্দর। বেশ কয়েকটি বড় বড় বিপণী আছে বলে কানাকাটাও অত্যন্ত সুবিধাজনক।

    সাক্ষাতকারে এই বিশ্ববিদ্যালয়ের বিদেশী ছাত্র-ছাত্রী ব্যবস্থাপনা বিভাগের পরিচালক মিস লিও বিশদভাবে সংশ্লিষ্ট বিষয় ব্যাখ্যা করেছেন। তিনি বললেন,

    যারা সাংহাই নর্মাল বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করতে আগ্রহী তারা সহজেই ইন্টারনেটে বিশ্ববিদ্যালয় সম্পর্কে জানতে পারেন। ইন্টারনেটে আমাদের বিশ্ববিদ্যালয় সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়। আপনারা ইন্টারনেটেও ফর্মপূরন করে ভর্তি হতে পারেন।

বিশ্ববিদ্যালয়ে পড়াশুনার সময় কার খরচ সম্পর্কে মিস লিও বললেন,

    শিল্পকলা এবং বিজ্ঞান বিষয়ক ছাত্র-ছাত্রীদের জন্যে খরচ ভিন্ন। যারা বিজ্ঞান বিষয় পাড়ে তাদের জন্যে খরচ একটু বেশী। সাধারণত বছরে শিক্ষার ফি ৮০০০ থেকে ৯০০০ ইউয়ন রেন মিন পি। কিন্তু খাওয়া-দাওয়া ও থাকার খরচ এর অন্তভূর্ক্ত নয়।

    বিদেশী ছাত্র-ছাত্রী কেন্দ্রে আমরা একজন দক্ষিণকোরীয় ছাত্রের সাক্ষাতকার নিয়েছি। সাংহাই তার কেমন লাগে , এই প্রশ্নের উত্তরে তিনি বললেন,

" সাংহাই আমার খুব ভাল লাগে। যখন আমি জেনযৌ থেকে সাংহাই আসি, তখন চোখেযা পড়েছে তা আমি বিশ্বাস করতে পারি না। মনে মনে ভাবছিলাম এটা কি চীনের একটি শহর? সাংহাই দক্ষিণ কোরিয়ার রাজধানী সৌউলের চেয়ে কম উন্নত নয়। কোন কোন জায়গা সৌউলের চাইতে আরও আধুনিক। "

     সাংহাই নর্মাল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের ঠিকানা হল http://:www.shnu.cn আপনারা তাদের ওয়েবসাইট থেকে আরও বেশী তথ্য পাবেন। আজকের "আমার শিক্ষা , আরার স্বপ্ন" এখানে শেষ হল। আজকের প্রশ্ন হল, সাংহাই নর্মাল বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে নাম-করা বিষয় কী?


1 2