ই ইউ'র সঙ্গে সার্বিয়ার পুনরায় " স্থিতিশীল ও সহযোগিতামূলক চুক্তি" নিয়ে আলোচনা ১৩ জুন ই ইউ'র সদরদফতর ব্রাসেলসে শুরু হয়েছে। সার্বিয়ার উপপ্রধানমন্ত্রী বোজিডার জিলিক এবং ই ইউ'র পূর্বমুখী সম্প্রসারণ সংক্রান্ত কমিটির ওলি রেন নিজেদের প্রতিনিধি দলের প্রধান হিসেবে এবারের সম্মেলনে অংশ নেন। এটি হলো দু'পক্ষের আলোচনা বন্ধ হওয়ার একবছরের মধ্যে পুনরায় শুরু হওয়া।
" স্থিতিশীল ও সহযোগিতামূলক চুক্তি" হচ্ছে ই ইউ'র পূর্বমুখী সম্প্রসারণ ক্ষেত্রের একটি গুরুত্বপূর্ণ বিয়ষ। সাবেক যুগোস্লাভিয়া প্রজাতন্ত্র ভেঙে যাওয়ার পর, ১৯৯৯ সাল থেকে ই ইউ এ অঞ্চলের বিভিন্ন দেশের সঙ্গে সংশ্লিষ্ট আলোচনা করে থাকে। এ চুক্তি অনুযায়ী সংশ্লিষ্ট দেশগুলোর মতৈক্যে পোঁছালে তাদেরকে ই ইউ'র ভেতরে সদস্য দেশের আবেদন জানতে করবে। এ সংশ্লিষ্ট বিষয়ে দেশগুলোর মধ্যে স্লোভিনিয়া ২০০৪ সালে ই ইউ'র মধ্যে যোগদান দিয়েছে। তবে বসনিয়া-হের্জেগোভিনা , মন্টি নেগ্রো প্রজাতন্ত্র , ম্যাসিডোনিয়া এবং সার্বিয়াসহ এ চুক্তিতে মতৈক্য হয়নি বলে এখনো সংশ্লিষ্ট আলোচনার কাজ আরও চলছে। ই ইউ বসনিয়া-হের্জেগোভিনাকে দেশের পুলিশ ব্যবস্থা সংস্কার করার অনুরোধ জানিয়েছে। একই সঙ্গে ই ইউ মন্টি নেগ্রো প্রজাতন্ত্রকে দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্কার বেশি জোরদার করার দাবি জানিয়েছে। তাছাড়াও , ই ইউ সংশ্লিষ্ট অপরাধ তত্পরতা দমনের জন্য ম্যাসিডোনিয়াকে দেশের আইন বিচার ব্যবস্থা উন্নত করার আহ্বান জানিয়েছে।
২০০৫ সালের অক্টোবরে সার্বিয়া ই ইউ'র সঙ্গে সংশ্লিষ্ট আলোচনা শুরু হয়েছে। এটি হলো সাবেক জুগোস্লাভিয়া দেশগুলোর মধ্যে সর্বশেষ।এবারের আলোচনা শুধু সাতমাসব্যাপী শেষ হয়েছে। গত বছর ৩ মে মাসে সার্বিয়ার সাবেক সরকার হেগের সাবেক জুগোস্লাভিয়ার বন্দী সংক্রান্ত আন্তর্জাতিক আদালতের সঙ্গে সার্বিকভাবে সহযোগিতা না করার কারণে ই ইউ এবারের আলোচনা বন্ধ করেছে। এ ব্যাপারে ই ইউ বলেছে, সার্বিয়া হেগের আদালতের সঙ্গে পুরোপুরিভাবে সহযোগিতা করার পাশা পাশি তাদের সংশ্লিষ্ট আলোচনা পুনরায় শুরু হবে বলে অনুমান করা হচ্ছে।
1 2
|