v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-10-22 17:10:29    
তিব্বতে ভ্রমণ ১৪---পোতালা প্রাসাদ এবং তাচাও মন্দির

cri

    ২৬ আগস্ট চামড়ার এলার্জি বাড়কছ । আমাদের আজকের পরিকল্পনা পোতালা প্রাসাদ এবং তাচাও মন্দির প্রদর্শন করা । সকালে সাড়ে নয়টায় আমরা তিব্বত বেতারের বন্ধু লুওসোংয়ের সঙ্গে পোতালা প্রাসাদে যাই । আমাদের হোটেল পোতালা প্রাসাদের কাছেই অবস্থিত । হেঁটে হেঁটে ১০ মিনিটের মধ্যেই পোতালা প্রাসাদের বাইরে পৌঁছি । এখন হচ্ছে পর্যটনের সোনালী সময় । অনেক পর্যটক প্রাসাদের বাইরে অপক্ষা করছে । শুনেছি পোতালা প্রাসাদ সংরক্ষণের কারণে প্রতিদিন শুধু মাত্র ৮০০ জন পর্যটক প্রবেশ করতে পারে । প্রত্যেক পর্যটককে প্রাসাদ প্রবেশ করার সময় কঠোর পরীক্ষা করা হয় । প্রথম প্রতিক্রিয়া আইডি বা পাসপোর্টের পরীক্ষা করা ,তারপর তাদের ব্যাগ পরীক্ষা করা । পোতালা প্রাসাদের ছবি তোলা নিষিদ্ধ থাকায ক্যামেরা ব্যবহার করা যায় না । ১০টায় আমরা নানা পরীক্ষার পর পোতালা প্রাসাদে প্রবেশ করি । প্রাসাদের নীচে একটি বাগান আছে । বাগানের সিঁড়ি দিয়ে উঠে প্রাসাদের দরজায় পৌঁছাই । প্রদর্শন শৃঙ্খলা সুনিশ্চিত করার জন্য পর্যটকদের নানা দলে বিভক্ত করা হয় । প্রতি দল প্রাসাদে প্রবেশ করার সময়ও নির্ধারণ করা হয় ।

    ১০টা ১৫ মিনিট আমরা প্রাসাদের মূল ভবনে প্রবেশ করি । গাইডের সঙ্গে উচুঁ পাথরের সিড়ি দিয়ে উঠার পর সবারই নিঃশ্বাস নিতে কষ্ট হয় । যদি লাসা পৌঁছার দ্বিতীয় দিন আমরা পোতালা প্রাসাদ পরিদর্শন করি, তাহলে অনেক অসুস্থ্য হবো । পোতালা প্রাসাদ, সালা প্রাসাদ এবং লাল প্রাসাদ নিয়ে গঠিত । অনেক পর্যটকের ঢোকা এবং প্রাসাদের ধর্মীয় মূর্তি সংরক্ষণ করার জন্য অনেক ধর্মীয় ঘর এখনো খোলা হয় নি । আমরা শুধু কয়েক মিটার বাইরে নানা বৌদ্ধ ধর্মীয় দেবতার মূর্তি পরিদর্শন করি । ইতিহাসে পোতালা প্রাসাদ দালাইলামার শীতকালীন প্রাসাদ এবং তিব্বতের রাজনৈতিক ও ধর্মীয় কেন্দ্র । পোতালা প্রসাদের স্কেল বড় কেল্লার মতো। এর আয়তন ৩.৬ লাখ বর্গমিটার, স্থাপত্যের আয়তন ১.৩ লাখ বর্গমিটার । উচ্চতা ১১৯ মিটার, ১৩ তলা এবং ২০০০এরও বেশি ঘর রয়েছে । ৭ম শতাব্দীতে সোংস্টেন গাম্বো পোতালা প্রাসাদ নির্মাণ করতে শুরু করেন । পরে অগ্নিকাণ্ডে বিধ্বস্ত হওয়ার কারণে ১৬৪৫ সালে পঞ্চম দালাইলামা পুনরায় পোতালা প্রাসাদ নির্মাণ করার নির্দেশ দেন । প্রাসাদে ছবি তোলা নিষিদ্ধ হওয়ার কারণে আমরা শুধু নিজের চোখে প্রাসাদের সুন্দর দৃশ্যগুলো মনে রেখেছি । পোতালা প্রাসাদ প্রদর্শন করার পর আমরা প্রাসাদের নিচে একসাথে ছুবি তুলি । পোতালা আমাদের মনে পবিত্র স্থান, আজ সত্যি তোমাকে দেখে , অতির খুশি হয়েছি । আমাদের চামড়ার এলার্জি গুরুতর হওয়ার কারণে পরিদর্শনের পর হাসপাতালে গিয়ে ডাক্তার দেখছি । অনেক ঔষধ দেয়ার পর ডাক্তার আমাকে ইনজেকশন দেন ।


1 2