v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-10-22 21:45:53    
চীনের ভূমিকম্প পূর্বাভাষ প্রযুক্তি উন্নয়নের সংক্রান্ত আলোচনা

cri

    এবারের ভূমিকম্পের পর শহর আর জেলা পর্যায়ের স্থানীয় সরকারের নেতৃত্বে ভূমিকম্প প্রতিরোধ আর ত্রাণকাজ সংক্রান্ত কার্যালয় প্রতিষ্ঠিত হয়। ভূমিকম্প হওয়ার মাত্র চার-পাঁচ ঘন্টার মধ্যেই স্থানীয় সরকারী প্রতিষ্ঠানের ত্রাণসামগ্রি সেখানে পাঠানো হয়েছিল। তারপর শহরের ভেতর ও বাইরের এমন কি অন্যান্য প্রদেশ ও শহরের ত্রাণসামগ্রিও ভূমিকম্প দুর্গত এলাকায় পাঠানো হয়। তবে এবারের ভূমিকম্পে নিহতদের সংখ্যা ছিল বেশি। এতো বিশাল ক্ষতি পূর্বসতর্কবাণী সঠিকভাবে না প্রচার করার সঙ্গে সম্পর্কিত। এ থেকে বোঝা যায় যে, সঠিক পূর্বসতর্কবাণী পাঠানো হচ্ছে ভূমিকম্প প্রতিরোধ করার জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ।

    এখন চীনে মোট ১ হাজার ২ শো'র বেশি ভূমিকম্প প্রতিরোধ সংক্রান্ত কেন্দ্র প্রতিষ্ঠিত হয়েছে। একই সঙ্গে অত্যাধুনিক পর্যবেক্ষণ ও জরীপ ওয়েব-সাইটও গড়ে তোলা হয়েছে। এটি ভূমিকম্প ঘটার আগেই সংশ্লিষ্ট তথ্য সংগ্রহ এবং ভূমিকম্প প্রতিরোধ করার জন্য অনেক সহায়ক হবে। চীনের ভূমিকম্প ব্যুরো ভূমিকম্প পূর্বাভাষ গবেষণা বিষয়ক কেন্দ্রের প্রধান চাং কুও মিন বলেছেন যে, এখনো চীনে ভূমিকম্প পূর্বাভাষের সঠিক মাত্রা ১০ শতাংশ মাত্র। যা বিশ্বে সর্বাধিক। তিনি বলেন: " যেমন ১৯৯৬ সালের সিন চিয়াং চিয়া শি ভূমিকম্প , তখন সিন চিয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের স্থানীয় সরকারের সাহায্যে ভূমিকম্প পূর্বসতর্কবাণী পাঠানো হয়। সতর্কবাণীর ফলে ভূমিকম্পের আগেই ১ লাখ ৫ হাজার লোককে স্থানান্তর করা সম্ভব হয়েছিল।"

    সাম্প্রতিক বছরগুলোতে , চীনের ইয়ুন নান এবং সিন চিয়ানসহ বিভিন্ন প্রদেশের গ্রামাঞ্চলের অধিবাসীদের জন্য ভূমিকম্প প্রতিরোধ সংক্রান্ত মানদন্ড অনুযায়ী, বসতবাড়ি নির্মাণ করা হয়েছে। আগে তাদের অধিকাংশই নিজের তৈরী সাধারণ বসতবাড়িতেই থাকতো। তবে এখন সবাই ভূমিকম্প প্রতিরোধ সংক্রান্ত নতুন ঘরে চলে এসেছে। স্থানীয় ভূমিকম্প প্রতিরোধ প্রকল্প বিষয়ক প্রধান কু লি সি থা বলেছেন: " এ পর্যন্ত , নতুন তৈরী বসতবাড়িতে মোট ৫ লাখ ৯৬ হাজার অধিবাসী স্থানান্তরিত হয়েছে।"

   ২০০৮ সাল নাগাদ , সিন চিয়াংয়ের সব অধিবাসী এ নতুন ধরণের ভূমিকম্প প্রতিরোধ সংক্রান্ত বসতবাড়িতে থাকতে পারবে বলে ধারণা করা হচ্ছে। একই সঙ্গে এ প্রকল্পটি সারা চীনে ব্যাপকভাবে চালু হবে।

    ভূমিকম্প পূর্বাভাষ হচ্ছে একটি খুবই কঠিন ব্যাপার। তবে চীনের ভূমিকম্প ব্যুরোর প্রধান ছেন চিয়ান মিন এর ভবিষ্যত উন্নয়নে আস্থাবান।তিনি বলেন:" এখন আমাদের ভূমিকম্প পূর্বসতর্কবাণীর সঠিক মাত্রা শুধু ১০ শতাংশ । তবে আমরা বিশ্বাস করি, ভূমিকম্প পূর্বাভাষ সংক্রান্ত প্রযুক্তি উন্নয়নের দুয়ার এখন উন্মুক্ত।"


1 2