v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-10-22 21:45:53    
চীনের ভূমিকম্প পূর্বাভাষ প্রযুক্তি উন্নয়নের সংক্রান্ত আলোচনা

cri
    বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের মধ্যে ভূমিকম্পের অবস্থান ক্ষতিসাধনের ক্ষেত্রে সর্বোচ্চ। চীনসহ বিশ্বের অনেক দেশেই এখন ভূমিকম্পের পূর্বাভাষ সংক্রান্ত প্রযুক্তি নিয়ে গবেষণার একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। জানা গেছে, বহু বছরের প্রচেষ্টা চালিয়ে বর্তমানে চীন এ ক্ষেত্র বিশ্বে অনেকটা এগিয়ে গেছে। তাহলে চীন কী ধরণের অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করেছে? ভবিষ্যতে কীভাবে তার উন্নয়ন অব্যাহত রাখবে?

    চীন হচ্ছে বিশ্বে বেশি ভূমিকম্প ঘটা দেশগুলোর মধ্যে অন্যতম। চীনের ভূমিকম্প ব্যুরোর পরিসংখ্যান থেকে জানা গেছে, সারা বিশ্বের এক তৃতীয়াংশ ভয়াবহ ভূমিকম্প চীনে ঘটেছে। এমন কি, চীনের সব প্রদেশেই রিক্টার স্কেলের ৫ মাত্রার ভূমিকম্প হয়েছে। এ অবস্থার পরিপ্রেক্ষিতে ভূমিকম্পের পূর্বাভাষ সংক্রান্ত প্রযুক্তি উন্নয়নের জন্য চীন সরকার যারপর নাই অনেক প্রচেষ্টা চালিয়েছে। একই সঙ্গে ভূমিকম্প পূর্বাভাষ সংক্রান্ত কেন্দ্র স্থাপন করেছে এবং এ সংশ্লিষ্ট সকল তথ্য সংগ্রহ করে আসছে।

    ভূমিকম্পের দুর্যোগ কমানোর ব্যাপারে এ পর্যন্ত চীনে মোট ২০ বারেরও বেশি ভূমিকম্প সম্পর্কিত সতর্কবাণী প্রচার করা হয়েছে। উল্লেখ্য, ১৯৭৫ সালে চীনের উত্তর-পূর্বাঞ্চলের লিও ইয়িন প্রদেশের হাই ছেং শহরের ভূমিকম্পের পূর্বেই সতর্কবাণী সাফল্যের সঙ্গে জানানো হয়। এটি অভূতপূর্ব। চীনের ভূমিকম্প ব্যুরোর প্রধান ছেন চিয়ান মিন বলেছেন:" ভূমিকম্প আসার আগে আমরা যথাযথভাবে পূর্বসতর্কবাণী পাঠিয়েছি। এ কারণে সংঘটিত দুর্যোগের পরিমাণ অনেক কম হয়েছে। সংশ্লিষ্ট একজন বিশেষজ্ঞ বলেন,পূর্বসতর্কবাণী না দিতে পারলে হয়তো নিহতের সংখ্যা ১ লাখেরও বেশি হতো বলে ধারণা করা হচ্ছে।আসলে এবারের ভূমিকম্প ঘটনায় নিহতদের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩০০ জনে ।"

    ১৯৭৬ সালে চীনের হে পেই প্রদেশের থাং শান শহরে রিক্টার স্কেলের ৬.২ মাত্রার প্রক ভয়াবহ ভূমিকম্প হয়। হে পেই প্রদেশের স্থানীয় সরকারের নেতৃত্বে ভূমিকম্প প্রতিরোধ আর ত্রাণবিতরুণ কাজ পুরোদমে হয়েছিল। তখন চীনের অন্যান্য অঞ্চল থেকে আসা নানা রকমের ত্রাণসামগ্রী দুর্যোগ অঞ্চলে পাঠানো হয়।

1 2